ধ্রুব’র উদ্যোগে মা-মেয়ে একসঙ্গে…
- প্রকাশের সময় : ০৬:৪০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
- / ৭৯ বার পঠিত
বিনোদন ডেস্ক : বেশ কয়েক বছর আগে প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার সুরে চার শিল্পীর নতুন মৌলিক গান তৈরি উদ্যোগ নিয়েছিলেন ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ। শুধু তাই নয়, সেখানে থাকার কথা ছিল রুনার নিজের গানও। ইতোমধ্যে সেই গানগুলো প্রকাশিতও হয়েছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।
এবার সেই উদ্যোগের অংশ হিসেবে তারা প্রকাশ করলো মায়ের সুরে মেয়ের গান। ‘কেন হয়ে গেছি পর’ শিরোনামের এই গানটির সুর করেছেন রুনা লায়লা এবং কণ্ঠ দিয়েছেন তার মেয়ে তানি লায়লা।
গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। এই গানটির মাধ্যমে প্রথমবারের মতো মায়ের সুরে গান করলেন তানি লায়লা।
তিনি জানান, এরইমধ্যে গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
রুনা লায়লা বলেন, ‘গাজী ভাই বেঁচে থাকতেই এই গান লেখা। ডিএমএস থেকে এক সঙ্গে পাঁচটি গানের যে প্রজেক্ট ছিল, তানির গানটি সর্বশেষ গান হিসেবে প্রকাশ পেল। তানির কণ্ঠের সঙ্গে যায় আমি এমন সুরই করেছি। তানি চেষ্টা করেছে সুরে থেকে ভালোভাবে গানটি গাইতে। আশা করছি সবারই ভালো লাগবে গানটি।’
এদিকে নিজের মায়ের সুরে গান গাইতে পেরে দারুণ উচ্ছ্বসিত তানি লায়লা। গানটি প্রকাশ পাওয়ায় ভীষণ খুশি তিনি। সূত্র : দৈনিক ইত্তেফাক
নাসরিন /হককথা