নিউইয়র্ক ০৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ঈদে শাকিব-বুবলীকে টেক্কা দেবেন অপু বিশ্বাস-জয় চৌধুরী

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:৫৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
  • / ৪৯ বার পঠিত

জয়-অপু ও শাকিব-বুবলী

বিনোদন ডেস্ক : এবারের ঈদে শাকিব-বুবলীর ‌‘লিডার : আমিই বাংলাদেশ’ মুক্তি পেতে যাচ্ছে। ইতিমধ্যে সব প্রস্তুতি নেওয়া সম্পন্ন। বিষয়টি কালের কণ্ঠকে পরিচালক তপু খান নিশ্চিত করেছেন। এদিকে জানা গেল আরেক নতুন খবর। এই ঈদেই মুক্তি পেতে যাচ্ছে জয় চৌধুরী ও অপু বিশ্বাসের ‘প্রেম প্রীতি বন্ধন’ সিনেমাটি। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন অভিনেতা জয় চৌধুরী।

অর্থাৎ এবারের ঈদে শাকিব-বুবলী জুটি মুখোমুখি হচ্ছে জয় চৌধুরী-অপু বিশ্বাস জুটির। স্বাভাবিকভাবেই চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন উঠেছে শাকিব-বুবলীকে টেক্কা দেবেন জয়-অপু। জয় চৌধুরী বলেন, ‘‘আসছে রোজার ঈদে আমার ও অপু বিশ্বাসের ‘প্রেম প্রীতি বন্ধন’ সিনেমাটি মুক্তি পাবে। ঈদে সিনেমা মুক্তি যেকোনো নায়ক বা শিল্পীর জন্য স্পেশাল। আমার খুবই আনন্দ হচ্ছে। অনেক প্রতিযোগিতা হবে ঈদে। অনেক সিনেমা আসবে। আশা করছি আমাদের সিনেমাটি উপভোগ করবেন দর্শক।’’

আরোও পড়ুন । মৌ বলবেন জীবনের কথা

জানা গেছে, সেন্সর হয়েছে গত সপ্তাহে। এরই মধ্যে সিনেমার হল বুকিং শুরু হয়ে গেছে। প্রায় ২০টির মতো হল চূড়ান্ত হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার বড় বড় হলে চলবে সিনেমাগুলো। পাশাপাশি ৩৫ জেলার শিলকলা একাডেমিতেও ছবিটি প্রদর্শিত হবে ‘প্রেম প্রীতি বন্ধন’। ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবিটি পরিচালনা করছেন সোলায়মান আলী লেবু। অপু-জয় ছাড়াও এতে অভিনয় করেছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।

এদিকে শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লিডার : আমিই বাংলাদেশ’ মুক্তি পেতে যাচ্ছে। নির্মাতা তপু খানের এটা অভিষেক সিনেমা। যদিও শোনা গিয়েছিল শাকিব খানের ‘আগুন’ সিনেমাও মুক্তি পেতে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত আর সেটি মুক্তি পাচ্ছে না। এখন ‘লিডার : আমিই বাংলাদেশ’-এর প্রতিপক্ষ ‘প্রেম প্রীতি বন্ধন’।

সূত্র : কালের কণ্ঠ

বেলী / হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ঈদে শাকিব-বুবলীকে টেক্কা দেবেন অপু বিশ্বাস-জয় চৌধুরী

প্রকাশের সময় : ০১:৫৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩

বিনোদন ডেস্ক : এবারের ঈদে শাকিব-বুবলীর ‌‘লিডার : আমিই বাংলাদেশ’ মুক্তি পেতে যাচ্ছে। ইতিমধ্যে সব প্রস্তুতি নেওয়া সম্পন্ন। বিষয়টি কালের কণ্ঠকে পরিচালক তপু খান নিশ্চিত করেছেন। এদিকে জানা গেল আরেক নতুন খবর। এই ঈদেই মুক্তি পেতে যাচ্ছে জয় চৌধুরী ও অপু বিশ্বাসের ‘প্রেম প্রীতি বন্ধন’ সিনেমাটি। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন অভিনেতা জয় চৌধুরী।

অর্থাৎ এবারের ঈদে শাকিব-বুবলী জুটি মুখোমুখি হচ্ছে জয় চৌধুরী-অপু বিশ্বাস জুটির। স্বাভাবিকভাবেই চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন উঠেছে শাকিব-বুবলীকে টেক্কা দেবেন জয়-অপু। জয় চৌধুরী বলেন, ‘‘আসছে রোজার ঈদে আমার ও অপু বিশ্বাসের ‘প্রেম প্রীতি বন্ধন’ সিনেমাটি মুক্তি পাবে। ঈদে সিনেমা মুক্তি যেকোনো নায়ক বা শিল্পীর জন্য স্পেশাল। আমার খুবই আনন্দ হচ্ছে। অনেক প্রতিযোগিতা হবে ঈদে। অনেক সিনেমা আসবে। আশা করছি আমাদের সিনেমাটি উপভোগ করবেন দর্শক।’’

আরোও পড়ুন । মৌ বলবেন জীবনের কথা

জানা গেছে, সেন্সর হয়েছে গত সপ্তাহে। এরই মধ্যে সিনেমার হল বুকিং শুরু হয়ে গেছে। প্রায় ২০টির মতো হল চূড়ান্ত হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার বড় বড় হলে চলবে সিনেমাগুলো। পাশাপাশি ৩৫ জেলার শিলকলা একাডেমিতেও ছবিটি প্রদর্শিত হবে ‘প্রেম প্রীতি বন্ধন’। ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবিটি পরিচালনা করছেন সোলায়মান আলী লেবু। অপু-জয় ছাড়াও এতে অভিনয় করেছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।

এদিকে শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লিডার : আমিই বাংলাদেশ’ মুক্তি পেতে যাচ্ছে। নির্মাতা তপু খানের এটা অভিষেক সিনেমা। যদিও শোনা গিয়েছিল শাকিব খানের ‘আগুন’ সিনেমাও মুক্তি পেতে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত আর সেটি মুক্তি পাচ্ছে না। এখন ‘লিডার : আমিই বাংলাদেশ’-এর প্রতিপক্ষ ‘প্রেম প্রীতি বন্ধন’।

সূত্র : কালের কণ্ঠ

বেলী / হককথা