নিউইয়র্ক ১০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ধারাবাহিক নাটকে দর্শক কী দেখছেন?

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
  • / ৪৩ বার পঠিত

বিনোদন ডেস্ক : দর্শকচাহিদা না থাকার কারণে ধারাবাহিক নাটক নির্মাণ কমে যাচ্ছে এবং শিল্পীরাও একক নাটকের প্রতি বেশি আগ্রহী, এমন গুঞ্জন নাটকপাড়ায় চাউর হয়ে রয়েছে। তাহলে দর্শক কি ধারাবাহিক নাটক দেখছে না? সাম্প্রতিক সময়ে প্রচারিত ও প্রচার হচ্ছে, এরকম বেশ কয়েকটি ধারাবাহিক নাটক সম্পর্কে অনুসন্ধান করে এ প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে।

ব্যাচেলর পয়েন্ট

কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকটি তুমুল জনপ্রিয়তা পায়। নাটকটির তিনটি সিজন প্রচার হওয়ার পর বর্তমানে চতুর্থ সিজনের শুটিং চলছে বলে জানা গেছে। ব্যাচেলরদের জীবন নিয়ে নির্মিত এ নাটকটি টিভির পাশাপাশি ইউটিউবে প্রচুর দর্শক দেখেছেন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করা শিল্পীরা এখন তাদের বাস্তব নামের চাইতে ব্যাচেলর পয়েন্টে অভিনীত চরিত্রের নামেই সম্বোধিত হচ্ছেন। যেমন- জিয়াউল হক পলাশ ‘কাবিলা’ ডাক শুনছেন, চাষী আলম ‘হাবু ভাই’, মিশু সাব্বির ‘শুভ’, মারজুক রাসেল ‘পাশা ভাই’ আর ফারিয়া শাহরিন ‘অন্তরা’ নামেই দর্শকদের কাছে পরিচিত হয়ে গেছেন। তবে এ নাটকটি প্রশংসার পাশাপাশি ব্যাপক সমালোচনার মুখোমুখিও হয়েছে। এক্ষেত্রে প্রচুর আলোচনা ও সমালোচনা উভয়টিই প্রমাণ করে নাটকটি দর্শক আসলেই দেখেছেন । ইউটিউবে প্রতিদিনই নাটকটির বিভিন্ন পর্বের ভিউ বেড়েই চলছে। তৃতীয় সিজন শেষ হওয়ার পর দীর্ঘদিন পরিচালক অমি পরবর্তী সিজন নিয়ে কথা বলেননি; কিন্তু দর্শক চাহিদার কারণেই তিনি নাটকটির চতুর্থ সিজনের নির্মাণে হাত দিয়েছেন বলে জানিয়েছেন।

এনটিভিতে প্রচারিত এ ধারাবাহিক নাটকটিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। নির্মাতা মাহমুদুর রহমান হিমি পরিচালিত এ নাটকটি দর্শকদের সাড়ায় এরই মধ্যে শতাধিক পর্ব অতিক্রম করেছে।

নাটকটিতে ৯৬ নম্বর বাসার বাসিন্দাদের নানারকম ঘটনা নিয়ে কাহিনী আছে। এ নাটকে অভিনয় করেছেন- কচি খন্দকার, মনিরা আক্তার মিঠু, আল মামুন, মিলি বাশার, আফরিন শেখ রাইসা, তানিয়া বৃষ্টি, আফ্রি সেলিনা, সৈয়দ জামান শাওন, রুকাইয়া জাহান চমক, রকি খান, হারুন রশীদ, মাশরুর ইনান, সাজ্জাদ হাসান রাজ, তটিনী প্রমুখ। এ ছাড়া নাটকটিতে অতিথি পর্বে ফজলুর রহমান বাবু, আফরান নিশো, মারজুক রাসেল, ফারিয়া শাহরিন, শবনম ফারিয়া, তানজিন তিশা, মনোজ প্রামাণিক, তাসনিয়া ফারিন, সাফা কবির, এফ এস নাঈম, নীলাঞ্জনা নীলা প্রমুখকে দেখা গিয়েছে। অতিথি পর্বগুলো দর্শকদের কাছে এ নাটককে আরও আকর্ষণীয় করে তুলেছে বলে নাটকটির শেষ পর্বের অতিথি অপূর্ব ও নির্মাতা হিমি সূত্রে জানা গেছে।

