নিউইয়র্ক ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

দুর্গাপূজায় শিলার দুই গান

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:৫৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
  • / ৫২ বার পঠিত

বিনোদন ডেস্ক : শারদীয় দুর্গাপূজায় নতুন গান নিয়ে হাজির হচ্ছেন ‘সিলন সুপার সিঙ্গার’খ্যাত সংগীতশিল্পী শিলা দেবী। সনাতন ধর্মাবলম্বীদের পূজার আনন্দ খানিকটা বাড়িয়ে দিতে ‘হে ভবানী’ ও ‘আশ্বিনে এল দুর্গা’ শিরোনামে দুটি গান গেয়েছেন তিনি। গান দুটির দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে। যেগুলো কয়েক দিনের মধ্যেই প্রকাশ পাবে। ‘হে ভবানী’ গানটি প্রকাশ পাবে কণ্ঠশিল্পীর নিজের ইউটিউব চ্যানেল ‘শিলা দেবী’তে। এ ছাড়া অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে গান দুটি মুক্তি পাবে। এই গানের কথা লিখেছেন জয়ন্ত কর্মকার। তিনি নিজেই মিউজিক ভিডিওটিও পরিচালনা করেছেন। মিউজিক করেছেন সুমন কল্যাণ। ‘হে ভবানী’ ছাড়াও সংগীতশিল্পী শিলা দেবীর আরও একটি গান আসছে এবারের পূজায়।

‘আশ্বিনে এল দুর্গা’ শিরোনামের গানটিতে আরও গেয়েছেন সংগীতশিল্পী পুলক অধিকারী ও চম্পা বণিক।

হীরেন্দ্রনাথ মৃধার লেখা গানটির সুর করেছেন পুলক অধিকারী আর সংগীতায়োজন করেছেন রাজন সাহা। গান দুটি প্রসঙ্গে সংগীতশিল্পী শিলা দেবী বলেন, উৎসব মানেই আনন্দ, উদ্‌যাপনের নানা আয়োজন। বাঙালি জীবনে এর মাত্রা আরও বেশি। কেবল ধর্মীয় উৎসবেই সীমাবদ্ধ থাকেনি পূজা। বরং ধর্ম–বর্ণনির্বিশেষে মণ্ডপে মণ্ডপে পূজার নানা আয়োজনে শামিল হন সবাই। দেবীর কাছে ভক্তের যত আহ্বান কিংবা আকুতি, তা উঠে এসেছে গান দুটির কথায়। চেষ্টা করেছি ভালোভাবে গাইতে। গান দুটি নিয়ে ভীষণ আশাবাদী।সূত্র : মানবজমিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

দুর্গাপূজায় শিলার দুই গান

প্রকাশের সময় : ০৬:৫৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩

বিনোদন ডেস্ক : শারদীয় দুর্গাপূজায় নতুন গান নিয়ে হাজির হচ্ছেন ‘সিলন সুপার সিঙ্গার’খ্যাত সংগীতশিল্পী শিলা দেবী। সনাতন ধর্মাবলম্বীদের পূজার আনন্দ খানিকটা বাড়িয়ে দিতে ‘হে ভবানী’ ও ‘আশ্বিনে এল দুর্গা’ শিরোনামে দুটি গান গেয়েছেন তিনি। গান দুটির দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে। যেগুলো কয়েক দিনের মধ্যেই প্রকাশ পাবে। ‘হে ভবানী’ গানটি প্রকাশ পাবে কণ্ঠশিল্পীর নিজের ইউটিউব চ্যানেল ‘শিলা দেবী’তে। এ ছাড়া অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে গান দুটি মুক্তি পাবে। এই গানের কথা লিখেছেন জয়ন্ত কর্মকার। তিনি নিজেই মিউজিক ভিডিওটিও পরিচালনা করেছেন। মিউজিক করেছেন সুমন কল্যাণ। ‘হে ভবানী’ ছাড়াও সংগীতশিল্পী শিলা দেবীর আরও একটি গান আসছে এবারের পূজায়।

‘আশ্বিনে এল দুর্গা’ শিরোনামের গানটিতে আরও গেয়েছেন সংগীতশিল্পী পুলক অধিকারী ও চম্পা বণিক।

হীরেন্দ্রনাথ মৃধার লেখা গানটির সুর করেছেন পুলক অধিকারী আর সংগীতায়োজন করেছেন রাজন সাহা। গান দুটি প্রসঙ্গে সংগীতশিল্পী শিলা দেবী বলেন, উৎসব মানেই আনন্দ, উদ্‌যাপনের নানা আয়োজন। বাঙালি জীবনে এর মাত্রা আরও বেশি। কেবল ধর্মীয় উৎসবেই সীমাবদ্ধ থাকেনি পূজা। বরং ধর্ম–বর্ণনির্বিশেষে মণ্ডপে মণ্ডপে পূজার নানা আয়োজনে শামিল হন সবাই। দেবীর কাছে ভক্তের যত আহ্বান কিংবা আকুতি, তা উঠে এসেছে গান দুটির কথায়। চেষ্টা করেছি ভালোভাবে গাইতে। গান দুটি নিয়ে ভীষণ আশাবাদী।সূত্র : মানবজমিন