নিউইয়র্ক ০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

গোয়া বিমানবন্দরে হেনস্থার শিকার আয়েশা টাকিয়া

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৩৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
  • / ৫৯ বার পঠিত

বিনোদন ডেস্ক : সপরিবারে ভারতের পশ্চিম উপকূলের রাজ্য গোয়া সফরে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী আয়েশা টাকিয়া। গোয়া সফর শেষে মুম্বাই ফেরার পথে বিমানবন্দরে হেনস্থার মুখে পড়লেন তিনি। বিমানবন্দরে কর্তব্যরত এক পুলিশ অফিসারসহ আরো দুজন হেনস্তা করেন বলেন অভিযোগ এনেছেন আয়েশার স্বামী ফারহান আজমির। অভিযুক্তরা হলেন – অফিসার আর পি সিং, এ কে যাদব, কমান্ডার রাউত এবং সিনিয়র অফিসার (এসপি ক্যাটাগরি) বাহাদুর।
টুইটারে ফারহান জানান, দুই নিরাপত্তা কর্মী তাদের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন। ছবিসহ টুইটারে পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন ফারহান। তিনি গোয়া বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। নিরাপত্তা রক্ষীরা আয়েশাকে স্পর্শ করেছিল বলেও অভিযোগ করেন তিনি।
ঘটনার বর্ণনা দিয়ে ফারহান লেখেন, ইন্ডিগোর শুক্রবার ৮টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে আমরা মুম্বাই যাচ্ছিলেন। গোয়া বিমানবন্দরে অফিসার আর পি সিং, এ কে যাদব, কমান্ডার রাউত এবং সিনিয়র অফিসার বাহাদুর বর্ণবাদী আচরণ করেন। উদ্দেশ্যমূলকভাবে তার স্ত্রী আয়েশাকে তাদের কাছ থেকে জোরপূর্বক সরিয়ে দেন। শুধু তাই নয়; বিমানবন্দরে উচ্চস্বরে তার (ফারহান) নাম উচ্চারণ করে অপমান করে তারা। তার পকেটে হাত দিয়ে তল্লাশি চালান নিরাপত্তা রক্ষীরা।
এদিকে ফারহান আজমির প্রকাশ্যে অভিযোগ এনে টুইট করতেই চারিদিকে সাড়া পড়ে যায়। একজন পুরুষ পুলিশ অফিসার বলপূর্বক আয়েশাকে এভাবে তার পরিবারের থেকে আলাদা করতে পারেন কি না তা নিয়ে প্রশ্ন ওঠে।
যদিও তার টুইটের প্রতিক্রিয়ায় পরে ক্ষমা চেয়েছে গোয়া বিমানবন্দর কর্তৃপক্ষ। জানানো হয়, ‘ভ্রমণের সময় আপনার এবং আপনার পরিবারের অসুবিধার জন্য আমরা দুঃখিত। অনুগ্রহ করে নিশ্চিত থাকুন এ বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখা হবে।’
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

গোয়া বিমানবন্দরে হেনস্থার শিকার আয়েশা টাকিয়া

প্রকাশের সময় : ০৫:৩৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২

বিনোদন ডেস্ক : সপরিবারে ভারতের পশ্চিম উপকূলের রাজ্য গোয়া সফরে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী আয়েশা টাকিয়া। গোয়া সফর শেষে মুম্বাই ফেরার পথে বিমানবন্দরে হেনস্থার মুখে পড়লেন তিনি। বিমানবন্দরে কর্তব্যরত এক পুলিশ অফিসারসহ আরো দুজন হেনস্তা করেন বলেন অভিযোগ এনেছেন আয়েশার স্বামী ফারহান আজমির। অভিযুক্তরা হলেন – অফিসার আর পি সিং, এ কে যাদব, কমান্ডার রাউত এবং সিনিয়র অফিসার (এসপি ক্যাটাগরি) বাহাদুর।
টুইটারে ফারহান জানান, দুই নিরাপত্তা কর্মী তাদের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন। ছবিসহ টুইটারে পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন ফারহান। তিনি গোয়া বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। নিরাপত্তা রক্ষীরা আয়েশাকে স্পর্শ করেছিল বলেও অভিযোগ করেন তিনি।
ঘটনার বর্ণনা দিয়ে ফারহান লেখেন, ইন্ডিগোর শুক্রবার ৮টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে আমরা মুম্বাই যাচ্ছিলেন। গোয়া বিমানবন্দরে অফিসার আর পি সিং, এ কে যাদব, কমান্ডার রাউত এবং সিনিয়র অফিসার বাহাদুর বর্ণবাদী আচরণ করেন। উদ্দেশ্যমূলকভাবে তার স্ত্রী আয়েশাকে তাদের কাছ থেকে জোরপূর্বক সরিয়ে দেন। শুধু তাই নয়; বিমানবন্দরে উচ্চস্বরে তার (ফারহান) নাম উচ্চারণ করে অপমান করে তারা। তার পকেটে হাত দিয়ে তল্লাশি চালান নিরাপত্তা রক্ষীরা।
এদিকে ফারহান আজমির প্রকাশ্যে অভিযোগ এনে টুইট করতেই চারিদিকে সাড়া পড়ে যায়। একজন পুরুষ পুলিশ অফিসার বলপূর্বক আয়েশাকে এভাবে তার পরিবারের থেকে আলাদা করতে পারেন কি না তা নিয়ে প্রশ্ন ওঠে।
যদিও তার টুইটের প্রতিক্রিয়ায় পরে ক্ষমা চেয়েছে গোয়া বিমানবন্দর কর্তৃপক্ষ। জানানো হয়, ‘ভ্রমণের সময় আপনার এবং আপনার পরিবারের অসুবিধার জন্য আমরা দুঃখিত। অনুগ্রহ করে নিশ্চিত থাকুন এ বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখা হবে।’
হককথা/এমউএ