এবার মৌমাছির সাথে যুদ্ধে ‘মিস্টার বিন’

- প্রকাশের সময় : ০১:৫৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
- / ২৬ বার পঠিত
বিনোদন ডেস্ক : ফের রুপালি পর্দায় ফিরছেন ‘মিস্টার বিন’খ্যাত রোয়ান অ্যাটকিনসন।। তবে এবার আর মিস্টার বিন হিসেবে নয়। এবারে এক মৌমাছির সাথে যুদ্ধ করতেই করতেই পর্দায় এন্ট্রি নিচ্ছেন তিনি। বিশাল এক প্রাসাদে একাই তাকে এ যুদ্ধে শামিল হতে হয়েছে। আর এই যুদ্ধে হয়েছে অপূরণীয় ক্ষতি।
নেটফ্লিক্সে আসছে রোয়ান অভিনীত নতুন সিরিজ ‘ম্যান ভার্সেস বি’। ১০ পর্বের এই সিরিজ শিগগিরই প্রকাশ করবে নেটফ্লিক্স।
সিরিজের নামেই স্পষ্ট যে এই ছবির কাহিনি কী হতে চলেছে। সত্যিই কালো- হলুদ রঙের একটি মৌমাছির সাথেই যুদ্ধে নামতে চলেছেন অ্যাটকিনসন। এই যুদ্ধে জয়ী হবে কেবল একজন। হয় অভিনেতা জিতবেন, নয়ত ওই মৌমাছি।
চিত্রনাট্য অনুযায়ী, সিরিজের শুরুটা হবে এক বিশাল প্রাসাদে। ওই প্রাসাদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তি আচমকাই এক মৌমাছির সাথে যুদ্ধে জড়িয়ে পড়বেন। সিরিজের সার সংক্ষেপের একেবারে শেষে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে, ‘অবশেষে কে জয়ী হবে? আর কি মূল্যই বা চোকাতে হবে তাকে?’
এই যুদ্ধে কে জয়ী হবে তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে সিরিজের নবতম যে পোস্টারটি সামনে এসেছে, তা থেকে এটা পরিষ্কার যে ওই মৌমাছির পিছনে ছুটে দক্ষযজ্ঞ পরিস্থিতি বাঁধাতে চলেছেন অ্যাটকিনসন। ওই পোস্টারে লেখা যাচ্ছে, একটি টেবিলের ফাঁক থেকে উঁকি দিচ্ছেন অভিনেতা। তার হাতে বিরাট একটি স্প্যাচুলা। আর সামনে শত্রু মৌমাছিটি। অভিনেতার চোখ যেন বিস্ফোরিত হয়ে উঠেছে প্রতিপক্ষকে দেখে।
সিরিজের একটি দৃশ্যে অ্যাটকিনসন
অ্যাটকিনসন ছাড়াও নতুন এ সিরিজে অভিনয় করেছেন জুলিয়ান রিন্ড-টুট, উইলিয়াম ডেভিস প্রমুখ। সিরিজটি পরিচালনা করছেন ডেভিড কের। আগামী ২৪ জুন নেটফ্লিক্সে মুক্তি পাবে সিরিজটি।
হককথা/এমউএ