বিজ্ঞাপন :
ঈদে মমর ‘ওলট পালট’

রিপোর্ট:
- প্রকাশের সময় : ১২:৩১:২১ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
- / ১২০ বার পঠিত
বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। নিয়মিত অভিনয় করছেন টিভি নাটক ও ওটিটিতে। সম্প্রতি ঈদের জন্য নির্মিত একটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি। নাটকের নাম ‘ওলট পালট’। কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের গল্পে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করছেন আবুল হায়াত।
আরোও পড়ুন । পূজার ‘জ্বীন’ একা দেখতে পারলে লাখ টাকা পুরস্কার!
এতে অভিনয় প্রসঙ্গে মম বলেন, ‘দারুণ একটি গল্প। নাটকের সব চরিত্র অসাধারণ। অভিনয় করে বেশ ভালো লেগেছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’ নাটকটি চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন। এদিকে মম অভিনীত জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’-এর দ্বিতীয় সিক্যুয়াল এবারের ঈদে প্রচার হবে। সূত্র : যুগান্তর
বেলী / হককথা