আল্লু অর্জুনের বাড়িতে হামলা-ভাঙচুর, তারপর যা ঘটল
- প্রকাশের সময় : ০৫:৪২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
- / ১৮ বার পঠিত
‘পুষ্পা ২’ শুধু সফলতাই দেয়নি আল্লু অর্জুনকে, দিয়েছে বিড়ম্বনাও। এরইমধ্যে জেলে যেতে হয়েছে। শোনা যাচ্ছে ফের নাকি হাতকড়া ঘাড়ের ওপর গরম নিশ্বাস ফেলছে। এরই মধ্যে আল্লুর বাড়িতে চালানো হল হামলা। সেই সঙ্গে করা হয়েছে ভাঙচুর। এ ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে আল্লু অর্জুনের বাড়িতে হামলার ভিডিও। সেখানে দেখা যায়, একদল মানুষ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন। কেউ বা আবার বাড়ির পাঁচিলে উঠে ঢিল ছুঁড়ছেন ভেতরে। অভিনেতার বাড়িতে ভাঙচুর হওয়ার খবর পেয়েই তৎক্ষণাৎ ছুটে যায় স্থানীয় পুলিশ। ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের প্যানেলের সদস্যরাই এই হামলা চালিয়েছে।
রবিবার হায়দরাবাদে আল্লু অর্জুনের জুবিলি হিলসের বাসভবনে বিক্ষোভকারীরা ভাঙচুর চালানোর পরে অভিনেতার বাবা আল্লু অরবিন্দ ভারতীয় গণমাধ্যমকে জানান, যারা তার বাড়িতে হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বাড়িতে হামলার সময় তড়িঘড়ি করে পরিবারের দুই সদস্যের সঙ্গে সন্তানদের নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দিয়েছেন আল্লু। সেই ভিডিও ইতোমধ্যেই ভাইরাল। দেখা যায়, আল্লুর কন্যা আরহা একরাশ চিন্তা নিয়ে গাড়িতে চুপটি করে বসে রয়েছে। ছেলে আরহানও তাই। দুই সন্তানকে বাবা-মার কাছে পাঠিয়ে দিয়েছেন আল্লু অর্জুন।
আল্লু অরবিন্দ বলেন, ‘আজ আমাদের বাড়িতে কী ঘটেছে তা সবাই দেখেছেন। তবে সময় এসেছে সে অনুযায়ী কাজ করার। এখন আমাদের কোনো বিষয়ে প্রতিক্রিয়া জানানোর সঠিক সময় নয়। পুলিশ দোষীদের ধরে নিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এখানে কেউ গোলমাল করতে এলে পুলিশ তাকে ধরে নিয়ে যেতে প্রস্তুত। এ ধরনের ঘটনাকে কারও প্রশ্রয় দেওয়া উচিত নয়।’
প্রসঙ্গত, বাণিজ্য ওয়েবসাইট, স্যাকনিল্ক অনুসারে, পুষ্পা ২ তৃতীয় সপ্তাহান্তে দারুণ ব্যবসা উপহার দিয়েছে। তৃতীয় সপ্তাহান্তে ৭২.৩ কোটি টাকা আয় করার গর্ব করতে পারে এমন কয়টি চলচ্চিত্র? পুষ্পা ২ সপ্তাহান্তে শক্তি থেকে শক্তিতে বেড়েছে কারণ এটি রবিবার ৩৩.২৫ কোটি টাকা, শনিবার ২৪.৭৫ কোটি টাকা এবং শুক্রবার ১৪.৩ কোটি টাকা আয় করেছে। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস