তারকাদের ‘গোপনীয়তা’ নিয়ে যা বললেন নুসরাত-পাওলি
- প্রকাশের সময় : ০১:০২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
- / ৪৩ বার পঠিত
বিনোদন ডেস্ক : তারকাদের জীবনের প্রতিটা মুহূর্ত ফ্রেমবন্দি হয় আলোকচিত্রীদের ক্যামেরায়। তাই তো লেন্স থেকে নিজেদের লুকিয়ে রাখতে অনেক সময় ছদ্মবেশও ধারণ করেন তারা। তবে মঙ্গলবার মুম্বাইয়ে নিজের বাড়ির বারান্দায় বসে সময় কাচ্ছিলেন আলিয়া ভাট। ঠিক সেই মুহূর্তেই ফোটোশিকারিরা আলিয়াকে লেন্সবন্দি করেন। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলিয়ার চোখ এড়ায় নি। ছবিটি চোখে পড়তেই বেজায় চটেছেন তিনি। মুম্বাই পুলিশকে ট্যাগ করে ঘটনাটি অভিযোগও জানিয়েছেন রণবীরপত্নী। অলিয়ার সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনার নিন্দা জানিয়েছেন টলিউড তারকা অভিনেত্রী নুসরাত জাহান ও পাওলি দাম।
ভারতীয় একটি গণমাধ্যমকে নুসরাত বলেন, জনপ্রতিনিধিদের প্রতি সাধারণ মানুষের আগ্রহ অনেক বেশি থাকে তা ঠিক। ভক্তদের আমাদের ব্যক্তিগত বিষয়ে, আমাদের জীবনধারা নিয়ে অনেক বেশি কৌতূহল থাকে তা-ও ঠিক আছে। কিন্তু বর্তমানে যে ধরনের অভ্যাস শুরু হয়েছে আলোকচিত্রীদের তাতে- অনেক সময়ই নিজেদের এখতিয়ার ভুলে যায়। প্রতিটি পেশায় কিছু সীমা থাকা উচিৎ। ছাদে উঠে লেন্স জুম করে তারকাদের ঘরের ছবি তোলা কিংবা তারকাদের গাড়ি ধাওয়া করে তাদের নিয়ে খবর করা খুবই অনুচিত।
আরোও পড়ুন। কেনো নিজেকে ঘরবন্দী করে রেখেছিলেন নার্গিস ফাখরি
নুসরাতের সঙ্গে সহমত জ্ঞাপন করেছেন পাওলি দাম। তার মতে, প্রত্যেকেরই নিজের সীমার মধ্যে থাকা উচিৎ। আমাদের গোপনীয়তা তো লঙ্ঘন হয়ই। সব সময় সতর্ক থাকা আমাদের পক্ষেও সম্ভব হয় না। যারা এই কাজ বা পেশার সঙ্গে যুক্ত, তাদেরও বিবেক থাকা দরকার। তাদের বোঝা উচিত, কোনটা করবে, কোনটা করবে না। প্রত্যেকের ব্যক্তিগত জীবন আছে, সেটা সবাইকেই মাথায় রাখতে হবে। নিজেদের গণ্ডিগুলো নিজেদেরই ঠিক করে নিতে হবে। সোশ্যাল মিডিয়ার জন্য ভক্তদের কৌতূহল মেটাতে এগুলো করা হয়। দিনের শেষে এটাও মাথায় রাখা দরকার, যাদের ছবি লুকিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে তারাও মানুষ। তাদের ও পরিবার আছে। প্রসঙ্গত, গেলো বছর অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে যশ দাশগুপ্তর সম্পর্ক এবং তার আসন্ন সন্তানের চর্চায় টলিপাড়া তখন সরগরম। বাড়ি থেকে হাসপাতাল পর্যন্ত নায়িকার গাড়িকে রীতিমতো ধাওয়া করেছিল আলোকচিত্রীদের ক্যামেরা। সূত্র : দৈনিক ইত্তেফাক
সুমি/হককথা