নিউইয়র্ক ০৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

এই সিনেমায় প্রথম ও শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৩০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
  • / ৬৩ বার পঠিত

জুহি চাওলা ও কাজল। আইএমডিবি

বিনোদন ডেস্ক : নব্বই দশকের আলোচিত অভিনেত্রী তাঁরা, তবে পর্দায় তাঁদের একসঙ্গে হাওয়া বিরল ঘটনাই বটে। দুজনেরই অভিনয় ক্যারিয়ার দীর্ঘ, তবে কেবল একবারই পর্দায় একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। এই দুই অভিনেত্রী কারা? আইএমডিবি, পিংকভিলা অবলম্বনে জেনে নেওয়া যাক বিস্তারিত।

১৯৯৭ সালের ২৮ নভেম্বর মুক্তি পায় ইন্দ্র কুমার পরিচালিত ‘ইশক’ সিনেমাটি। এক দিন আগেই ২৬ বছর পূর্ণ হয়েছে সিনেমাটি মুক্তির।

‘ইশক’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

নব্বই দশকের আলোচিত এই ছবি মুক্তির পর বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। তারকাবহুল এ ছবিতে দেখা যায় আমির খান, অজয় দেবগন, জুহি চাওলা ও কাজলকে।

এই সিনেমায় কাজল ও জুহি চাওয়াকে একসঙ্গে দেখা গেলেও পর্দার আর কখনোই একসঙ্গে দেখা যায়নি তাঁদের।

‘ইশক’ সিনেমার শুটিংয়ের ফাঁকে কাজল, অজয় দেবগন, জুহি চাওলা ও আমির খান। এক্স থেকে

‘ইশক’ ছবিতেই প্রথম ও শেষবার একসঙ্গে দেখা যায় তাঁদের।জনপ্রিয় এ সিনেমা আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। সেই কারণের সঙ্গেও জড়িয়ে আছে জুহি চাওলার নাম।

ইশক’ সিনেমায় আমির খান ও জুহি চাওলা। আইএমডিবি

এ ছবির পর আর কখনোই আমির খানের সঙ্গে কাজ করেননি জুহি। অথচ একসঙ্গে ‘কেয়ামত সে কেয়ামত তক’, ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’র মতো ব্যবসাসফল সিনেমার অংশ ছিলেন তাঁরা।

কাজল-অজয়ের জন্যও আরও একটি কারণে ‘ইশক’ সিনেমাটি স্মরণীয় হয়ে আছে। এ ছবির শুটিংয়ের সময়ই কাজলকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন অজয়।

‘ইশক’ সিনেমায় কাজল ও জুহি চাওলা। আইএমডিবি

‘ইশক’-এর একটি ছবি শেয়ার করে এক্সে কাজল লিখেছেন, ‘সুইজারল্যান্ডে শুটিংয়ের সময় এই ছবি তোলা হয়েছিল।’ স্ত্রীর বার্তাটি শেয়ার করে অজয় লিখেছেন, ‘এটিই কি সেই সিনেমা নয়, যখন তোমার আংটি দিয়ে তোমাকে প্রোপোজ করিনি?’ সূত্র : প্রথম আলো

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই সিনেমায় প্রথম ও শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের

প্রকাশের সময় : ০৫:৩০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক : নব্বই দশকের আলোচিত অভিনেত্রী তাঁরা, তবে পর্দায় তাঁদের একসঙ্গে হাওয়া বিরল ঘটনাই বটে। দুজনেরই অভিনয় ক্যারিয়ার দীর্ঘ, তবে কেবল একবারই পর্দায় একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। এই দুই অভিনেত্রী কারা? আইএমডিবি, পিংকভিলা অবলম্বনে জেনে নেওয়া যাক বিস্তারিত।

১৯৯৭ সালের ২৮ নভেম্বর মুক্তি পায় ইন্দ্র কুমার পরিচালিত ‘ইশক’ সিনেমাটি। এক দিন আগেই ২৬ বছর পূর্ণ হয়েছে সিনেমাটি মুক্তির।

‘ইশক’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

নব্বই দশকের আলোচিত এই ছবি মুক্তির পর বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। তারকাবহুল এ ছবিতে দেখা যায় আমির খান, অজয় দেবগন, জুহি চাওলা ও কাজলকে।

এই সিনেমায় কাজল ও জুহি চাওয়াকে একসঙ্গে দেখা গেলেও পর্দার আর কখনোই একসঙ্গে দেখা যায়নি তাঁদের।

‘ইশক’ সিনেমার শুটিংয়ের ফাঁকে কাজল, অজয় দেবগন, জুহি চাওলা ও আমির খান। এক্স থেকে

‘ইশক’ ছবিতেই প্রথম ও শেষবার একসঙ্গে দেখা যায় তাঁদের।জনপ্রিয় এ সিনেমা আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। সেই কারণের সঙ্গেও জড়িয়ে আছে জুহি চাওলার নাম।

ইশক’ সিনেমায় আমির খান ও জুহি চাওলা। আইএমডিবি

এ ছবির পর আর কখনোই আমির খানের সঙ্গে কাজ করেননি জুহি। অথচ একসঙ্গে ‘কেয়ামত সে কেয়ামত তক’, ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’র মতো ব্যবসাসফল সিনেমার অংশ ছিলেন তাঁরা।

কাজল-অজয়ের জন্যও আরও একটি কারণে ‘ইশক’ সিনেমাটি স্মরণীয় হয়ে আছে। এ ছবির শুটিংয়ের সময়ই কাজলকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন অজয়।

‘ইশক’ সিনেমায় কাজল ও জুহি চাওলা। আইএমডিবি

‘ইশক’-এর একটি ছবি শেয়ার করে এক্সে কাজল লিখেছেন, ‘সুইজারল্যান্ডে শুটিংয়ের সময় এই ছবি তোলা হয়েছিল।’ স্ত্রীর বার্তাটি শেয়ার করে অজয় লিখেছেন, ‘এটিই কি সেই সিনেমা নয়, যখন তোমার আংটি দিয়ে তোমাকে প্রোপোজ করিনি?’ সূত্র : প্রথম আলো