চটের শাড়ি-ব্লাউজ পরে নিন্দার মুখে মনামী
- প্রকাশের সময় : ০১:১৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২
- / ৪১ বার পঠিত
বিনোদন ডেস্ক : টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। সিনেমায় অভিনয় ও নাচের অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। কাজের ব্যস্ততা থাকলেও সোশ্যাল মিডিয়ায় সরব এই অভিনেত্রী। ছবি ও ভিডিও শেয়ার করেন প্রতিনিয়ত। সৌন্দর্য আর অভিনয় দিয়ে হৃদয় কেড়েছেন লাখো ভক্তদের।
এবার নিন্দার মুখে পড়েছেন মনামী। চটের শাড়ি-ব্লাউজ পরে সমালোচনা সহ্য করতে হচ্ছে তাকে। যদিও তার উদ্দেশ্য ছিল সৎ। পাটের শাড়ি পরে মূলত পাটশিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি।
ছবির সাথে ক্যাপশনে মনামী বলেন, ‘পাটশিল্প হলো বাঙালি লাইফস্টাইলের অনবদ্য অংশ। শিল্পীরা পাটশিল্পকে বাঁচিয়ে রাখতে দিন রাত কাজ করেন। সব পাটশিল্পীকে আমার শ্রদ্ধার্ঘ্য।’
কিন্তু মনামীর এই সাজকে স্বাভাবিকভাবে নেয়নি নেটিজেনের একাংশ। নানারকম আপত্তিকর মন্তব্য করেছেন তারা। কেউ তাকে বলিউডের বিতর্কিত ফ্যাশন তারকা উরফি জাভেদের সাথে তুলনা করেছেন। কেউ আবার তাচ্ছিল্য করে বলেছেন, ‘আমি ঠিক কী দেখলাম! এটা তো বস্তা’।
পাটের শাড়ি-ব্লাউজ পরে একাধিক পোস্ট দিয়েছেন মনামী। প্রতিটি পোস্টেই ৬০ হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে। তবে কারো মন্তব্যের জবাব দেননি অভিনেত্রী।
বর্তমানে ‘ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি’র বিচারকার্যে ব্যস্ত আছেন মনামী। এই রিয়্যালিটি শো প্রচার হয় স্টার জলসা চ্যানেলে।
বড় পর্দায় মনামীকে সর্বশেষ দেখা গেছে গত মে মাসে ‘বেলাশুরু’ সিনেমায়। দর্শকমহলে এটি দারুণ প্রশংসা পেয়েছিল। সিনেমাটি নির্মাণ করেছিলেন শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়।
হককথা/এমউএ