বিজ্ঞাপন :
জনপ্রিয় নায়িকা শাবানার পথে ববিতা
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০৫:২৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০১৫
- / ৩৯০৪ বার পঠিত
ঢাকা: এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবানার পথে হাটছেন আরেক জনপ্রিয় নায়িকা ববিতা। দীর্ঘদিন চলচ্চিত্র নিয়ে ব্যস্ত থাকলেও জীবনের ভাটার টানে অনেক আগেই সেই রঙিন জগতকে বিদায় জানিয়েছেন। তবে বর্তমানে ববিতার সময় কাটছে কোরআন পাঠ আর নামাজ পড়ে।
বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক খ্যাতিস¤পন্ন এ অভিনেত্রী জানিয়েছেন, নতুন করে তিনি কোরআন শিখছেন। এজন্য বাসায় শিক্ষক রেখেছেন। গণমাধ্যমকে ববিতা জানান, অভিনয় নিয়ে ব্যস্ত থাকার কারণে সঠিকভাবে কোরআন পড়ার সুযোগ হয়নি। তাই এবার বাসায় শিক্ষক রেখে কোরআন শরীফ পাঠ শিখছি। এছাড়া ভালোভাবে যাতে কোরআন আয়ত্ব করতে পারি সে জন্য খুব মনোযোগ দিয়ে পড়ছি। তার মতে, মুসলমান হিসেবে শুদ্ধভাবে কোরআন পড়া প্রত্যেকের দায়িত্ব। এর আগে গত বছরের শেষের দিকে ববিতা পবিত্র হজ পালন করেন।দৈনিক নয়া দিগন্ত
Tag :
Babita like Shabana