নিউইয়র্ক ১১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

গান দিয়ে শেষ হচ্ছে জওয়ানের শুটিং, থাকছেন দীপিকাও

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৩৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
  • / ৪৮ বার পঠিত

নয়নতারা

বিনোদন ডেস্ক : ‘পাঠান’-এর আকাশছোঁয়া সাফল্যের পর আসছে এবার ‘জওয়ান’। শাহরুখ খানের প্রথম দক্ষিণী সিনেমা। পাঠানের মতো এ সিনেমায়ও অ্যাকশনে ভরসা রেখেছেন শাহরুখ। মারদাঙ্গা অ্যাকশন আর রোমান্স—এ দুটির ওপর ভর করে আবারও ব্লকবাস্টার দিতে চান তিনি। অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’-এর শুটিং চলছে বেশ কয়েক মাস ধরে। শুটিং প্রায় শেষ। আর বাকি মাত্র দুটি গান। গান দুটির শুটিংয়ের জন্য এ মাসে ১০ দিনের শিডিউল রাখা হয়েছে।

পাঠান যেমন গান দিয়ে মুক্তির আগেই জোর আওয়াজ তুলেছিল, এ সিনেমার ক্ষেত্রেও তেমনটাই চাইছেন শাহরুখ। তাই গানকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সংগীত পরিচালক অনিরুদ্ধ এমনভাবে তৈরি করেছেন গানগুলো, যাতে সহজেই শ্রোতাদের আকর্ষণ করতে পারে। গানের ভিডিওতেও থাকবে চমক। জানা গেছে, এ সপ্তাহ থেকেই শুরু হচ্ছে জওয়ানের গানের শুটিং। ১৫ এপ্রিল পর্যন্ত দুটি গানের শুটিং করবেন বলিউড বাদশাহ। এরপরই আনুষ্ঠানিকভাবে শেষ হবে জওয়ানের শুটিং।

শাহরুখ ও দীপিকা

জওয়ান সিনেমায় শাহরুখের সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। সিনেমার প্রথম গানের শুটিং হবে মুম্বাইয়ে। শাহরুখ ও নয়নতারা অংশ নেবেন এতে। বলিউড বাদশার সঙ্গে শুটিং করছেন বলে দীর্ঘ ১৬ বছরের ‘নো বিকিনি’ নিয়ম ভাঙতে চলেছেন অভিনেত্রী। গত ১৬ বছরে কোনো সিনেমায় বিকিনি লুকে দেখা যায়নি নয়নতারাকে। এত কিছুর পরও শাহরুখ ডেকে পাঠালেন দীপিকা পাড়ুকোনকে।

আরোও পড়ুন । শায়খ আহমাদুল্লাহ যা বললেন মৌসুমীকে

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জওয়ান সিনেমার দ্বিতীয় গানে শাহরুখ-নয়নতারার সঙ্গে থাকবেন দীপিকা। পাঠানে যেমন সালমান খানকে দেখা গিয়েছিল বিশেষ চরিত্রে, জওয়ানে তেমনিভাবে দীপিকা একটি ছোট চরিত্রে দেখা দেবেন। থাকবেন সানিয়া মালহোত্রাও। দক্ষিণী ইন্ডাস্ট্রির আরেক জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতিও আছেন এতে। জওয়ানে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন বিজয়। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২ জুন।

সূত্র : আজকের পত্রিকা

বেলী / হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

গান দিয়ে শেষ হচ্ছে জওয়ানের শুটিং, থাকছেন দীপিকাও

প্রকাশের সময় : ১২:৩৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩

বিনোদন ডেস্ক : ‘পাঠান’-এর আকাশছোঁয়া সাফল্যের পর আসছে এবার ‘জওয়ান’। শাহরুখ খানের প্রথম দক্ষিণী সিনেমা। পাঠানের মতো এ সিনেমায়ও অ্যাকশনে ভরসা রেখেছেন শাহরুখ। মারদাঙ্গা অ্যাকশন আর রোমান্স—এ দুটির ওপর ভর করে আবারও ব্লকবাস্টার দিতে চান তিনি। অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’-এর শুটিং চলছে বেশ কয়েক মাস ধরে। শুটিং প্রায় শেষ। আর বাকি মাত্র দুটি গান। গান দুটির শুটিংয়ের জন্য এ মাসে ১০ দিনের শিডিউল রাখা হয়েছে।

পাঠান যেমন গান দিয়ে মুক্তির আগেই জোর আওয়াজ তুলেছিল, এ সিনেমার ক্ষেত্রেও তেমনটাই চাইছেন শাহরুখ। তাই গানকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সংগীত পরিচালক অনিরুদ্ধ এমনভাবে তৈরি করেছেন গানগুলো, যাতে সহজেই শ্রোতাদের আকর্ষণ করতে পারে। গানের ভিডিওতেও থাকবে চমক। জানা গেছে, এ সপ্তাহ থেকেই শুরু হচ্ছে জওয়ানের গানের শুটিং। ১৫ এপ্রিল পর্যন্ত দুটি গানের শুটিং করবেন বলিউড বাদশাহ। এরপরই আনুষ্ঠানিকভাবে শেষ হবে জওয়ানের শুটিং।

শাহরুখ ও দীপিকা

জওয়ান সিনেমায় শাহরুখের সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। সিনেমার প্রথম গানের শুটিং হবে মুম্বাইয়ে। শাহরুখ ও নয়নতারা অংশ নেবেন এতে। বলিউড বাদশার সঙ্গে শুটিং করছেন বলে দীর্ঘ ১৬ বছরের ‘নো বিকিনি’ নিয়ম ভাঙতে চলেছেন অভিনেত্রী। গত ১৬ বছরে কোনো সিনেমায় বিকিনি লুকে দেখা যায়নি নয়নতারাকে। এত কিছুর পরও শাহরুখ ডেকে পাঠালেন দীপিকা পাড়ুকোনকে।

আরোও পড়ুন । শায়খ আহমাদুল্লাহ যা বললেন মৌসুমীকে

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জওয়ান সিনেমার দ্বিতীয় গানে শাহরুখ-নয়নতারার সঙ্গে থাকবেন দীপিকা। পাঠানে যেমন সালমান খানকে দেখা গিয়েছিল বিশেষ চরিত্রে, জওয়ানে তেমনিভাবে দীপিকা একটি ছোট চরিত্রে দেখা দেবেন। থাকবেন সানিয়া মালহোত্রাও। দক্ষিণী ইন্ডাস্ট্রির আরেক জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতিও আছেন এতে। জওয়ানে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন বিজয়। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২ জুন।

সূত্র : আজকের পত্রিকা

বেলী / হককথা