নিউইয়র্ক ০৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

কে হবেন মধুবালা?

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:৩১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • / ১০০ বার পঠিত

মধুবালা। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : লিউডের কিংবদন্তি অভিনেত্রী মধুবালার বায়োপিক নির্মিত হতে চলেছে। তার বোন মধুর ব্রিজ ভূষণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে এ বায়োপিক সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্ব নিয়েছেন জেসমিত কে রিন। আর সেজন্য একজন প্রথম সারির অভিনেত্রীর খোঁজেও আছেন পরিচালক।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, মধুবালার বায়োপিক নির্মানের উদ্দেশ্যে চিত্রনাট্য ইতিমধ্যে লেখার কাজ শেষ করছেন সিনেমার পরিচালক জেসমিত কে রিন। এবং সিনেমাটির জন্য অবশ্যই প্রথম সারির অভিনেত্রীর খোঁজ করছেন তিনি। এর আগে জেসমিত আলিয়া ভাট, শেফালি শাহ ও বিজয় বার্মাকে নিয়ে ‘ডার্লিংস’ নির্মাণ করেছিলেন।


নিজেকে মধুবালার মত সুন্দরী ও লাস্যময়ী রুপে দেখা যেকোন অভিনেত্রীর জন্য স্বপ্নের মতো, যে কেউই করতে চাইবে। এদিকে নির্মাতারা সম্ভাব্য সেরা গল্প নিয়ে এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ যা প্রয়াত মধুবালার গৌরবময় জীবনের সাথে সম্পূর্ণ ন্যায়বিচার করে।

২০২৪ সালে ছবিটির প্রি-প্রোডাকশন শুরু হবে। ছবিটি নির্মিত হবে মধুবালা ও তার ছোট বোনের মধুবালা ভেঞ্চারস প্রাইভেট লিমিটেড এবং ব্রিউয়িং থটস প্রাইভেট লিমিটেডের অধীনে।

মধুবালা ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে সুন্দরী ও লাস্যময়ী নায়িকা। তার পুরো নাম মমতাজ জাহান দেহলভী। সমসাময়িক নার্গিস এবং মীনা কুমারীর বিপরীতে তাকে হিন্দি সিনেমার সর্বাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয়। ব্যক্তিজীবনে তিনি দিলীপ কুমারের সঙ্গে সম্পর্কে জড়ান। কিন্তু তাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি। পরে তিনি কিশোর কুমারকে বিয়ে করেন।

১৯৪৯ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত মাত্র ২৯ বছরের অভিনয় জীবনে প্রায় ৭০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘মুঘল-ই-আজম’ (১৯৬০) মধুবালার জীবনের শ্রেষ্ঠ সিনেমা। সূত্র : দৈনিক ইত্তেফাক

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

কে হবেন মধুবালা?

প্রকাশের সময় : ০৭:৩১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩

বিনোদন ডেস্ক : লিউডের কিংবদন্তি অভিনেত্রী মধুবালার বায়োপিক নির্মিত হতে চলেছে। তার বোন মধুর ব্রিজ ভূষণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে এ বায়োপিক সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্ব নিয়েছেন জেসমিত কে রিন। আর সেজন্য একজন প্রথম সারির অভিনেত্রীর খোঁজেও আছেন পরিচালক।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, মধুবালার বায়োপিক নির্মানের উদ্দেশ্যে চিত্রনাট্য ইতিমধ্যে লেখার কাজ শেষ করছেন সিনেমার পরিচালক জেসমিত কে রিন। এবং সিনেমাটির জন্য অবশ্যই প্রথম সারির অভিনেত্রীর খোঁজ করছেন তিনি। এর আগে জেসমিত আলিয়া ভাট, শেফালি শাহ ও বিজয় বার্মাকে নিয়ে ‘ডার্লিংস’ নির্মাণ করেছিলেন।


নিজেকে মধুবালার মত সুন্দরী ও লাস্যময়ী রুপে দেখা যেকোন অভিনেত্রীর জন্য স্বপ্নের মতো, যে কেউই করতে চাইবে। এদিকে নির্মাতারা সম্ভাব্য সেরা গল্প নিয়ে এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ যা প্রয়াত মধুবালার গৌরবময় জীবনের সাথে সম্পূর্ণ ন্যায়বিচার করে।

২০২৪ সালে ছবিটির প্রি-প্রোডাকশন শুরু হবে। ছবিটি নির্মিত হবে মধুবালা ও তার ছোট বোনের মধুবালা ভেঞ্চারস প্রাইভেট লিমিটেড এবং ব্রিউয়িং থটস প্রাইভেট লিমিটেডের অধীনে।

মধুবালা ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে সুন্দরী ও লাস্যময়ী নায়িকা। তার পুরো নাম মমতাজ জাহান দেহলভী। সমসাময়িক নার্গিস এবং মীনা কুমারীর বিপরীতে তাকে হিন্দি সিনেমার সর্বাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয়। ব্যক্তিজীবনে তিনি দিলীপ কুমারের সঙ্গে সম্পর্কে জড়ান। কিন্তু তাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি। পরে তিনি কিশোর কুমারকে বিয়ে করেন।

১৯৪৯ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত মাত্র ২৯ বছরের অভিনয় জীবনে প্রায় ৭০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘মুঘল-ই-আজম’ (১৯৬০) মধুবালার জীবনের শ্রেষ্ঠ সিনেমা। সূত্র : দৈনিক ইত্তেফাক