নিউইয়র্ক ০১:০০ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

এগিয়েছে ওটিটি পিছিয়েছে টিভি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:২৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
  • / ৫২ বার পঠিত

২০২২ সালে দেশে ওয়েব প্ল্যাটফর্মের যত বাড়বাড়ন্ত হয়েছে, ততটাই পিছিয়েছে টেলিভিশন মাধ্যম। ভিন্ন স্বাদের বেশকিছু সিনেমা-সিরিজ উপহার দেওয়ায় সম্ভাবনাময় মাধ্যম হিসেবে ওটিটির গ্রহণযোগ্যতা বেড়েছে। অন্যদিকে বৈচিত্র্যময় অনুষ্ঠান দিতে অনেকটাই ব্যর্থ হয়েছে দেশের টিভি চ্যানেলগুলো। এ দুই মাধ্যমে গত এক বছরের ঘটনার হিসাব টানলেন খায়রুল বাসার নির্ঝর

টেলিভিশন
২০২১-এর টিভি অনুষ্ঠানের সালতামামি টানতে গিয়ে গত বছর লেখা হয়েছিল ‘কিছুটা অর্জন, অনেকটা হতাশা’। ২০২২-এ এসে এই ‘অর্জন’ আরও কমেছে। টিভির ধারাবাহিক নাটক থেকে দর্শক মুখ ফিরিয়ে নিয়েছেন। জনপ্রিয় ছিল এক ঘণ্টার নাটক। তবে সেটাও দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছে। তুলনায় টিভি চ্যানেলের বিকল্প হিসেবে আরও শক্তভাবে দাঁড়িয়ে গেছে ইউটিউব। অনেক প্রযোজনা প্রতিষ্ঠান টিভিতে নাটক প্রচারের বদলে ইউটিউবকে বেছে নিয়েছে। সে নাটকগুলোতে জনপ্রিয় শিল্পীরাই কাজ করছেন।

চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, অপূর্ব, নিশো, ইন্তেখাব দিনার, মেহজাবীন, তাসনিয়া ফারিণসহ টিভি নাটকে যেসব শিল্পী নিয়মিত কাজ করতেন, তাঁরা ওয়েব কনটেন্টে গিয়ে আরও পরিচিতি পেয়েছেন। নানা কারণেই এখন টিভি নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন তাঁরা।নাটকের মান নিয়ে অনেক সমালোচনা থাকলেও কিছু নির্মাতা চেষ্টা করেছেন ভালো কাজ উপহার দেওয়ার। ‘লিলুয়া’, ‘ভয়েস ক্লিপ’, ‘প্রশ্রয়’, ‘সাদা প্রাইভেট’, ‘একটা নির্জন দুপুর চাই’, ‘ফুলের নামে নাম’, ‘নিহত নক্ষত্র’, ‘এখানেই শেষ নয়’, ‘পুনর্জন্ম ৩’, ‘শুরুটাই সুন্দর’, ‘প্রায়শ্চিত্ত’, ‘চম্পা হাউস’, ‘ম্যাটিনি শো’, ‘অ্যাম্বুলেন্স গার্ল’, ‘রিকশা গার্ল’, ‘হট প্যাটিস’, ‘নায়ক’, ‘সান্তাক্লজ’ নাটকগুলো প্রশংসা পেয়েছে।
অনুষ্ঠানের বৈচিত্র্য খুব একটা চোখে পড়েনি। তবে পাঁচ বছর পর সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘সেরাকণ্ঠ’ ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে সাড়া ফেলেছে চ্যানেল আই।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এগিয়েছে ওটিটি পিছিয়েছে টিভি

প্রকাশের সময় : ০১:২৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২

২০২২ সালে দেশে ওয়েব প্ল্যাটফর্মের যত বাড়বাড়ন্ত হয়েছে, ততটাই পিছিয়েছে টেলিভিশন মাধ্যম। ভিন্ন স্বাদের বেশকিছু সিনেমা-সিরিজ উপহার দেওয়ায় সম্ভাবনাময় মাধ্যম হিসেবে ওটিটির গ্রহণযোগ্যতা বেড়েছে। অন্যদিকে বৈচিত্র্যময় অনুষ্ঠান দিতে অনেকটাই ব্যর্থ হয়েছে দেশের টিভি চ্যানেলগুলো। এ দুই মাধ্যমে গত এক বছরের ঘটনার হিসাব টানলেন খায়রুল বাসার নির্ঝর

টেলিভিশন
২০২১-এর টিভি অনুষ্ঠানের সালতামামি টানতে গিয়ে গত বছর লেখা হয়েছিল ‘কিছুটা অর্জন, অনেকটা হতাশা’। ২০২২-এ এসে এই ‘অর্জন’ আরও কমেছে। টিভির ধারাবাহিক নাটক থেকে দর্শক মুখ ফিরিয়ে নিয়েছেন। জনপ্রিয় ছিল এক ঘণ্টার নাটক। তবে সেটাও দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছে। তুলনায় টিভি চ্যানেলের বিকল্প হিসেবে আরও শক্তভাবে দাঁড়িয়ে গেছে ইউটিউব। অনেক প্রযোজনা প্রতিষ্ঠান টিভিতে নাটক প্রচারের বদলে ইউটিউবকে বেছে নিয়েছে। সে নাটকগুলোতে জনপ্রিয় শিল্পীরাই কাজ করছেন।

চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, অপূর্ব, নিশো, ইন্তেখাব দিনার, মেহজাবীন, তাসনিয়া ফারিণসহ টিভি নাটকে যেসব শিল্পী নিয়মিত কাজ করতেন, তাঁরা ওয়েব কনটেন্টে গিয়ে আরও পরিচিতি পেয়েছেন। নানা কারণেই এখন টিভি নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন তাঁরা।নাটকের মান নিয়ে অনেক সমালোচনা থাকলেও কিছু নির্মাতা চেষ্টা করেছেন ভালো কাজ উপহার দেওয়ার। ‘লিলুয়া’, ‘ভয়েস ক্লিপ’, ‘প্রশ্রয়’, ‘সাদা প্রাইভেট’, ‘একটা নির্জন দুপুর চাই’, ‘ফুলের নামে নাম’, ‘নিহত নক্ষত্র’, ‘এখানেই শেষ নয়’, ‘পুনর্জন্ম ৩’, ‘শুরুটাই সুন্দর’, ‘প্রায়শ্চিত্ত’, ‘চম্পা হাউস’, ‘ম্যাটিনি শো’, ‘অ্যাম্বুলেন্স গার্ল’, ‘রিকশা গার্ল’, ‘হট প্যাটিস’, ‘নায়ক’, ‘সান্তাক্লজ’ নাটকগুলো প্রশংসা পেয়েছে।
অনুষ্ঠানের বৈচিত্র্য খুব একটা চোখে পড়েনি। তবে পাঁচ বছর পর সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘সেরাকণ্ঠ’ ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে সাড়া ফেলেছে চ্যানেল আই।