নিউইয়র্ক ০৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

চোখের পলকে পাঁচ সপ্তাহ পার

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:০০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
  • / ৬৬ বার পঠিত

বিনোদন ডেস্ক : চলতি প্রজন্মের সংগীতের সফল জুটি ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। প্লেব্যাকে, অডিওতে একসঙ্গে অনেক জনপ্রিয় গান তারা উপহার দিয়েছেন। শোতেও তাদের একসঙ্গে দেখা যায়। তবে এবার এ জুটি একসঙ্গে শো করতে গিয়ে পার করলেন টানা পাঁচ সপ্তাহ। যুক্তরাষ্ট্রে পাঁচ সপ্তাহের এই সফর শেষে গতকাল দেশে ফিরেছেন তারা। এই সফরে ১০টি শোতে অংশ নিয়েছেন তারা ইমরানের গানের দল আই কিংসের সঙ্গে। এই সময়ে নিউ ইয়র্ক, আটলান্টা, লস অ্যাঞ্জেলেস, সেন জস, অস্টিনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে শো করেছেন সফলভাবে। এ বিষয়ে দিলশাদ নাহার কনা বলেন, দীর্ঘ পাঁচ সপ্তাহের ইউএস ট্রিপে ১০টি শো এর জার্নিটা ছিল একেবারে রোলার কোস্টার রাইডের মতো। তবে আমরা বাড়ি ফিরেছি একরাশ আনন্দ, সম্মান আর হাজার হাজার দর্শকের ভালোবাসা নিয়ে। প্রতিটি শো-ই ছিল খুব গোছানো, ঝকঝকে।

দর্শকও প্রাণভরে উপভোগ করেছেন শো। আশা করছি খুব দ্রুতই আবার যুক্তরাষ্ট্রের প্রবাসী দর্শকদের সঙ্গে দেখা হবে। এ বিষয়ে ইমরান বলেন, এবার যুক্তরাষ্ট্রে দর্শকদের যে ভালোবাসা পেয়েছি সেটা ভুলবার নয়। খুব সুন্দর সুখস্মৃতি নিয়ে দেশে ফিরেছি আমরা। মনে হলো চোখের পলকে পাঁচটি সপ্তাহ পার হয়ে গেছে। যে রাজ্যগুলোতে আমরা শো করেছি তার প্রতিটিতেই ছিল দর্শক পরিপূর্ণ। প্রতিটি শোতে দর্শকদের যে উন্মাদনা দেখেছি সেটি আমাদের উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছে। আমার বিশ্বাস দর্শকদের আমাদের এবারের জার্নিটা মনে থাকবে অনেক দিন। সূত্র : মানবজমিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

চোখের পলকে পাঁচ সপ্তাহ পার

প্রকাশের সময় : ০৬:০০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩

বিনোদন ডেস্ক : চলতি প্রজন্মের সংগীতের সফল জুটি ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। প্লেব্যাকে, অডিওতে একসঙ্গে অনেক জনপ্রিয় গান তারা উপহার দিয়েছেন। শোতেও তাদের একসঙ্গে দেখা যায়। তবে এবার এ জুটি একসঙ্গে শো করতে গিয়ে পার করলেন টানা পাঁচ সপ্তাহ। যুক্তরাষ্ট্রে পাঁচ সপ্তাহের এই সফর শেষে গতকাল দেশে ফিরেছেন তারা। এই সফরে ১০টি শোতে অংশ নিয়েছেন তারা ইমরানের গানের দল আই কিংসের সঙ্গে। এই সময়ে নিউ ইয়র্ক, আটলান্টা, লস অ্যাঞ্জেলেস, সেন জস, অস্টিনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে শো করেছেন সফলভাবে। এ বিষয়ে দিলশাদ নাহার কনা বলেন, দীর্ঘ পাঁচ সপ্তাহের ইউএস ট্রিপে ১০টি শো এর জার্নিটা ছিল একেবারে রোলার কোস্টার রাইডের মতো। তবে আমরা বাড়ি ফিরেছি একরাশ আনন্দ, সম্মান আর হাজার হাজার দর্শকের ভালোবাসা নিয়ে। প্রতিটি শো-ই ছিল খুব গোছানো, ঝকঝকে।

দর্শকও প্রাণভরে উপভোগ করেছেন শো। আশা করছি খুব দ্রুতই আবার যুক্তরাষ্ট্রের প্রবাসী দর্শকদের সঙ্গে দেখা হবে। এ বিষয়ে ইমরান বলেন, এবার যুক্তরাষ্ট্রে দর্শকদের যে ভালোবাসা পেয়েছি সেটা ভুলবার নয়। খুব সুন্দর সুখস্মৃতি নিয়ে দেশে ফিরেছি আমরা। মনে হলো চোখের পলকে পাঁচটি সপ্তাহ পার হয়ে গেছে। যে রাজ্যগুলোতে আমরা শো করেছি তার প্রতিটিতেই ছিল দর্শক পরিপূর্ণ। প্রতিটি শোতে দর্শকদের যে উন্মাদনা দেখেছি সেটি আমাদের উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছে। আমার বিশ্বাস দর্শকদের আমাদের এবারের জার্নিটা মনে থাকবে অনেক দিন। সূত্র : মানবজমিন