বিজ্ঞাপন :
তৌসিফের ‘কম্প্রোমাইজ’

রিপোর্ট:
- প্রকাশের সময় : ০৮:৩০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- / ৫৯ বার পঠিত
বিনোদন ডেস্ক : ভালোবাসার এক রোমাঞ্চকর গল্প, যার পরিণতি বিচ্ছেদ। সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ হয়েছে ৫০ মিনিটের নাটক। সাজ্জাদ হোসেন বাপ্পীর পরিচালনায় নির্মিত হয়েছে ‘কম্পোমাইজ’ নাটকটি। নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা তৌসিফ মাহবুব। তার সঙ্গে জুটি বেঁধেছেন সাদিয়া আয়মান। আগামীকাল নাটকটি মুক্তি পাচ্ছে ইউটিউব চ্যানেল সিনেমাওয়ালা’য়। রোববার সন্ধ্যায় নাটকের ট্রেইলার প্রকাশ পেয়েছে। এ বিষয়ে পরিচালক সাজ্জাদ হোসেন বাপ্পী জানান, তৌসিফ-সাদিয়াকে নিয়ে এটি তার প্রথম কাজ। ‘কম্প্রোমাইজ’র গল্প তার নিজেরই লেখা। তিনি আরও বলেন, নাটকের গল্পটি সত্য ঘটনার ওপর।
চিত্রনাট্যটি বর্তমানের সঙ্গে বেশ প্রাসঙ্গিক। অভিনেতা-অভিনেত্রীরাও তাদের সর্বোচ্চটা দিয়েছেন। আশা করছি দর্শক এটিকে ভালোভাবে গ্রহণ করবে। সূত্র : মানবজমিন