নিউইয়র্ক ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

তোমরাই আমার মনের মানুষ, গানের মানুষ : জেমস

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:২৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
  • / ৪৮ বার পঠিত

বিনোদন ডেস্ক : জেমস মানেই কবিতার মধ্যে সুরের তরঙ্গ, তারপর গান হয়ে সে চলে যায় হৃদয়ে, আলোড়ন; স্পন্দন। আশির দশকের শেষভাগ থেকে জেমস যখন সেলুলয়েডে এলেন ফিলিংসের ‘স্টেশন রোড’ থেকে এককভাবে ‘অনন্যা’ কিংবা নব্বই দশকের প্রবেশপথে ‘জেল থেকে বলছি’- সে থেকে যে পথে চলেছেন জেমস সে পথের বিস্তৃতি বেড়েছে, বেড়েছে প্রস্ততা। নওগাঁর পত্নীতলার ফারুক মাহফুজ আনাম দেশের গণ্ডি পেরিয়ে জেমস নামে হয়ে উঠেছেন আন্তর্জাতিক তারকা। জেমসের কণ্ঠের মাদকতায় এখনও কোটি তরুণ বুঁদ হয়, এখনো কনসার্টে দুষ্টু ছেলের দলের ঢল নামে; তরঙ্গায়িত হয় বিশাল জনরাশি। উত্তরীয় বাতাসে যেমনটা ঢেউ খেলে যায় ধানের খেতে, তেমনি আর্মি স্টেডিয়াম কিংবা কোনো জেলা স্টেডিয়ামে জেমসের কণ্ঠে এপার-ওপার প্রবাহিত হয় অজস্র উর্মিমালা।

জেমস বরাবর যেমন ছিলেন, তেমনি রয়েছেন। দীর্ঘ বিরতিতে যখন শ্রোতারা তৃষ্ণার্ত, জেমসের কণ্ঠে ভাসতে চান, ভাসাতে চান; হৃদয় শীতল করতে চান- তখনই এগিয়ে এলো বসুন্ধরা গ্রুপ। জেমসের গান চাই। হ্যাঁ, জেমস যেমনটি চান, যতটা সময় চান, যেভাবে চান- তবুও জেমসের গান চাই। সম্পূর্ন স্বাধীনতা পেয়ে গত চাঁদরাতে জেমসের গান ‘আই লাভ ইউ’ মুক্তি পেল। শ্রোতারা গ্রহণ করলেন। যদিও অনেক শ্রোতারা বললেন গলা সম্পূর্ন ভেজেনি কিংবা তৃষ্ণা মেটেনি পুরোপুরি। এবার জেমসের গান চাঁদরাতে আসছে, শীতল জল হয়ে। এমনটাই বললেন এই গায়ক।

আরোও পড়ুন । নন্দিনীর মাথায় ‘মিস ইন্ডিয়া’র মুকুট

বসুন্ধরার কর্মকর্তারাও বলছেন জেমসের আসন্ন গান ‘ভুল সবই ভুল’ হবে সকলের পছন্দের। এলপি গ্যাসের সিওও (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং, সেক্টর-এ) এম এম জসিম উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, ‘জেমসের নতুন এই গানটি তরুণ থেকে শুরু করে সব বয়সের মানুষের হৃদয় ছুঁয়ে যাবে বলে আশা করছি।’ জেমস মাইক্রোফোনের সামনে শুরুতেই বলে উঠলেন, ‘তোমরাই আমার মনের মানুষ, গানের মানুষ।’এরপর জেমস বলেন, “আমার নিমন্ত্রণে আপনারা এসেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। শ্রদ্ধা জানাই, এবার ঈদের চাঁদরাতে নতুন একটা গান মুক্তি পাবে। গানটি প্রযোজনা করেছেন বসুন্ধরা ডিজিটাল। আমি তাঁদের পূর্ণ স্বাধীনতা জানাই,গানটি করতে তারা আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। ভক্তদের মতো আপনাদের সঙ্গেও আমার আজন্মের একটা টান আছে। থাকবে। সবার প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো।”

জেমস বরাবরই আসিফ ইকবাল, লতিফুল ইসলাম শিবলী, আসাদ দেহলভী, মারজুক রাসেল, প্রিন্স মাহমুদের মতো সংগীত জগতের মানুষদের সঙ্গে সমন্বিত বিশেষ করে কবিতাধর্মী গান করতে ভালোবাসতেন। এমন গান আবার করার ইচ্ছা আছে কি না, কিংবা করবেন না- এমন প্রশ্নের উত্তরে জেমস জানালেন, এখন ভবিষ্যতের কথা তিনি জানেন না। বললেন, ‘জানি না ভবিষ্যতে কী হবে; হতেও পারে। কী হবে সামনে তা তো বলা যায় না।’ তবে আশি, নব্বই, অথবা শূন্য দশক সেভাবে ফিরবে কি না, এমন কোনো নিশ্চয়তা না পাওয়া গেলেও অন্তত এতোটুকু নিশ্চিত হওয়া গেছে- বসুন্ধরা ডিজিটালের প্ল্যাটফর্মে সামনে জেমসের আরো গান আসছে। যেসবে জেমস কণ্ঠের পাশপাশি মেধা, মনন ও পূর্ণ স্বাধীনতা প্রয়োগ করতে পারবেন। আপাতত চাঁদরাতের জন্য অপেক্ষা, সেদিন সন্ধ্যায় মুক্তি পাচ্ছে ‘ভুল সবই ভুল…’। সূত্র : কালের কণ্ঠ

