নিউইয়র্ক ০৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইমরান-প্রভাকে নিয়ে নতুন গুঞ্জন!

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:১১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
  • / ৩৪ বার পঠিত

বিনোদন ডেস্ক : শোবিজ অঙ্গনে নতুন গুঞ্জন— অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন হালের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল।

যদিও বিষয়টি স্রেফ গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন এ দুই তারকা।কিন্তু তাতে গুঞ্জন থামার কোনো জো নেই। এর জন্য অবশ্য তারা দুজনেই দায়ী। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে তাদের অন্তরঙ্গ মুহূর্তের কয়েকটি ছবি ও কথোপকথন গুঞ্জনের পালে আরও হাওয়া বইয়ে দিয়েছে।যদিও এমন সব পোস্টের বিষয়ে অভিনেত্রী প্রভার দাবি, শুধুই বন্ধুত্ব।নতুন বছরের প্রথম দিন থেকেই ইনস্টাগ্রামে একাধিক ছবি আপলোড করেছেন প্রভা, যার কয়েকটি ইমরানের সঙ্গে।

একটি পোস্টে প্রভা লিখেছিলেন— ‘অ্যাজ লং অ্যাজ ইউ কিপ ফেইথ ইনশাআল্লাহ, নো ইভিল ক্যান চাট ইউর হার্ট অ্যান্ড নো সরো ক্যান রিউন ইয়োর ডে। মে ইয়োর লাইফ বি ফিল্ড উইথ জয় অ্যান্ড হ্যাপিনেস। মাহমুদুল হক ইমরান, থ্যাংকস ফর দ্য ক্লিক।’ মন্তব্যের ঘরে ইমরান লিখেছেন— লুকিং মাশাআল্লাহ। মাই বিউটিফুল অ্যাঞ্জেল। তার নিচেই প্রভা লিখেছেন, থ্যাংক ইউ বাচ্চা।এমন রোমান্টিকতা ছড়ানো পোস্ট দিয়েছেন ইমরানও।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ইমরান শেয়ার করেছেন প্রভার সঙ্গে একটি ছবি। ক্যাপশনে লিখেছেন— ‘মাই ফ্রাইডে হ্যাপিনেস।’ ইমরানের স্টোরি পাল্টা শেয়ার করেছেন প্রভা। তিনি লিখেছেন— ‘ওকে। কিন্তু তুমি এত কিউট কেন? সেটি বলো।’ এভাবেই বেশ কিছু ছবিতে প্রভাকে ‘অ্যাঞ্জেল’ ‘প্রভামণি’, ‘আমার গর্জিয়াস’ বলে সম্বোধন করেছেন ইমরান।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে— তা হলে কি গায়কের প্রেমে মজেছেন অভিনেত্রী প্রভা?

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইমরান-প্রভাকে নিয়ে নতুন গুঞ্জন!

প্রকাশের সময় : ০৬:১১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২

বিনোদন ডেস্ক : শোবিজ অঙ্গনে নতুন গুঞ্জন— অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন হালের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল।

যদিও বিষয়টি স্রেফ গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন এ দুই তারকা।কিন্তু তাতে গুঞ্জন থামার কোনো জো নেই। এর জন্য অবশ্য তারা দুজনেই দায়ী। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে তাদের অন্তরঙ্গ মুহূর্তের কয়েকটি ছবি ও কথোপকথন গুঞ্জনের পালে আরও হাওয়া বইয়ে দিয়েছে।যদিও এমন সব পোস্টের বিষয়ে অভিনেত্রী প্রভার দাবি, শুধুই বন্ধুত্ব।নতুন বছরের প্রথম দিন থেকেই ইনস্টাগ্রামে একাধিক ছবি আপলোড করেছেন প্রভা, যার কয়েকটি ইমরানের সঙ্গে।

একটি পোস্টে প্রভা লিখেছিলেন— ‘অ্যাজ লং অ্যাজ ইউ কিপ ফেইথ ইনশাআল্লাহ, নো ইভিল ক্যান চাট ইউর হার্ট অ্যান্ড নো সরো ক্যান রিউন ইয়োর ডে। মে ইয়োর লাইফ বি ফিল্ড উইথ জয় অ্যান্ড হ্যাপিনেস। মাহমুদুল হক ইমরান, থ্যাংকস ফর দ্য ক্লিক।’ মন্তব্যের ঘরে ইমরান লিখেছেন— লুকিং মাশাআল্লাহ। মাই বিউটিফুল অ্যাঞ্জেল। তার নিচেই প্রভা লিখেছেন, থ্যাংক ইউ বাচ্চা।এমন রোমান্টিকতা ছড়ানো পোস্ট দিয়েছেন ইমরানও।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ইমরান শেয়ার করেছেন প্রভার সঙ্গে একটি ছবি। ক্যাপশনে লিখেছেন— ‘মাই ফ্রাইডে হ্যাপিনেস।’ ইমরানের স্টোরি পাল্টা শেয়ার করেছেন প্রভা। তিনি লিখেছেন— ‘ওকে। কিন্তু তুমি এত কিউট কেন? সেটি বলো।’ এভাবেই বেশ কিছু ছবিতে প্রভাকে ‘অ্যাঞ্জেল’ ‘প্রভামণি’, ‘আমার গর্জিয়াস’ বলে সম্বোধন করেছেন ইমরান।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে— তা হলে কি গায়কের প্রেমে মজেছেন অভিনেত্রী প্রভা?