তারকাদের অদ্ভুত ডাকনাম
- প্রকাশের সময় : ০২:৫১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
- / ৫৪ বার পঠিত
বিনোদন ডেস্ক : আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো অদ্ভুত ডাকনাম রয়েছে। যে নামে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠরা ডেকে থাকেন। এই বিষয়টি তারকাদের জীবনেও ঘটে। তারা দর্শকের কাছে এক নামে পরিচিত হলেও বাড়িতে তাদের ডাকা হয় ভিন্ন নামে। চলুন জেনে নেওয়া যাক তেমনই কয়েকজন তারকার ডাকনাম।
আরোও পড়ুন । এবার মুখ খুললেন অপু বিশ্বাস
শ্রাবন্তী চট্টোপাধ্যায়
শ্রাবন্তীর বাবা তার ডাকনাম রাখেন ‘গিন্টু’। অনেক ভক্তরাই অবশ্য তার এই নামটা জানেন। এক সাক্ষাৎকারে শ্রাবন্তী নিজেই বলেন যে, তার জন্মের পরেই তার বাবা এই নামটি রেখেছিলেন এবং এই কারণে তিনি নিজেও এই ‘গিন্টু’ নামটি খুব পছন্দ করেন। তার বোনও তাকে এই নামেই ডাকেন। টলিটাউনের এই অভিনেত্রীকে ঘনিষ্ঠরা ডাকেন ‘পুতাই’ বলে! এটাই তার ডাকনাম। জন্মের পর তার এক কাকা শুভশ্রীকে এই নাম দেন। এমনকি শুভশ্রীর স্বামী অর্থাৎ রাজ চক্রবর্তীও তাকে ‘পুতাই’ নামেই ডাকেন।
পাওলি দাম
অভিনেত্রী পাওলি দামের ডাকনাম মূলত তার ভালো নামের শুরুর অক্ষরগুলোই। তার ডাকনাম ‘পাও’। অভিনেত্রীর স্বামীও তাকে এই নামেই সন্মধোন করেন। তবে অভিনেত্রীর আরও একটি নাম রয়েছে, তা হলো ‘বুড়ি’।
স্বস্তিকা মুখোপাধ্যায়
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ স্বস্তিকা মুখোপাধ্যায়। আপনি কি জানেন তাকে কোন নামে ডাকে তার ঘনিষ্ঠরা? একটু অদ্ভুত শুনতে লাগলেও, তার ডাকনাম ‘ভেবলি’। প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষ এবং অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই নামেই ডাকেন স্বস্তিকাকে।
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বিভিন্ন ধাঁচের সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার ডাকনাম ‘চুমকি’। অভিনেত্রীর বাবা তাকে এই নামটি দিয়েছিলেন। তবে তার পরিবারের অন্যসব সদস্যরা চুমকি নামের পাশাপাশি তাকে ‘টুনুমোনা’ বলেও ডেকে থাকেন।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইন্ডাস্ট্রিতে যদিও তার ডাকনামেই পরিচিত। ‘বুম্বা’ নামেই জনপ্রিয়তা পান এই অভিনেতা। তবে এই নাম ছাড়াও প্রসেনজিৎকে তার মা বাড়িতে ‘বুম’ বলে ডাকতেন এবং দাদা-পিসিদের কাছে ‘বুম্বা দা’ বলেই পরিচিত।
সব্যসাচী চক্রবর্তী
ছোটবেলায় খুব ‘গাবলুস’ টাইপের মোটা ছিলেন বলে, তাকে তার বাবা ডাকতেন, ‘বেণীপ্রসাদ আগরওয়াল’। গোটা ইন্ডাস্ট্রি আজ যাকে চেনে ‘সব্যসাচী চক্রবর্তী’ নামে। সেখান থেকেই ‘সব্যসাচী বেণী’ নামেই পরিচিত। তবে ইন্ডাস্ট্রিতেও সকলে সব্যসাচীকে ‘বেণু দা’ বলেই সম্বোধন করেন। সূত্র : দৈনিক ইত্তেফাক
সাথী / হককথা