নিউইয়র্ক ০৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

দীপিকার স্কার্টে রণবীরের সাজ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:৩৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
  • / ৪২ বার পঠিত

বিনোদন ডেস্ক : পোশাক নিয়ে বলিউড তারকা রণবীর সিংয়ের স্বেচ্ছাচারীতা নতুন নয়। একাধিকবার তিনি মেয়েলি পোশাকে আলোচনার ঝড় তুলেছেন। এর আগে তাকে এক পত্রিকার কভারে দেখা গিয়েছে রীতিমত নথ পরে। নথের মত মহিলাদের গয়নাকেও অসামান্য পুরুষালি করে তোলেন তিনি।
এবার তার এক পুরনো ছবি ঘিরে ফের রস ছড়ালেন ভারতের অভিনেতা-সমালোচক কামাল আর খান (কেআরকে)।
আজ সোমবার (৯ মে) নিজের টুইটারে করা এক পোস্টে কেআরকে একটি ছবি দিয়েছেন। যেখানে একদিকে দীপিকা পাড়ুকোন আর অন্যদিকে রয়েছেন তাঁর স্বামী তথা অভিনেতা রণবীর সিং।
দীপিকার পরনে ঊর্ধ্বাঙ্গ ঢাকা, নিম্নাঙ্গ নগ্নপ্রায় মনোকিনি। আর রণবীরের পরনে রাজবেশ। ফুলহাতা কুর্তার নীচে বিভক্ত ঘেরওয়ালা স্কার্ট।
এই ছবির ক্যাপশনে কেআরকে লিখছেন, ‘যখন স্বামী তোমার স্কার্ট পরে পালায়!’
এমন বুদ্ধিদীপ্ত রসিকতার আভাসে হাসির ফোয়ারা ছুটেছে নেট দুনিয়ায়। অজস্র মন্তব্য ভেসে এসেছে। তবে ছবিটি কে এ ভাবে পাশাপাশি জুড়ে সাজিয়েছেন, তা জানা যায়নি। সেই প্রতিভাবান চিত্র সম্পাদককেও কুর্নিশ জানিয়েছেন।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

দীপিকার স্কার্টে রণবীরের সাজ

প্রকাশের সময় : ০১:৩৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২

বিনোদন ডেস্ক : পোশাক নিয়ে বলিউড তারকা রণবীর সিংয়ের স্বেচ্ছাচারীতা নতুন নয়। একাধিকবার তিনি মেয়েলি পোশাকে আলোচনার ঝড় তুলেছেন। এর আগে তাকে এক পত্রিকার কভারে দেখা গিয়েছে রীতিমত নথ পরে। নথের মত মহিলাদের গয়নাকেও অসামান্য পুরুষালি করে তোলেন তিনি।
এবার তার এক পুরনো ছবি ঘিরে ফের রস ছড়ালেন ভারতের অভিনেতা-সমালোচক কামাল আর খান (কেআরকে)।
আজ সোমবার (৯ মে) নিজের টুইটারে করা এক পোস্টে কেআরকে একটি ছবি দিয়েছেন। যেখানে একদিকে দীপিকা পাড়ুকোন আর অন্যদিকে রয়েছেন তাঁর স্বামী তথা অভিনেতা রণবীর সিং।
দীপিকার পরনে ঊর্ধ্বাঙ্গ ঢাকা, নিম্নাঙ্গ নগ্নপ্রায় মনোকিনি। আর রণবীরের পরনে রাজবেশ। ফুলহাতা কুর্তার নীচে বিভক্ত ঘেরওয়ালা স্কার্ট।
এই ছবির ক্যাপশনে কেআরকে লিখছেন, ‘যখন স্বামী তোমার স্কার্ট পরে পালায়!’
এমন বুদ্ধিদীপ্ত রসিকতার আভাসে হাসির ফোয়ারা ছুটেছে নেট দুনিয়ায়। অজস্র মন্তব্য ভেসে এসেছে। তবে ছবিটি কে এ ভাবে পাশাপাশি জুড়ে সাজিয়েছেন, তা জানা যায়নি। সেই প্রতিভাবান চিত্র সম্পাদককেও কুর্নিশ জানিয়েছেন।
হককথা/এমউএ