নিউইয়র্ক ০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

উন্মুক্ত বক্ষখাঁজ! আগুন ছড়াচ্ছেন হিনা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:৪৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
  • / ৬৫ বার পঠিত

বিনোদন ডেস্ক : ভারতে ছোট পর্দার অভিনেত্রীদের মধ্যে হিনা খানের সাজপোশাক নিয়ে চর্চা লেগেই থাকে। ইনস্টাগ্রামে তার অনুগামীর সংখ্যা পাল্লা দিতে পারে যেকোনো বলিউড নায়িকাকেও। হিনা কি পরছেন, কেমন ভাবে চুল কাটছেন, কোন পোশাকের সাথে কোন গয়না পরছেন, কোন জুতো পরছেন-যাবতীয় খুঁটিনাটি তিনি মাঝেমাঝেই ইনস্টাগ্রামের মাধ্যমে জানিয়ে থাকেন।
সম্প্রতি ফের হিনার সাজপোশাক নজর কাড়ল তার ভক্তদের। ‘ইউকে এশিয়ান চলচ্চিত্র উৎসব ২০২২’ -এর সমাপ্তি অনুষ্ঠানে আইভরি রঙের অফ-শোল্ডার করসেট আর স্কার্টে সাজেন হিনা।
ভারতীয় পোশাকশিল্পী তরুণ তাহিলিয়ানির নকশা করা পোশাকে হিনার সেই লাস্যময়ী রূপ নজর কেড়েছে ভক্তদের। লন্ডনের রাস্তায় সেই পোশাক পরে একাধিক ফটোশ্যুট করেছেন হিনা। নিজের সাজপোশাকের ছবি ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করার পর নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গেছেন তিনি।
অফ-শোল্ডার করসেটে উন্মুক্ত বক্ষখাঁজ, সাথে মানানসই ফুলহাতা জ্যাকেট, সবুজ পাথর বসানো দুল আর মেসি পনিটেল। চড়া নয়, নুড মেকাপেই সাজেন তিনি। এই সাজে তাকে দেখে মুগ্ধ হয়েছেন তার অনুরাগীরাও। প্রিয় অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সবাই।
‘ইউকে এশিয়ান চলচ্চিত্র উৎসব ২০২২’-এ ‘লাইনস্’ ছবির জন্য ‘ট্রেলব্লেজার অব দ্য ইয়ার’ পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। লন্ডনের কাজ শেষ করেই কানে উড়ে যাবেন হিনা। আগামী দিনে নায়িকার সাজপোশাকে কি চমক থাকবে, এখন সে দিকেই তাকিয়ে রয়েছেন তার অনুগামীরা।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

উন্মুক্ত বক্ষখাঁজ! আগুন ছড়াচ্ছেন হিনা

প্রকাশের সময় : ০৬:৪৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২

বিনোদন ডেস্ক : ভারতে ছোট পর্দার অভিনেত্রীদের মধ্যে হিনা খানের সাজপোশাক নিয়ে চর্চা লেগেই থাকে। ইনস্টাগ্রামে তার অনুগামীর সংখ্যা পাল্লা দিতে পারে যেকোনো বলিউড নায়িকাকেও। হিনা কি পরছেন, কেমন ভাবে চুল কাটছেন, কোন পোশাকের সাথে কোন গয়না পরছেন, কোন জুতো পরছেন-যাবতীয় খুঁটিনাটি তিনি মাঝেমাঝেই ইনস্টাগ্রামের মাধ্যমে জানিয়ে থাকেন।
সম্প্রতি ফের হিনার সাজপোশাক নজর কাড়ল তার ভক্তদের। ‘ইউকে এশিয়ান চলচ্চিত্র উৎসব ২০২২’ -এর সমাপ্তি অনুষ্ঠানে আইভরি রঙের অফ-শোল্ডার করসেট আর স্কার্টে সাজেন হিনা।
ভারতীয় পোশাকশিল্পী তরুণ তাহিলিয়ানির নকশা করা পোশাকে হিনার সেই লাস্যময়ী রূপ নজর কেড়েছে ভক্তদের। লন্ডনের রাস্তায় সেই পোশাক পরে একাধিক ফটোশ্যুট করেছেন হিনা। নিজের সাজপোশাকের ছবি ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করার পর নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গেছেন তিনি।
অফ-শোল্ডার করসেটে উন্মুক্ত বক্ষখাঁজ, সাথে মানানসই ফুলহাতা জ্যাকেট, সবুজ পাথর বসানো দুল আর মেসি পনিটেল। চড়া নয়, নুড মেকাপেই সাজেন তিনি। এই সাজে তাকে দেখে মুগ্ধ হয়েছেন তার অনুরাগীরাও। প্রিয় অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সবাই।
‘ইউকে এশিয়ান চলচ্চিত্র উৎসব ২০২২’-এ ‘লাইনস্’ ছবির জন্য ‘ট্রেলব্লেজার অব দ্য ইয়ার’ পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। লন্ডনের কাজ শেষ করেই কানে উড়ে যাবেন হিনা। আগামী দিনে নায়িকার সাজপোশাকে কি চমক থাকবে, এখন সে দিকেই তাকিয়ে রয়েছেন তার অনুগামীরা।
হককথা/এমউএ