বেলী / হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

তোমরাই আমার মনের মানুষ, গানের মানুষ : জেমস

প্রকাশের সময় : ০২:২৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩

বিনোদন ডেস্ক : জেমস মানেই কবিতার মধ্যে সুরের তরঙ্গ, তারপর গান হয়ে সে চলে যায় হৃদয়ে, আলোড়ন; স্পন্দন। আশির দশকের শেষভাগ থেকে জেমস যখন সেলুলয়েডে এলেন ফিলিংসের ‘স্টেশন রোড’ থেকে এককভাবে ‘অনন্যা’ কিংবা নব্বই দশকের প্রবেশপথে ‘জেল থেকে বলছি’- সে থেকে যে পথে চলেছেন জেমস সে পথের বিস্তৃতি বেড়েছে, বেড়েছে প্রস্ততা। নওগাঁর পত্নীতলার ফারুক মাহফুজ আনাম দেশের গণ্ডি পেরিয়ে জেমস নামে হয়ে উঠেছেন আন্তর্জাতিক তারকা। জেমসের কণ্ঠের মাদকতায় এখনও কোটি তরুণ বুঁদ হয়, এখনো কনসার্টে দুষ্টু ছেলের দলের ঢল নামে; তরঙ্গায়িত হয় বিশাল জনরাশি। উত্তরীয় বাতাসে যেমনটা ঢেউ খেলে যায় ধানের খেতে, তেমনি আর্মি স্টেডিয়াম কিংবা কোনো জেলা স্টেডিয়ামে জেমসের কণ্ঠে এপার-ওপার প্রবাহিত হয় অজস্র উর্মিমালা।

জেমস বরাবর যেমন ছিলেন, তেমনি রয়েছেন। দীর্ঘ বিরতিতে যখন শ্রোতারা তৃষ্ণার্ত, জেমসের কণ্ঠে ভাসতে চান, ভাসাতে চান; হৃদয় শীতল করতে চান- তখনই এগিয়ে এলো বসুন্ধরা গ্রুপ। জেমসের গান চাই। হ্যাঁ, জেমস যেমনটি চান, যতটা সময় চান, যেভাবে চান- তবুও জেমসের গান চাই। সম্পূর্ন স্বাধীনতা পেয়ে গত চাঁদরাতে জেমসের গান ‘আই লাভ ইউ’ মুক্তি পেল। শ্রোতারা গ্রহণ করলেন। যদিও অনেক শ্রোতারা বললেন গলা সম্পূর্ন ভেজেনি কিংবা তৃষ্ণা মেটেনি পুরোপুরি। এবার জেমসের গান চাঁদরাতে আসছে, শীতল জল হয়ে। এমনটাই বললেন এই গায়ক।

আরোও পড়ুন । নন্দিনীর মাথায় ‘মিস ইন্ডিয়া’র মুকুট

বসুন্ধরার কর্মকর্তারাও বলছেন জেমসের আসন্ন গান ‘ভুল সবই ভুল’ হবে সকলের পছন্দের। এলপি গ্যাসের সিওও (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং, সেক্টর-এ) এম এম জসিম উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, ‘জেমসের নতুন এই গানটি তরুণ থেকে শুরু করে সব বয়সের মানুষের হৃদয় ছুঁয়ে যাবে বলে আশা করছি।’ জেমস মাইক্রোফোনের সামনে শুরুতেই বলে উঠলেন, ‘তোমরাই আমার মনের মানুষ, গানের মানুষ।’এরপর জেমস বলেন, “আমার নিমন্ত্রণে আপনারা এসেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। শ্রদ্ধা জানাই, এবার ঈদের চাঁদরাতে নতুন একটা গান মুক্তি পাবে। গানটি প্রযোজনা করেছেন বসুন্ধরা ডিজিটাল। আমি তাঁদের পূর্ণ স্বাধীনতা জানাই,গানটি করতে তারা আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। ভক্তদের মতো আপনাদের সঙ্গেও আমার আজন্মের একটা টান আছে। থাকবে। সবার প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো।”

জেমস বরাবরই আসিফ ইকবাল, লতিফুল ইসলাম শিবলী, আসাদ দেহলভী, মারজুক রাসেল, প্রিন্স মাহমুদের মতো সংগীত জগতের মানুষদের সঙ্গে সমন্বিত বিশেষ করে কবিতাধর্মী গান করতে ভালোবাসতেন। এমন গান আবার করার ইচ্ছা আছে কি না, কিংবা করবেন না- এমন প্রশ্নের উত্তরে জেমস জানালেন, এখন ভবিষ্যতের কথা তিনি জানেন না। বললেন, ‘জানি না ভবিষ্যতে কী হবে; হতেও পারে। কী হবে সামনে তা তো বলা যায় না।’ তবে আশি, নব্বই, অথবা শূন্য দশক সেভাবে ফিরবে কি না, এমন কোনো নিশ্চয়তা না পাওয়া গেলেও অন্তত এতোটুকু নিশ্চিত হওয়া গেছে- বসুন্ধরা ডিজিটালের প্ল্যাটফর্মে সামনে জেমসের আরো গান আসছে। যেসবে জেমস কণ্ঠের পাশপাশি মেধা, মনন ও পূর্ণ স্বাধীনতা প্রয়োগ করতে পারবেন। আপাতত চাঁদরাতের জন্য অপেক্ষা, সেদিন সন্ধ্যায় মুক্তি পাচ্ছে ‘ভুল সবই ভুল…’। সূত্র : কালের কণ্ঠ

বেলী / হককথা