নিউইয়র্ক ০১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

কিংবদন্তী যুক্তরাষ্ট্রের পপ গায়িকা টিনা টার্নার মারা গেছেন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:১৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
  • / ৩৯ বার পঠিত

জনপ্রিয় আমেরিকান পপ ও রক তারকা টিনা টার্নার।

বিনোদন ডেস্ক : ‘দ্য বেস্ট’ কিংবা ‘হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট’র মতো কিংবদন্তি গানের শিল্পী, জনপ্রিয় যুক্তরাষ্ট্রের পপ ও রক তারকা টিনা টার্নার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ক্যান্সার সহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার সুইজারল্যান্ডের জুরিখের পার্শ্ববর্তী কুইস্নাচট এলাকায় নিজ বাড়িতে মারা যান টিনা। টার্নার সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন শারীরিক অসুস্থতার ভেতর দিয়ে যাচ্ছিলেন। তিনি সম্প্রতি স্ট্রোক করেন, ভুগছিলেন কিডনি জটিলতায়ও।

জনপ্রিয় আমেরিকান পপ ও রক তারকা টিনা টার্নার।

গত শতকের ষাটের দশকে স্বামী ইকের সঙ্গে জনপ্রিয়তা পান টিনা। তাঁদের ‘প্রাউড ম্যারি’ ও ‘রিভার ডিপ’ গানগুলো তুমুল শ্রোতৃপ্রিয় হয়েছিল। ১৯৭৮ সালে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় টিনার। এরপর আশির দশকজুড়ে টিনা এককভাবে গান গাইতে শুরু করে সফল হন। রীতিমতো তারকা হয়ে ওঠেন তিনি। দরাজ কণ্ঠ, মঞ্চে উদ্যমী পরিবেশনা তাঁকে দর্শক-শ্রোতার মনে জায়গা করে দিয়েছিল। ওই সময় টিনাকে রক অ্যান্ড রোলের রানি বলা হতো।

যুক্তরাষ্ট্রের টেনেসিতে জন্ম নেওয়া টিনা ২০২১ সালে রক অ্যান্ড রোলের হল অব ফেমে একক শিল্পী হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে ১৯৯১ সালে সাবেক স্বামী ইকের সঙ্গে হল অব ফেমে অন্তর্ভুক্ত হয়েছিলেন টিনা। তিনি আটটি গ্র্যামি পুরস্কার জেতেন। সুত্র : দৈনিক ইত্তেফাক
সুমি/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

কিংবদন্তী যুক্তরাষ্ট্রের পপ গায়িকা টিনা টার্নার মারা গেছেন

প্রকাশের সময় : ০১:১৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩

বিনোদন ডেস্ক : ‘দ্য বেস্ট’ কিংবা ‘হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট’র মতো কিংবদন্তি গানের শিল্পী, জনপ্রিয় যুক্তরাষ্ট্রের পপ ও রক তারকা টিনা টার্নার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ক্যান্সার সহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার সুইজারল্যান্ডের জুরিখের পার্শ্ববর্তী কুইস্নাচট এলাকায় নিজ বাড়িতে মারা যান টিনা। টার্নার সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন শারীরিক অসুস্থতার ভেতর দিয়ে যাচ্ছিলেন। তিনি সম্প্রতি স্ট্রোক করেন, ভুগছিলেন কিডনি জটিলতায়ও।

জনপ্রিয় আমেরিকান পপ ও রক তারকা টিনা টার্নার।

গত শতকের ষাটের দশকে স্বামী ইকের সঙ্গে জনপ্রিয়তা পান টিনা। তাঁদের ‘প্রাউড ম্যারি’ ও ‘রিভার ডিপ’ গানগুলো তুমুল শ্রোতৃপ্রিয় হয়েছিল। ১৯৭৮ সালে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় টিনার। এরপর আশির দশকজুড়ে টিনা এককভাবে গান গাইতে শুরু করে সফল হন। রীতিমতো তারকা হয়ে ওঠেন তিনি। দরাজ কণ্ঠ, মঞ্চে উদ্যমী পরিবেশনা তাঁকে দর্শক-শ্রোতার মনে জায়গা করে দিয়েছিল। ওই সময় টিনাকে রক অ্যান্ড রোলের রানি বলা হতো।

যুক্তরাষ্ট্রের টেনেসিতে জন্ম নেওয়া টিনা ২০২১ সালে রক অ্যান্ড রোলের হল অব ফেমে একক শিল্পী হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে ১৯৯১ সালে সাবেক স্বামী ইকের সঙ্গে হল অব ফেমে অন্তর্ভুক্ত হয়েছিলেন টিনা। তিনি আটটি গ্র্যামি পুরস্কার জেতেন। সুত্র : দৈনিক ইত্তেফাক
সুমি/হককথা