কলকাতায় দুর্গাবেশে ধরা দিলেন অপু বিশ্বাস

- প্রকাশের সময় : ০১:৪২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / ২৩৩ বার পঠিত
বিনোদন ডেস্ক : ভারতের কলকাতায় আসন্ন দুর্গোৎসবের ‘মুখ’ হিসেবে দেখা যাবে বাংলাদেশের চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। পূজার চারদিন চার রকমের পোশাকে সাজবেন তিনি। জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের কাঁকুড়গাছি যুবকবৃন্দ ও দক্ষিণ ট্যাংরা শীতলা যুব সংঘ পুজা কমিটি, এবারে দুর্গাপুজার মুখ হিসেবে বাংলাদেশের চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নির্বাচন করেছে। তাই সম্প্রীতির বার্তা নিয়ে এ কাজের জন্য কোনো পারিশ্রমিকই নিচ্ছেন না তিনি।
সম্প্রতি কলকাতার একটি পূজা প্রাঙ্গণে তাকে দেখা গেছে লাল বেনারসিতে। সাথে মানানসই সোনার গয়না, গলায় পদ্মফুলের মালা। অন্য আরেকটি মণ্ডপে পরেছেন লালপাড় সাদা শাড়ি, গলায় রুদ্রাক্ষের মালা।
অপু বিশ্বাস বলেন, এই বছর দুটি পূজার মুখ ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি। বাংলাদেশেও আমরা দুর্গাপূজা সেলিব্রেট করি। তবে এ বছর প্রথম কলকাতায় পূজা কাটাবো।প্রসঙ্গত, কলকাতায় নিজের প্রথম চলচ্চিত্র ‘আজকের শর্টকাট’-এর শুটিং শুরু করছেন অপু বিশ্বাস। গায়ক নচিকেতা চক্রবর্তীর গল্পে ছবিটি পরিচালনা করছেন সুবীর মণ্ডল। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ছবির পোস্টার। মুখ্য চরিত্রে অপু বিশ্বাসের সাথে আছেন পরমব্রত চট্টোপাধ্যায়।
হককথা/এমউএ