জীবনে তিনজন নারীকে ভালোবেসেছিলেন দেব আনন্দ
- প্রকাশের সময় : ০৮:৪৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
- / ২২ বার পঠিত
বিনোদন ডেস্ক : বলিউডের চিরসবুজ নায়ক দেব আনন্দের ১০০ তম জন্মবার্ষিকী আজ। রোম্যান্টিক সিনেমা এবং গানের জন্য এই জনপ্রিয় অভিনেতা স্মরণীয় হয়ে আছেন। তিনি যেমন পর্দায় রোম্যান্টিক ছিলেন তেমন বাস্তবেও প্রেমিক পুরুষ ছিলেন। এক সাক্ষাৎকারে দেব আনন্দ জানিয়েছিলেন, তিনি তার জীবনে তিনজন নারীকে অন্তর থেকে ভালোবেসেছিলেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দেব আনন্দ বলিউড অভিনেত্রী সুরাইয়া, তার স্ত্রী কল্পনা কার্তিক এবং জিনাত আমান এই তিনজনকে ভীষণ ভালোবেসেছিলেন।
৪০-এর দশকে অভিনেত্রী সুরাইয়ার প্রেমে পড়েন দেব আনন্দ। সে সম্পর্কে অভিনেত্রী জানিয়েছিলেন তিনি দেব আনন্দের জন্য একটা বিপদ থেকে বেঁচেছিলেন। নদীতে শুট করার সময় তার প্রাণ সংশয় হয় তখন অভিনেতাই তাকে বাঁচান। তার এই কনফেশন শুনে তার প্রেমে পড়েন দেব আনন্দ।
সুরাইয়ার সঙ্গে বিচ্ছেদের কিছু পর অভিনেতা প্রেমে পড়েন কল্পনার। তাদের প্রথম ছবি মুক্তির তিন বছরের মধ্যেই তারা বিয়ে করে নেন। ১৯৫৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। দুটি সন্তানও আছে তাদের, সুনীল এবং দেবিনা।
দেব আনন্দ সম্পর্ক কল্পনা কার্তিক একবার একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ও ভীষণ ভালো বাবা এবং স্বামী ছিল। অনেকেই ভেবেছিলেন আমরা আলাদা হয়ে গিয়েছিলাম এটা একদম ভুল। দেব আজও আমার মনে সমান ভাবে রয়ে গিয়েছে।’
এরপর হরে রাম হরে কৃষ্ণ ছবিতে কাজ করতে গিয়ে সহ অভিনেত্রী জিনাত আমানের প্রেমে পড়েন দেব আনন্দ। তিনি তার আত্মজীবনীতে লিখেছেন যে না চাইতেও তারা ইমোশনালি জুড়ে গিয়েছিলেন একে অন্যের সঙ্গে। এবং একটা সময় আচমকাই অনুভব করেন যে তিনি জিনাত আমানকে ভীষণ ভালোবেসে ফেলেছেন এবং তাকে সেটা বলতে চান। তবে তিনি কখনই জিনাতকে প্রপোজ করে উঠতে পারেননি কারণ তিনি জানতে পেরেছিলেন নায়িকা রাজ কাপুরের গুনে তখন মুগ্ধ। পরে এই বিষয়ে জানতে পেরে অভিনেত্রী জানিয়ে ছিলেন যে তার এই বিষয়ে কোনও ধারণাই ছিল না। সূত্র : দৈনিক ইত্তেফাক