তিনটি সিনেমার গল্প দারুণ: পূর্ণিমা

- প্রকাশের সময় : ০৪:২১:১০ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
- / ৪৪ বার পঠিত
দীর্ঘদিন ধরে জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার নতুন কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। তবে শুটিং করছেন একাধিক সিনেমার। কিছুদিন আগে ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ নামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন। জানা গেছে চলতি বছরই সিনেমাটি মুক্তি দেওয়া হবে।
এদিকে এ নায়িকা ২০১৯ সালের শেষের দিকে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ নামে একটি সিনেমার শুটিং শুরু করেছিলেন। বিভিন্ন লটে এ সিনেমার শুটিং হলেও একটি গানের শুটিং এখনো বাকি আছে। শিগ্গির এ কাজটিও করবেন পূর্ণিমা। এ সিনেমায় তার নায়ক ফেরদৌস।
অন্যদিকে একই পরিচালকের ‘জ্যাম’ নামে আরও একটি সিনেমার শুটিংও শিগ্গির শুরু হবে বলে জানা গেছে। কাজ শেষে এটি চলতি বছর মুক্তি দেওয়া হবে বলে নির্মাতা জানান। সব মিলিয়ে চলতি বছর তিনটি সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরছেন পূর্ণিমা।
এ ছাড়া সম্প্রতি তিনি একটি ওয়েব সিরিজের শুটিংও করেছেন। ব্যস্ততা প্রসঙ্গে তিনি বলেন, তিনটি সিনেমার গল্প দারুণ। আমার চরিত্রগুলোও অসাধারণ। যতটুকু শুটিং করেছি বেশ ভালো লেগেছে। পর্দায় দর্শক সিনেমাগুলো দেখলে আমার বিশ্বাস তাদেরও ভালো লাগবে।’ সূত্র : দৈনিক যুগান্তর