নিউইয়র্ক ০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

কে কী বললো’ তা নিয়ে ভাবতে চান না সারা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৩৪ বার পঠিত

সারা আলি খান। সংগৃহীত ছবি

বিনোদন ডেস্ক : নবাব পরিবারের হলেও সেই নবাবি হালচাল নেই সারা আলি খানের। ব্যক্তিজীবনেও খুব সাধারণ থাকতে ভালবাসেন তিনি। এমনকি শুটিং সেটেও খুব সাবলীল সাধারণ থাকার চেষ্টা করেন সারা। কোনো স্টারডম এটিটিউড গায়ে মাখান না। সম্প্রতি ব্যস্ত সময় পার করছেন সারা আলি খান। প্রথমে জিম, তারপরেই শুটিং, সঙ্গে আবার বাচ্চা সামলানো। একা এতো কাজ করা কি সম্ভব নায়িকার পক্ষে! শুক্রবার তার ইনস্টাগ্রামের স্টোরি দেখে অবাক অনেকেই। কোলে বাচ্চা নিয়েই মেকআপে বসেছেন সারা। সারার কোলের এই ক্ষুদে বাচ্চাটি কার? অনেকের মনেই প্রশ্ন জাগে।

সারা আলি খান। সংগৃহীত ছবি

পরে জানা গেল সারার মেকআপ করেন বর্দান নায়ক। যার হাতে সাজতে ভালবাসেন সারা। সেটে নিজের বাচ্চাকে নিয়ে এসেছিলেন তিনি সেদিন। আর সেই ক্ষুদে বাচ্চাটিকেই কোলে নিয়েই দিব্যি রাখলেন প্রায় সারাটাক্ষণ। সম্প্রতি বেশ লম্বা একটা ছুটি কাটিয়ে মুম্বাই ফিরেছেন সারা। এদিকে শিবরাত্রির দিন শিবের পুজো করার জন্য তাকে কটাক্ষের মুখে পড়তে হয়।

আরোও পড়ুন। খারাপ সময় কাটাচ্ছেন পার্নো মিত্র

শিবরাত্রির দিন নিজের ফেসবুক টুইটারে একগুচ্ছ ছবি পোস্ট করেন তিনি। এমনিতেই বর্তমান প্রজন্মের নায়িকাদের তুলনায় বরাবরই ছকভাঙা সাইফ-কন্যা। শিবরাত্রির ছবি দিয়ে নেটিজানদের একাংশের কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী। এদিকে, একেবারেই এসবের তোয়াক্কা করেননা সারা। সারার কথায়, ‘আমি প্রথমত মানুষ। তারপর নানান পরিচয়। এখন এসব বিষয়ে কে কী বললো তা নিয়ে ভাবতে চাই না কখনও। এসব ভেবে নিজের সময় নষ্ট করার কোনো মানে হয় না।’ সূত্র : দৈনিক ইত্তেফাক

সুমি/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

কে কী বললো’ তা নিয়ে ভাবতে চান না সারা

প্রকাশের সময় : ০১:০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩

বিনোদন ডেস্ক : নবাব পরিবারের হলেও সেই নবাবি হালচাল নেই সারা আলি খানের। ব্যক্তিজীবনেও খুব সাধারণ থাকতে ভালবাসেন তিনি। এমনকি শুটিং সেটেও খুব সাবলীল সাধারণ থাকার চেষ্টা করেন সারা। কোনো স্টারডম এটিটিউড গায়ে মাখান না। সম্প্রতি ব্যস্ত সময় পার করছেন সারা আলি খান। প্রথমে জিম, তারপরেই শুটিং, সঙ্গে আবার বাচ্চা সামলানো। একা এতো কাজ করা কি সম্ভব নায়িকার পক্ষে! শুক্রবার তার ইনস্টাগ্রামের স্টোরি দেখে অবাক অনেকেই। কোলে বাচ্চা নিয়েই মেকআপে বসেছেন সারা। সারার কোলের এই ক্ষুদে বাচ্চাটি কার? অনেকের মনেই প্রশ্ন জাগে।

সারা আলি খান। সংগৃহীত ছবি

পরে জানা গেল সারার মেকআপ করেন বর্দান নায়ক। যার হাতে সাজতে ভালবাসেন সারা। সেটে নিজের বাচ্চাকে নিয়ে এসেছিলেন তিনি সেদিন। আর সেই ক্ষুদে বাচ্চাটিকেই কোলে নিয়েই দিব্যি রাখলেন প্রায় সারাটাক্ষণ। সম্প্রতি বেশ লম্বা একটা ছুটি কাটিয়ে মুম্বাই ফিরেছেন সারা। এদিকে শিবরাত্রির দিন শিবের পুজো করার জন্য তাকে কটাক্ষের মুখে পড়তে হয়।

আরোও পড়ুন। খারাপ সময় কাটাচ্ছেন পার্নো মিত্র

শিবরাত্রির দিন নিজের ফেসবুক টুইটারে একগুচ্ছ ছবি পোস্ট করেন তিনি। এমনিতেই বর্তমান প্রজন্মের নায়িকাদের তুলনায় বরাবরই ছকভাঙা সাইফ-কন্যা। শিবরাত্রির ছবি দিয়ে নেটিজানদের একাংশের কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী। এদিকে, একেবারেই এসবের তোয়াক্কা করেননা সারা। সারার কথায়, ‘আমি প্রথমত মানুষ। তারপর নানান পরিচয়। এখন এসব বিষয়ে কে কী বললো তা নিয়ে ভাবতে চাই না কখনও। এসব ভেবে নিজের সময় নষ্ট করার কোনো মানে হয় না।’ সূত্র : দৈনিক ইত্তেফাক

সুমি/হককথা