নিউইয়র্ক ০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

একেই বলে প্রেম ! পার্টিতে বান্ধবীর জুতা হাতে হৃতিক

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:১৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
  • / ১০৭ বার পঠিত

ছবি তুলছেন সাবা আজাদ। তার জুতা হাতে হৃতিক রোশন

বিনোদন ডেস্ক : গত সপ্তাহে মুম্বাইতে নীতা মুকেশ আম্বানী কালচারাল সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ছিল এলাহি আয়োজন। দু’দিন ব্যাপী অনুষ্ঠানে নজর কাড়ে একাধিক বলিউড তারকার পারফরম্যান্স। শাহরুখ খান থেকে শুরু করে রণবীর কপূর, বরুণ ধওয়ান, আলিয়া ভাট- সকলেই পা মেলালেন গানের ছন্দে। এসেছিলেন আন্তর্জাতিক সুপার মডেল জিজি হাদিদ, টম হল্যান্ড, জেনডায়া প্রমুখ। এই অনুষ্ঠানে এসেছিলেন হৃতিক রোশন। সঙ্গে ছিলেন বর্তমান বান্ধবী সাবা আজাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। যা দেখে ‘ওয়ার’ ছবির অভিনেতার অনুরাগীদের মত, প্রেমিক হলে তিনি যেন হৃতিকের মতোই নিবেদিতপ্রাণ মানুষ হন। কিন্তু কেন ?

আরোও পড়ুন। ঈদে শাকিব-বুবলীকে টেক্কা দেবেন অপু বিশ্বাস-জয় চৌধুরী

অনুষ্ঠানে তো অনেকেই এসেছিলেন। তা হলে হঠাৎ হৃতিক সম্পর্কেই এমন মন্তব্য কেন? আসলে ওই ছবিতে দেখা যাচ্ছে, হৃতিক সাবার জুতো জোড়া হাতে ধরে রয়েছেন। অনুষ্ঠানে স্টিলেটোজ় পরেছিলেন সাবা। কিন্তু ছবি তোলার জন্য সাবা হাই দিল জুতো খুলে ফেলেন। বান্ধবীকে সাহায্য করতেই এগিয়ে আসেন হৃতিক। অনুষ্ঠানে ফ্যাশন ডিজ়াইনার অমিত আগরওয়ালের তৈরি একটি কাস্টমমেড লাল রঙের শাড়ি গাউন পরেছিলেন সাবা। অমিতের সঙ্গেই তোলা ছবিতে দেখা যাচ্ছে, হৃতিকের হাতে রয়েছে সাবার জুতো। এই ছবি দেখার পরেই হৃতিকের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগী মহল। কেউ লিখেছেন, ‘বিশ্বাস হচ্ছে না, হৃতিক অন্য কারও জুতো ধরে দাঁড়িয়ে রয়েছেন।’কারও মতে, হৃতিক ভালোবাসতে জানেন। সাবা খুবই ভাগ্যবান যে, তাঁর জীবনে হৃতিকের মতো সুপারস্টার নন, একজন ভাল মানুষ এসেছেন। কারও মতে, তারকাদেরও পায়ে উঁচু হিল দেওয়া জুতো পরে ব্যথা হতে পারে। এর মধ্যে অন্য কোনো কারণ খোঁজার কারণ নেই। সূত্র : সমকাল
সুমি/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

একেই বলে প্রেম ! পার্টিতে বান্ধবীর জুতা হাতে হৃতিক

প্রকাশের সময় : ১২:১৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩

বিনোদন ডেস্ক : গত সপ্তাহে মুম্বাইতে নীতা মুকেশ আম্বানী কালচারাল সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ছিল এলাহি আয়োজন। দু’দিন ব্যাপী অনুষ্ঠানে নজর কাড়ে একাধিক বলিউড তারকার পারফরম্যান্স। শাহরুখ খান থেকে শুরু করে রণবীর কপূর, বরুণ ধওয়ান, আলিয়া ভাট- সকলেই পা মেলালেন গানের ছন্দে। এসেছিলেন আন্তর্জাতিক সুপার মডেল জিজি হাদিদ, টম হল্যান্ড, জেনডায়া প্রমুখ। এই অনুষ্ঠানে এসেছিলেন হৃতিক রোশন। সঙ্গে ছিলেন বর্তমান বান্ধবী সাবা আজাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। যা দেখে ‘ওয়ার’ ছবির অভিনেতার অনুরাগীদের মত, প্রেমিক হলে তিনি যেন হৃতিকের মতোই নিবেদিতপ্রাণ মানুষ হন। কিন্তু কেন ?

আরোও পড়ুন। ঈদে শাকিব-বুবলীকে টেক্কা দেবেন অপু বিশ্বাস-জয় চৌধুরী

অনুষ্ঠানে তো অনেকেই এসেছিলেন। তা হলে হঠাৎ হৃতিক সম্পর্কেই এমন মন্তব্য কেন? আসলে ওই ছবিতে দেখা যাচ্ছে, হৃতিক সাবার জুতো জোড়া হাতে ধরে রয়েছেন। অনুষ্ঠানে স্টিলেটোজ় পরেছিলেন সাবা। কিন্তু ছবি তোলার জন্য সাবা হাই দিল জুতো খুলে ফেলেন। বান্ধবীকে সাহায্য করতেই এগিয়ে আসেন হৃতিক। অনুষ্ঠানে ফ্যাশন ডিজ়াইনার অমিত আগরওয়ালের তৈরি একটি কাস্টমমেড লাল রঙের শাড়ি গাউন পরেছিলেন সাবা। অমিতের সঙ্গেই তোলা ছবিতে দেখা যাচ্ছে, হৃতিকের হাতে রয়েছে সাবার জুতো। এই ছবি দেখার পরেই হৃতিকের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগী মহল। কেউ লিখেছেন, ‘বিশ্বাস হচ্ছে না, হৃতিক অন্য কারও জুতো ধরে দাঁড়িয়ে রয়েছেন।’কারও মতে, হৃতিক ভালোবাসতে জানেন। সাবা খুবই ভাগ্যবান যে, তাঁর জীবনে হৃতিকের মতো সুপারস্টার নন, একজন ভাল মানুষ এসেছেন। কারও মতে, তারকাদেরও পায়ে উঁচু হিল দেওয়া জুতো পরে ব্যথা হতে পারে। এর মধ্যে অন্য কোনো কারণ খোঁজার কারণ নেই। সূত্র : সমকাল
সুমি/হককথা