নিউইয়র্ক ১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

উত্তর আমেরিকার ১৫১ হলে ‘এমআর-৯’

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৪৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
  • / ৩৫ বার পঠিত

বিনোদন ডেস্ক : আগামীকাল মুক্তি পাচ্ছে ‘এমআর-৯’ ছবিটি। এ উপলক্ষে ২২শে আগস্ট সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন ‘এমআর-৯’ সিনেমার সংশ্লিষ্টরা। এদিন উপস্থিত ছিলেন ছবিটির অভিনয় শিল্পী এবিএম সুমন, আনিসুর রহমান মিলন, জেসিয়া, আলিশা ইসলাম, নির্মাতা আসিফ আকবর, চিত্রনাট্যকার নাজিম-উদ-দৌলা, প্রযোজক আব্দুল আজিজ, অভিনেতা-প্রযোজক নিকো ফস্টারসহ অনেকে। বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে ‘এমআর-৯’।

সেখানে ছবিটি পরিবেশন করছে স্বপ্ন স্কেয়ারক্রো। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, উত্তর আমেরিকার ১৫১টি সিনেমা হলে চলবে ছবিটি। অনুষ্ঠানে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, এরইমধ্যে ‘এমআর-৯’র ইংরেজি ভার্সন সেন্সর পেয়েছে। এটি দেশের সব সিনেপ্লেক্সে চলবে।

আর বাংলা ডাবিং করা অংশ যদি বৃহস্পতিবারের মধ্যে সেন্সর পাই, তবে সিঙ্গেল স্ক্রিনেও মুক্তি দেয়া হবে। তা না হলে বাংলা ভার্সনটি দ্বিতীয় সপ্তাহে আসবে। এই সিনেমায় এবিএম সুমন, নিকো ফস্টার ছাড়াও অভিনয় করেছেন সাক্ষী প্রধান, শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম, টাইগার রবি, মাইকেল জেই হোয়াইট, ম্যাট পাসমোর, ওলেগ প্রাডিউস, কেলি গ্রেসন, আলিশা প্রমুখ। ছবির সংগীত পরিচালনা করেছেন গ্র্যামিজয়ী ভারতীয় সংগীতশিল্পী রিকি কেজ। প্রযোজনায় জাজ মাল্টিমিডিয়া, আল ব্রাভো ফিল্মস ও চেজিং বাটারফ্লাইস পিকচার্স। সূত্র : মানবজিমন
সুমি/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

উত্তর আমেরিকার ১৫১ হলে ‘এমআর-৯’

প্রকাশের সময় : ১২:৪৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩

বিনোদন ডেস্ক : আগামীকাল মুক্তি পাচ্ছে ‘এমআর-৯’ ছবিটি। এ উপলক্ষে ২২শে আগস্ট সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন ‘এমআর-৯’ সিনেমার সংশ্লিষ্টরা। এদিন উপস্থিত ছিলেন ছবিটির অভিনয় শিল্পী এবিএম সুমন, আনিসুর রহমান মিলন, জেসিয়া, আলিশা ইসলাম, নির্মাতা আসিফ আকবর, চিত্রনাট্যকার নাজিম-উদ-দৌলা, প্রযোজক আব্দুল আজিজ, অভিনেতা-প্রযোজক নিকো ফস্টারসহ অনেকে। বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে ‘এমআর-৯’।

সেখানে ছবিটি পরিবেশন করছে স্বপ্ন স্কেয়ারক্রো। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, উত্তর আমেরিকার ১৫১টি সিনেমা হলে চলবে ছবিটি। অনুষ্ঠানে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, এরইমধ্যে ‘এমআর-৯’র ইংরেজি ভার্সন সেন্সর পেয়েছে। এটি দেশের সব সিনেপ্লেক্সে চলবে।

আর বাংলা ডাবিং করা অংশ যদি বৃহস্পতিবারের মধ্যে সেন্সর পাই, তবে সিঙ্গেল স্ক্রিনেও মুক্তি দেয়া হবে। তা না হলে বাংলা ভার্সনটি দ্বিতীয় সপ্তাহে আসবে। এই সিনেমায় এবিএম সুমন, নিকো ফস্টার ছাড়াও অভিনয় করেছেন সাক্ষী প্রধান, শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম, টাইগার রবি, মাইকেল জেই হোয়াইট, ম্যাট পাসমোর, ওলেগ প্রাডিউস, কেলি গ্রেসন, আলিশা প্রমুখ। ছবির সংগীত পরিচালনা করেছেন গ্র্যামিজয়ী ভারতীয় সংগীতশিল্পী রিকি কেজ। প্রযোজনায় জাজ মাল্টিমিডিয়া, আল ব্রাভো ফিল্মস ও চেজিং বাটারফ্লাইস পিকচার্স। সূত্র : মানবজিমন
সুমি/হককথা