নিউইয়র্ক ০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

দক্ষিণী সিনেমায় মন ঝুকেছে ক্যাটরিনার

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:৩২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • / ৪৬ বার পঠিত

২০০০ সালে ‘বুম’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে প্রবেশ করেন গ্ল্যামারাস অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। প্রায় দুই দশক ধরে বলিউডে কাজ করছেন তিনি। অভিনয় করেছেন অনেক ব্যবসা সফল সিনেমায়। তার অভিনয় দক্ষতা ও সৌন্দর্যে মুগ্ধ সিনেমা প্রেমীরা। বলিউড ছাড়াও তেলুগু এবং মালয়ালম ছবিতে কাজ করেছেন এ অভিনেত্রী।

তবে সে অনেক দিন আগের কথা। এখনকার দক্ষিণী ইন্ডাস্ট্রি যে জায়গায় গিয়েছে তাতে কোন তারকার না লোভ হয়! দক্ষিণী সিনেমার সাফল্যের রেখচিত্র ঊর্ধ্বমুখী। মণি রত্নমের ‘পোন্নিয়িন সেলভান ১’-এর চাকচিক্যে মোহিত বলিউডও। ক্যাটরিনা বললেন, ‘যদি এমন কোনো চিত্রনাট্য হাতে আসে, যাতে বলিষ্ঠ চরিত্র করতে হবে, ভাষা কোনো বাধা হবে না। দক্ষিণের পরিচালকরা বেশ প্রতিভাধর।’

এর পরই মণি রত্নমের কথায় গেলেন অভিনেত্রী। উদাহরণ টেনে বললেন, “মণি স্যরের ‘পোন্নিয়িন সেলভান ১’ কী ভালো ছবি, তাই না! এত জাঁকজমক, নিখুঁত সৌন্দর্য প্রতি ফ্রেমে সেই অপূর্ব সঙ্গীতনির্মাণ- আমি মুগ্ধ। জীবনের এই পর্বে এসে এমন একটা দুর্দান্ত কাজ চিনিয়ে দেয় তিনি কতটা বড় মাপের পরিচালক।” ভিকি কৌশলের সাথে বিয়ের পর ‘ফোন ভূত’ প্রথম ছবি ক্যাটরিনার। সিদ্ধান্ত চতুর্বেদী এবং ঈশান খট্টরের সাথে তাকে দেখা যাবে এই ছবিতে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

দক্ষিণী সিনেমায় মন ঝুকেছে ক্যাটরিনার

প্রকাশের সময় : ০৭:৩২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২

২০০০ সালে ‘বুম’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে প্রবেশ করেন গ্ল্যামারাস অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। প্রায় দুই দশক ধরে বলিউডে কাজ করছেন তিনি। অভিনয় করেছেন অনেক ব্যবসা সফল সিনেমায়। তার অভিনয় দক্ষতা ও সৌন্দর্যে মুগ্ধ সিনেমা প্রেমীরা। বলিউড ছাড়াও তেলুগু এবং মালয়ালম ছবিতে কাজ করেছেন এ অভিনেত্রী।

তবে সে অনেক দিন আগের কথা। এখনকার দক্ষিণী ইন্ডাস্ট্রি যে জায়গায় গিয়েছে তাতে কোন তারকার না লোভ হয়! দক্ষিণী সিনেমার সাফল্যের রেখচিত্র ঊর্ধ্বমুখী। মণি রত্নমের ‘পোন্নিয়িন সেলভান ১’-এর চাকচিক্যে মোহিত বলিউডও। ক্যাটরিনা বললেন, ‘যদি এমন কোনো চিত্রনাট্য হাতে আসে, যাতে বলিষ্ঠ চরিত্র করতে হবে, ভাষা কোনো বাধা হবে না। দক্ষিণের পরিচালকরা বেশ প্রতিভাধর।’

এর পরই মণি রত্নমের কথায় গেলেন অভিনেত্রী। উদাহরণ টেনে বললেন, “মণি স্যরের ‘পোন্নিয়িন সেলভান ১’ কী ভালো ছবি, তাই না! এত জাঁকজমক, নিখুঁত সৌন্দর্য প্রতি ফ্রেমে সেই অপূর্ব সঙ্গীতনির্মাণ- আমি মুগ্ধ। জীবনের এই পর্বে এসে এমন একটা দুর্দান্ত কাজ চিনিয়ে দেয় তিনি কতটা বড় মাপের পরিচালক।” ভিকি কৌশলের সাথে বিয়ের পর ‘ফোন ভূত’ প্রথম ছবি ক্যাটরিনার। সিদ্ধান্ত চতুর্বেদী এবং ঈশান খট্টরের সাথে তাকে দেখা যাবে এই ছবিতে।