টেলর সুইফট-কেলসের সম্পর্ক টিকবে না, মন্তব্য ট্রাম্পের
- প্রকাশের সময় : ০৫:৩৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
- / ৪৩ বার পঠিত
বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে, সম্পর্কে জড়িয়েছেন বিশ্বখ্যাত পপতারকা টেলর সুইফট ও ক্রীড়াবিদ ট্র্যাভিস কেলস। দুজনের মধ্যে চলমান ডেটিং নিয়ে এই মুহূর্তে উভয়ের অনুরাগীরাই দারুণ কৌতূহলী। এরই মধ্যে রবিবার এনএফএল ম্যাচে শিকাগো বিয়ার্সের বিরুদ্ধে কেলসের খেলা চলাকালীন মাঠে সুইফটের উপস্থিতি দুজনের প্রেমের গুঞ্জনকে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সুইফটকে ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়েছিলেন কেলস।
তাই দুজনের ঘনিষ্ঠতা যত বাড়ছে, তাদের ঘিরে জল্পনাও বাড়ছে। বাড়ছে অনুরাগীদের ভিন্ন ভিন্ন মতামত ও মন্তব্য।
এবার এই দুই প্রভাবশালী তারকা জুটিকে ঘিরে মন্তব্য করলেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার দ্য ডেইলি কলারকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই জুটির বিষয়ে মন্তব্য করে নিজের অভিমত প্রকাশ করেন।
তার মতে, এই জুটির প্রেম দীর্ঘস্থায়ী হবে না!
ট্রাম্প বলেন, ‘আমি তাদের দুজনের জন্যই মঙ্গল কামনা করছি। আমি আশা করছি তারা তাদের জীবন উপভোগ করবে। হয়তো একসাথে, হয়তো না। সম্ভবত না।
এদিকে বিয়ার্সের বিরুদ্ধে চিফস ম্যাচটি ৪১-১০ ব্যবধানে জয়ী হওয়ার পর সুইফটকে কেলসের হাত ধরে বাইরে যেতে দেখা যায়। দুজনের একসঙ্গে বের হওয়ার একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে অনলাইনে। ম্যাচ শেষে রাতে সুইফট কেলসের সাথে একটি ব্যক্তিগত ইভেন্টে অংশ নেন, যেখানে এনএফএল তারকার সতীর্থরাও উপস্থিত ছিলেন।
এদিকে নিউ হাইটস পডকাস্টের একটি সাম্প্রতিক পর্বে কেলস জানিয়েছেন, বিয়ারসের বিরুদ্ধে এনএফএলের খেলা চলাকালীন টেলর সুইফট তার উপস্থিতির মাধ্যমে তার বন্ধু এবং পরিবারের মধ্যে একটি সুন্দর সম্পর্ক তৈরি করেছেন। কেলস বলেন, ‘স্যুটে উপস্থিত প্রত্যেকের কাছে, বিশেষ করে বন্ধুবান্ধব এবং পরিবার তার (টেলর সুইফট) সম্পর্কে শুধু প্রশংসাই করেছে।এটি দুর্দান্ত ছিল। তাকে আশ্চর্যজনক লাগছিল এবং সবাই তার সম্পর্কে প্রচণ্ড সম্মানের সঙ্গে কথা বলছিল।’
কেলস একজন সুপরিচিত এনএফএল খেলোয়াড়। ২০১৩ সালে এনএফএল অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ক্যারিয়ারে তিনি দুটি সুপার বোল খেতাব, ছয়টি প্রো বোল সিলেকশন এবং একটি ফার্স্ট-টিম অল-প্রো সম্মান অর্জন করেছেন। এর আগে ব্যক্তিজীবনে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত মডেল কায়লা নিকোলের সাথে সম্পর্কে ছিলেন ট্র্যাভিস। অপরদিকে এই মুহূর্তে নিজের ‘ইরাস ট্যুর’ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন টেলর সুইফট। এপ্রিলে সাবেক প্রেমিক অভিনেতা জো অ্যালউইনের সঙ্গে বিচ্ছেদের পরে এই প্রথম কেলসের সঙ্গে এতটা ঘনিষ্ঠ হতে দেখা গেছে গায়িকাকে। সূত্র : ডেইলি মেইল ইউকে