ফ্যামিলি ক্রাইসিস

চলতি বছরের ২ ফেব্রুয়ারি এনটিভিতে মোস্তফা কামাল রাজ পরিচালিত এ নাটকটির শেষ পর্ব প্রচারিত হয়। দর্শকদের তুমুল সাড়ায় এ নাটকের তারকারাও চরিত্রের নামে পরিচিতি পান। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শর্মিলী আহমেদ, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকীসহ আরও অনেকে ।

ধারাবাহিক নাটকটির প্রচার বন্ধ হওয়ার পর নির্মাতাকে নাটকটি বন্ধ করা নিয়ে দর্শকদের অনুযোগ শুনতে হয়। দর্শকদের চাহিদার কারণে নাটকটির সিকুয়েল ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’ দিয়ে তিনি ফেরার সিদ্ধান্ত নেন। চলতি নভেম্বর মাসেই নাটকটির সিকুয়েলের শুটিং শুরু হবে।

বদমাইশ পোলাপাইন

একঝাঁক কিশোরের শৈশবের দুষ্টুমি ও তার আশপাশের সামগ্রিক বিষয় তুলে ধরা হয়েছে ‘বদমাইশ পোলাপাইন’ ধারাবাহিক নাটকটিতে। মাবরুর রশীদ বান্নাহর নির্মাণ ও কনসেপ্টের গল্প ও চিত্রনাট্য লিখেছেন মোসাব্বের হোসেন মুহিত। দর্শকদের প্রচুর চাহিদার কারণে নাটকটির তিনটি সিজন প্রচারিত হয়। দর্শকরা নাটকটির চতুর্থ সিজনের জন্য পরিচালককে অনেক অনুরোধও করেছেন। নাটকটিতে অভিনয় করেছেন- ফজলুর রহমান বাবু, মারজুক রাসেল, আয়েশা সালমা মুক্তি, সাগর হুদা, প্রত্যয় হিরণ, মাহিমা, তানজিম হাসান, অনিক রায়হান খান, আহসান হাবিব নিলয়, রাশেদ আমরান, নিহাল, সামিউল আলম প্রমুখ। নাটকটি ইউটিউবে দ্য আজাইরা লিমিটেডের চ্যানেলে দেখা যাচ্ছে।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ধারাবাহিক নাটকে দর্শক কী দেখছেন?

প্রকাশের সময় : ০৬:১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১

বিনোদন ডেস্ক : দর্শকচাহিদা না থাকার কারণে ধারাবাহিক নাটক নির্মাণ কমে যাচ্ছে এবং শিল্পীরাও একক নাটকের প্রতি বেশি আগ্রহী, এমন গুঞ্জন নাটকপাড়ায় চাউর হয়ে রয়েছে। তাহলে দর্শক কি ধারাবাহিক নাটক দেখছে না? সাম্প্রতিক সময়ে প্রচারিত ও প্রচার হচ্ছে, এরকম বেশ কয়েকটি ধারাবাহিক নাটক সম্পর্কে অনুসন্ধান করে এ প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে।

ব্যাচেলর পয়েন্ট

কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকটি তুমুল জনপ্রিয়তা পায়। নাটকটির তিনটি সিজন প্রচার হওয়ার পর বর্তমানে চতুর্থ সিজনের শুটিং চলছে বলে জানা গেছে। ব্যাচেলরদের জীবন নিয়ে নির্মিত এ নাটকটি টিভির পাশাপাশি ইউটিউবে প্রচুর দর্শক দেখেছেন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করা শিল্পীরা এখন তাদের বাস্তব নামের চাইতে ব্যাচেলর পয়েন্টে অভিনীত চরিত্রের নামেই সম্বোধিত হচ্ছেন। যেমন- জিয়াউল হক পলাশ ‘কাবিলা’ ডাক শুনছেন, চাষী আলম ‘হাবু ভাই’, মিশু সাব্বির ‘শুভ’, মারজুক রাসেল ‘পাশা ভাই’ আর ফারিয়া শাহরিন ‘অন্তরা’ নামেই দর্শকদের কাছে পরিচিত হয়ে গেছেন। তবে এ নাটকটি প্রশংসার পাশাপাশি ব্যাপক সমালোচনার মুখোমুখিও হয়েছে। এক্ষেত্রে প্রচুর আলোচনা ও সমালোচনা উভয়টিই প্রমাণ করে নাটকটি দর্শক আসলেই দেখেছেন । ইউটিউবে প্রতিদিনই নাটকটির বিভিন্ন পর্বের ভিউ বেড়েই চলছে। তৃতীয় সিজন শেষ হওয়ার পর দীর্ঘদিন পরিচালক অমি পরবর্তী সিজন নিয়ে কথা বলেননি; কিন্তু দর্শক চাহিদার কারণেই তিনি নাটকটির চতুর্থ সিজনের নির্মাণে হাত দিয়েছেন বলে জানিয়েছেন।

