কলকাতার সিনেমায় নাম লেখালেন অপূর্ব
- প্রকাশের সময় : ০৬:৩২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
- / ৭৩ বার পঠিত
বিনোদন ডেস্ক : একটা সময় পশ্চিমবঙ্গ-বাংলাদেশের সিনেমা তারকারা যৌথভাবে অনেক কাজ করেছেন। মাঝে দুই দেশের যৌথ প্রযোজনায় কিছুটা ভাঙন দেখা দিলেও সময়ের সাথে সাথে আবারও ওপার বাংলায় পদচারনা বাড়ছে বাংলাদেশের তারকাদের। অনলাইনের কল্যাণে এপার বাংলার তারকাদের প্রচুর অনুরাগী তৈরি হয়েছে ওপার বাংলায়।
বর্তমানে বাংলাদেশের তারকাদের মধ্যে যারা পশ্চিমবঙ্গেও বেশ জনপ্রিয়, তাদের মধ্যে অন্যতম একজন জিয়াউল ফারুক অপূর্ব।
তার অভিনয়ের খ্যাতি ছড়িয়ে পড়েছে ওপার বাংলার মানুষের কাছে। আর তাই এবার টলিউডের সিনেমা অভিনয় করতে কলকাতায় উড়ে গেলেন এ অভিনেতা। জানা যাচ্ছে, প্রতিম ডি গুপ্ত পরিচালিত ‘চালচিত্র’ শিরোনামের একটি ছবিতে অভিনয় করছেন অপূর্ব। পুলিশ-অ্যাকশন ঘরানার সিনেমা এটি। অর্থাৎ এতে পুলিশের চরিত্রে দেখা যাবে তাকে।
এবারই প্রথম কলকাতার কোনো ছবিতে অভিনয় করছেন অপূর্ব। সেকারণে বেজায় উচ্ছ্বসিত তিনি। ভারতীয় গণমাধ্যমকে এ অভিনেতা বলেন, ‘আমি বেশ উত্তেজিত ছবিটা নিয়ে।
কারণ গল্পটা ভালো। প্রযোজক-পরিচালক দক্ষতার সঙ্গে কাজটা করছেন। তাই আরও ভালো লাগছে, ছবিটার অংশ হতে পেরে।’ ছবিতে আরও অভিনয় করছেন রাইমা সেন, টোটো রায় চৌধুরী, স্বস্তিকা দত্ত, অনির্বাণ চক্রবর্তীসহ আরও অনেকে। জানা গেছে, টোটোর চরিত্রটির আগের বয়সের একটি ঘটনার সঙ্গে অপূর্বর যোগ রয়েছে।
এদিকে অপূর্বর প্রথম কলকাতার ছবি ঘিরে দুই বাংলার অনুরাগীদের মাঝে উন্মাদনা বিরাজ করছে। সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন তারা। সূত্র : কালেরকণ্ঠ