নিউইয়র্ক ০৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

জাহ্নবীর তেলুগু অভিষেক

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:১৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৬৬ বার পঠিত

জাহ্নবী কাপুর। ছবি: সংগৃহীত

দক্ষিণী তারকা জুনিয়র এনটিআরের অভিনয় ভীষণ পছন্দ করেন জাহ্নবী কাপুর। স্বপ্ন ছিল তাঁর সঙ্গে কোনো সিনেমায় কাজ করার। জুনিয়র এনটিআরকে ফোন করে সেই ইচ্ছার কথাও জানিয়েছিলেন জাহ্নবী। অবশেষে সেই সুযোগ এল অভিনেত্রীর কাছে। দক্ষিণী নির্মাতা করতালা শিবের পরবর্তী সিনেমায় অভিনয় করবেন জাহ্নবী। আর তাতে তাঁর নায়ক হবেন তেলুগু সুপারস্টার জুনিয়র এনটিআর।

শোনা যাচ্ছে, অ্যাকশননির্ভর এ সিনেমার নাম এখনো ঠিক হয়নি। প্রাথমিকভাবে ‘এনটিআর ৩০’ নাম দিয়েই সিনেমার কাজ এগিয়ে নিচ্ছেন নির্মাতা, পরবর্তী সময়ে বদলানো হবে নাম। এটি মূলত তেলুগু হলেও সিনেমাটি সর্বভারতীয় হিসেবে রূপদানের পরিকল্পনা রয়েছে পরিচালকের। তাই বলিউডসহ ভারতের অন্যান্য ইন্ডাস্ট্রি থেকেও অভিনয়শিল্পী নেওয়ার ইচ্ছা তাঁর। সে কারণেই সিনেমার নায়িকা হিসেবে নেওয়া হয়েছে জাহ্নবীকে।তবে এখনই সিনেমাটি সম্পর্কে তেমন কিছু জানাতে চাইছেন না পরিচালক-প্রযোজক। শিগগির জুনিয়র এনটিআর ও জাহ্নবীর একটি ফটোশুট করার পর পুরো বিষয়টি বিস্তারিত জানাবেন। জানা গেছে, ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে শুটিং। ছয়-সাত মাসের মধ্যেই যাবতীয় কাজ শেষ হবে। সব ঠিক থাকলে আগামী বছরের এপ্রিলে মুক্তি পাবে সিনেমাটি।

২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের। বক্স অফিসে সিনেমাটি তেমন সাফল্য না পেলেও জাহ্নবীর কিউটনেস আর অভিনয়দক্ষতা মন জয় করেছিল। এরপর ‘গুঞ্জন সাক্সেনা’, ‘রুহি’, ‘গুড লাক জেরি’, ‘মিলি’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন জাহ্নবী। কিন্তু বক্স অফিসে তাঁর কোনো সিনেমাই আলোড়ন তৈরি করতে পারেনি। একের পর এক ফ্লপ সঙ্গী হয়েছে তাঁর। সেই দুঃসময়ের মধ্যেই ভাগ্যের শিকে ছিঁড়ল জাহ্নবী কাপুরের। জুনিয়র এনটিআরের সঙ্গী হয়ে এবার কি বাজিমাত করতে পারবেন জাহ্নবী? সে উত্তর সময়ই বলবে সূত্রঃ আজকের পত্রিকা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

জাহ্নবীর তেলুগু অভিষেক

প্রকাশের সময় : ১১:১৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩

দক্ষিণী তারকা জুনিয়র এনটিআরের অভিনয় ভীষণ পছন্দ করেন জাহ্নবী কাপুর। স্বপ্ন ছিল তাঁর সঙ্গে কোনো সিনেমায় কাজ করার। জুনিয়র এনটিআরকে ফোন করে সেই ইচ্ছার কথাও জানিয়েছিলেন জাহ্নবী। অবশেষে সেই সুযোগ এল অভিনেত্রীর কাছে। দক্ষিণী নির্মাতা করতালা শিবের পরবর্তী সিনেমায় অভিনয় করবেন জাহ্নবী। আর তাতে তাঁর নায়ক হবেন তেলুগু সুপারস্টার জুনিয়র এনটিআর।

শোনা যাচ্ছে, অ্যাকশননির্ভর এ সিনেমার নাম এখনো ঠিক হয়নি। প্রাথমিকভাবে ‘এনটিআর ৩০’ নাম দিয়েই সিনেমার কাজ এগিয়ে নিচ্ছেন নির্মাতা, পরবর্তী সময়ে বদলানো হবে নাম। এটি মূলত তেলুগু হলেও সিনেমাটি সর্বভারতীয় হিসেবে রূপদানের পরিকল্পনা রয়েছে পরিচালকের। তাই বলিউডসহ ভারতের অন্যান্য ইন্ডাস্ট্রি থেকেও অভিনয়শিল্পী নেওয়ার ইচ্ছা তাঁর। সে কারণেই সিনেমার নায়িকা হিসেবে নেওয়া হয়েছে জাহ্নবীকে।তবে এখনই সিনেমাটি সম্পর্কে তেমন কিছু জানাতে চাইছেন না পরিচালক-প্রযোজক। শিগগির জুনিয়র এনটিআর ও জাহ্নবীর একটি ফটোশুট করার পর পুরো বিষয়টি বিস্তারিত জানাবেন। জানা গেছে, ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে শুটিং। ছয়-সাত মাসের মধ্যেই যাবতীয় কাজ শেষ হবে। সব ঠিক থাকলে আগামী বছরের এপ্রিলে মুক্তি পাবে সিনেমাটি।

২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের। বক্স অফিসে সিনেমাটি তেমন সাফল্য না পেলেও জাহ্নবীর কিউটনেস আর অভিনয়দক্ষতা মন জয় করেছিল। এরপর ‘গুঞ্জন সাক্সেনা’, ‘রুহি’, ‘গুড লাক জেরি’, ‘মিলি’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন জাহ্নবী। কিন্তু বক্স অফিসে তাঁর কোনো সিনেমাই আলোড়ন তৈরি করতে পারেনি। একের পর এক ফ্লপ সঙ্গী হয়েছে তাঁর। সেই দুঃসময়ের মধ্যেই ভাগ্যের শিকে ছিঁড়ল জাহ্নবী কাপুরের। জুনিয়র এনটিআরের সঙ্গী হয়ে এবার কি বাজিমাত করতে পারবেন জাহ্নবী? সে উত্তর সময়ই বলবে সূত্রঃ আজকের পত্রিকা