‘আর চুপ করে বসে থাকলে চলবে না’

- প্রকাশের সময় : ০৩:৫৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / ৫৩ বার পঠিত
বিনোদন ডেস্ক : রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের ফলে বিশ্ব বাজারে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী। রোজই দাম বাড়ছে জ্বালানি, খাবার ও ওষুধপত্রের। একে যুদ্ধ ও তার উপর নিত্যপ্রয়োজনীয় জিনিসের চড়া দাম। বেঁচে থাকাই যেন কঠিন হয়ে পড়েছে উদ্বাস্তুদের জন্য।
যুদ্ধে পরিজন হারানো, শেষ সম্বলটুকু হারানো মানুষদের সংকটের কথা ভেবে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করে বিশ্ব নেতাদের মানবিক হওয়ার জন্য আবেদন জানান তিনি। প্রিয়াঙ্কা বলেন, দয়া করে উদ্বাস্তুদের পাশে দাঁড়ান।
ভিডিওতে তিনি বলেছেন, ‘উদ্বাস্তুরা অসহায়। অনিশ্চয়তায় তাদের ভবিষ্যৎ। বিশ্ব নেতাদের কাছে আবেদন, সব ভেদাভেদ, সব রাজনীতি ভুলে এই সর্বহারা মানুষদের পাশে দাঁড়ান। আমাদের সবার উদ্বাস্তুদের পাশে দাঁড়ানো উচিত। যারা উদ্বাস্তুদের জন্য কাজ করছেন, তাদের সাথে হাত মিলিয়ে কাজ করা উচিত।’
এই ভিডিও আপলোড করে ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আমাদের আর চুপ করে বসে থাকলে চলবে না।’
হককথা/এমউএ