নিউইয়র্ক ০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

এবার স্মিথের চড় নিয়ে রকের রসিকতা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:১৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
  • / ৫০ বার পঠিত

বিনোদন ডেস্ক : অস্কারমঞ্চে উঠে কৌতুকশিল্পী ও সঞ্চালক ক্রিস রককে সপাটে চড় দেন স্মিথ। সেই থেকে একের পর এক ঘটনায় জর্জরিত হলিউডের এই তিন তারকা। কিন্তু বিরতি নেই ক্রিস রকের। অস্কারের অনুষ্ঠান শেষ হতেই ‘ইগো ডেথ ওয়ার্ল্ড টুর’ নামে স্ট্যান্ড আপ কমেডির শো শুরু হয় নানা দেশে। বোস্টনের উইলবার থিয়েটারে শোয়ের প্রথম দিন ক্রিস শুধু জানিয়েছিলেন তিনি এখনো ঘটনাটির ”প্রসেসিং’ এর মধ্যে আছেন।
এবার ছুঁড়ে দিলেন সরস কৌতুক। সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি বলেন, পারিশ্রমিক না দিলে তিনি চড়-কাণ্ড নিয়ে কোনো মন্তব্য করবেন না। এছাড়াও উইলের হাতে বাম গালে থাপ্পড় খাওয়া নিয়ে তার মন্তব্য ছিল যে, তিনি নাকি আবার কানে শুনতে পাচ্ছেন!
গত মাসে আর একটি অনুষ্ঠানে ক্রিস সরাসরি বলেন, আপনারা যদি ওই ঘটনা (অস্কারের চড়-কাণ্ড) সম্পর্কে আমার মন্তব্য শুনতে আসেন, তা কিন্তু হবে না। এই ঘটনার আগেই আমার স্ট্যান্ড-আপ কমেডির অনুষ্ঠানের জন্য লম্বা লম্বা চিত্রনাট্য লিখেছি। তবে অনুষ্ঠান চলাকালীন উইলের চড় নিয়ে তিনি বলেছেন, আমি এখনও ভেবে চলেছি, সে দিন ঠিক কী হয়েছিল? নিজের মনের মধ্যে এখনও সেই মুহূর্তটিকে নিয়ে চিন্তা করে চলেছি।
উল্লেখ্য, উইল স্মিথের স্ত্রী, অভিনেত্রী জাডা পিঙ্কেট স্মিথের কামানো মাথা এবং চুল পড়া নিয়ে অস্কারের মঞ্চে ব্যঙ্গ করেছিলেন যুক্তরাষ্ট্র কমেডিয়ান ক্রিস রক। রাগের মাথায় ক্রিসকে চড় মেরে বসেন উইল। কিন্তু সে এক চড়ের খেসারত যে এমন নির্মমভাবে দিতে হবে, তা হয়তো ভাবতেও পারেননি উইল স্মিথ! অস্কারসহ অ্যাকাডেমির অন্যান্য অনুষ্ঠান থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে। কয়েকদিন আগে সেই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ‘অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স’ কর্তৃপক্ষ।
যদিও ঘটনার পরদিনই নিজের আচরণের জন্য ক্রিস রক এবং অস্কার কর্তৃপক্ষের কাছে ক্ষমা চান উইল স্মিথ। ইনস্টাগ্রামে স্মিথ লেখেন, “আমি প্রকাশ্যে আপনার কাছে ক্ষমা চাইছি ক্রিস। আমি সীমা অতিক্রম করে গিয়েছিলাম এবং আমি ভুল করেছি। আমার কর্মকাণ্ডের জন্য আমি লজ্জিত। আমি যে ধরনের মানুষ হিসেবে নিজেকে দেখতে চাই, এ আচরণ তার পরিচয় দেয় না।”
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এবার স্মিথের চড় নিয়ে রকের রসিকতা

প্রকাশের সময় : ০২:১৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২

বিনোদন ডেস্ক : অস্কারমঞ্চে উঠে কৌতুকশিল্পী ও সঞ্চালক ক্রিস রককে সপাটে চড় দেন স্মিথ। সেই থেকে একের পর এক ঘটনায় জর্জরিত হলিউডের এই তিন তারকা। কিন্তু বিরতি নেই ক্রিস রকের। অস্কারের অনুষ্ঠান শেষ হতেই ‘ইগো ডেথ ওয়ার্ল্ড টুর’ নামে স্ট্যান্ড আপ কমেডির শো শুরু হয় নানা দেশে। বোস্টনের উইলবার থিয়েটারে শোয়ের প্রথম দিন ক্রিস শুধু জানিয়েছিলেন তিনি এখনো ঘটনাটির ”প্রসেসিং’ এর মধ্যে আছেন।
এবার ছুঁড়ে দিলেন সরস কৌতুক। সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি বলেন, পারিশ্রমিক না দিলে তিনি চড়-কাণ্ড নিয়ে কোনো মন্তব্য করবেন না। এছাড়াও উইলের হাতে বাম গালে থাপ্পড় খাওয়া নিয়ে তার মন্তব্য ছিল যে, তিনি নাকি আবার কানে শুনতে পাচ্ছেন!
গত মাসে আর একটি অনুষ্ঠানে ক্রিস সরাসরি বলেন, আপনারা যদি ওই ঘটনা (অস্কারের চড়-কাণ্ড) সম্পর্কে আমার মন্তব্য শুনতে আসেন, তা কিন্তু হবে না। এই ঘটনার আগেই আমার স্ট্যান্ড-আপ কমেডির অনুষ্ঠানের জন্য লম্বা লম্বা চিত্রনাট্য লিখেছি। তবে অনুষ্ঠান চলাকালীন উইলের চড় নিয়ে তিনি বলেছেন, আমি এখনও ভেবে চলেছি, সে দিন ঠিক কী হয়েছিল? নিজের মনের মধ্যে এখনও সেই মুহূর্তটিকে নিয়ে চিন্তা করে চলেছি।
উল্লেখ্য, উইল স্মিথের স্ত্রী, অভিনেত্রী জাডা পিঙ্কেট স্মিথের কামানো মাথা এবং চুল পড়া নিয়ে অস্কারের মঞ্চে ব্যঙ্গ করেছিলেন যুক্তরাষ্ট্র কমেডিয়ান ক্রিস রক। রাগের মাথায় ক্রিসকে চড় মেরে বসেন উইল। কিন্তু সে এক চড়ের খেসারত যে এমন নির্মমভাবে দিতে হবে, তা হয়তো ভাবতেও পারেননি উইল স্মিথ! অস্কারসহ অ্যাকাডেমির অন্যান্য অনুষ্ঠান থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে। কয়েকদিন আগে সেই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ‘অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স’ কর্তৃপক্ষ।
যদিও ঘটনার পরদিনই নিজের আচরণের জন্য ক্রিস রক এবং অস্কার কর্তৃপক্ষের কাছে ক্ষমা চান উইল স্মিথ। ইনস্টাগ্রামে স্মিথ লেখেন, “আমি প্রকাশ্যে আপনার কাছে ক্ষমা চাইছি ক্রিস। আমি সীমা অতিক্রম করে গিয়েছিলাম এবং আমি ভুল করেছি। আমার কর্মকাণ্ডের জন্য আমি লজ্জিত। আমি যে ধরনের মানুষ হিসেবে নিজেকে দেখতে চাই, এ আচরণ তার পরিচয় দেয় না।”
হককথা/এমউএ