এনটিভিতে প্রচারিত এ ধারাবাহিক নাটকটিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। নির্মাতা মাহমুদুর রহমান হিমি পরিচালিত এ নাটকটি দর্শকদের সাড়ায় এরই মধ্যে শতাধিক পর্ব অতিক্রম করেছে।

নাটকটিতে ৯৬ নম্বর বাসার বাসিন্দাদের নানারকম ঘটনা নিয়ে কাহিনী আছে। এ নাটকে অভিনয় করেছেন- কচি খন্দকার, মনিরা আক্তার মিঠু, আল মামুন, মিলি বাশার, আফরিন শেখ রাইসা, তানিয়া বৃষ্টি, আফ্রি সেলিনা, সৈয়দ জামান শাওন, রুকাইয়া জাহান চমক, রকি খান, হারুন রশীদ, মাশরুর ইনান, সাজ্জাদ হাসান রাজ, তটিনী প্রমুখ। এ ছাড়া নাটকটিতে অতিথি পর্বে ফজলুর রহমান বাবু, আফরান নিশো, মারজুক রাসেল, ফারিয়া শাহরিন, শবনম ফারিয়া, তানজিন তিশা, মনোজ প্রামাণিক, তাসনিয়া ফারিন, সাফা কবির, এফ এস নাঈম, নীলাঞ্জনা নীলা প্রমুখকে দেখা গিয়েছে। অতিথি পর্বগুলো দর্শকদের কাছে এ নাটককে আরও আকর্ষণীয় করে তুলেছে বলে নাটকটির শেষ পর্বের অতিথি অপূর্ব ও নির্মাতা হিমি সূত্রে জানা গেছে।

ফ্যামিলি ক্রাইসিস

চলতি বছরের ২ ফেব্রুয়ারি এনটিভিতে মোস্তফা কামাল রাজ পরিচালিত এ নাটকটির শেষ পর্ব প্রচারিত হয়। দর্শকদের তুমুল সাড়ায় এ নাটকের তারকারাও চরিত্রের নামে পরিচিতি পান। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শর্মিলী আহমেদ, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকীসহ আরও অনেকে ।

ধারাবাহিক নাটকটির প্রচার বন্ধ হওয়ার পর নির্মাতাকে নাটকটি বন্ধ করা নিয়ে দর্শকদের অনুযোগ শুনতে হয়। দর্শকদের চাহিদার কারণে নাটকটির সিকুয়েল ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’ দিয়ে তিনি ফেরার সিদ্ধান্ত নেন। চলতি নভেম্বর মাসেই নাটকটির সিকুয়েলের শুটিং শুরু হবে।

বদমাইশ পোলাপাইন

একঝাঁক কিশোরের শৈশবের দুষ্টুমি ও তার আশপাশের সামগ্রিক বিষয় তুলে ধরা হয়েছে ‘বদমাইশ পোলাপাইন’ ধারাবাহিক নাটকটিতে। মাবরুর রশীদ বান্নাহর নির্মাণ ও কনসেপ্টের গল্প ও চিত্রনাট্য লিখেছেন মোসাব্বের হোসেন মুহিত। দর্শকদের প্রচুর চাহিদার কারণে নাটকটির তিনটি সিজন প্রচারিত হয়। দর্শকরা নাটকটির চতুর্থ সিজনের জন্য পরিচালককে অনেক অনুরোধও করেছেন। নাটকটিতে অভিনয় করেছেন- ফজলুর রহমান বাবু, মারজুক রাসেল, আয়েশা সালমা মুক্তি, সাগর হুদা, প্রত্যয় হিরণ, মাহিমা, তানজিম হাসান, অনিক রায়হান খান, আহসান হাবিব নিলয়, রাশেদ আমরান, নিহাল, সামিউল আলম প্রমুখ। নাটকটি ইউটিউবে দ্য আজাইরা লিমিটেডের চ্যানেলে দেখা যাচ্ছে।