এবার ‘পিকে’র সমর্থনে শাহরুখ

- প্রকাশের সময় : ১২:৫৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০১৫
- / ৮৬৭ বার পঠিত
‘পিকে’ ঝড় এখনো চলছে বলিউডে। ব্যাপক হিট যেমন হয়েছে, তেমনি চলছে সমালোচনা। তবে শেষ পর্যন্ত বলিউডপাড়ার তারাকারা ‘পিকে’র সমর্থনে একজোট হয়েছেন।
সালমান খানের পর আমীর খানের সর্বসাম্প্রতিক ছবিটির প্রশংসা করে কথা বলেছেন শাহরুখ খান। তিনি বলেন, ছবি একবার সেন্সর বোর্ড থেকে ছাড়া পেলে তা নিয়ে আর কথা বলার প্রয়োজন নেই বলেই আমি মনে করি। ভারতীয় ছবিগুলো সেন্সর বোর্ডের নানা চাহিদা পূরণ করে মুক্তি পায়। তবে হ্যাঁ, কিছু মানুষ সব সময় থাকবে যারা সমালোচনা করবে। তারা সেন্সরবোর্ডের গোটা নিয়ম-কানুন পরিবর্তন করতে চান।
তিনি আরো বলেন, আসলে তাদের এসব আচরণ সেন্সরশিপের যুক্তিবিরুদ্ধ। সিনেমা জগতের একদল ভালো লোক মনে করেন, যে ছবিকে মানুষ মন দিয়ে গ্রহণ করবে, তা কখনো ক্ষতিকর এবং বিতর্কিত হতে পারে না। সিনেমা চলবে কি চলবে না, এ বিষয়ে দর্শকরাই সর্বাময় ক্ষমতাধারী বলেই আমি মনে করি।
এই ছবিকে নিষিদ্ধ করার দাবি করেছেন একদল মানুষ। কিন্তু এই ছবিটি সমালোচনার বিষয়গুলো বাদ দিয়েই সেন্সর বোর্ড থেকে ছাড়া পেয়েছে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস