নিউইয়র্ক ০৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আমেরিকায় চাকরি করছেন অভিনেত্রী বন্যা মির্জা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:৪২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
  • / ৪২ বার পঠিত

বিনোদন ডেস্ক : নাটকের এক সময়ের ব্যস্ত অভিনেত্রী বন্যা মির্জা আমেরিকায় স্থায়ী বসবাস করার সিদ্ধান্ত নিয়েছেন বেশ আগেই। সে লক্ষ্যে দেশটিতে অবস্থান করছেন গত বছর থেকে। পাশাপাশি আমেরিকায় বর্তমানে তিনি একটি করপোরেট প্রতিষ্ঠানে চাকরি করছেন। আমেরিকায় যাওয়ার আগে এ অভিনেত্রী একটি অনলাইন গণমাধ্যমের মার্কেটিং বিভাগে চাকরি করেছেন। তবে আমেরিকায় স্থায়ী হচ্ছেন কিনা এ বিষয়টি নিয়ে এখনো পরিষ্কার কিছু বলেননি তিনি।

এ প্রসঙ্গে বন্যা মির্জা বলেন, ‘আমেরিকায় তো বসে থাকার সুযোগ নেই। এখানে কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে হয়। কারণ জীবনযাপন ব্যয় অনেক বেশি। আমি এখানে আসার পর থেকেই চাকরি করছি। ভালোই লাগছে। চলতি বছর দেশে ফেরার কথা ভাবছি। কারণ বিদেশে থাকলে দেশের টান অনুভব করা যায়। সবার কাছে দোয়া চাই, যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারি।’

এ অভিনেত্রী প্রতি বছরই দেশে আসছেন, অভিনয়ও করছেন। টিভি নাটকে তাকে অভিনয়ে দেখা না গেলেও মঞ্চ নাটকে তার উপস্থিতি রয়েছে। ঢাকার নাট্যদল দেশ নাটকের নিয়মিত অভিনয়শিল্পী বন্যা। এ দলের নতুন প্রযোজনা ‘জলবাসর’ নাটকে অভিনয় করেন তিনি। অবশ্য সম্প্রতি তাকে ছাড়াই নাটকটির একটি প্রদর্শনী হয়েছে। তবে নাটকের কেন্দ্রীয় একটি চরিত্রে বন্যা মির্জাই এতদিন অভিনয় করেছেন। এ ছাড়া দেশ নাটকের অন্যান্য নাটকেও তিনি অভিনয় করতেন নিয়মিত।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আমেরিকায় চাকরি করছেন অভিনেত্রী বন্যা মির্জা

প্রকাশের সময় : ০২:৪২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২

বিনোদন ডেস্ক : নাটকের এক সময়ের ব্যস্ত অভিনেত্রী বন্যা মির্জা আমেরিকায় স্থায়ী বসবাস করার সিদ্ধান্ত নিয়েছেন বেশ আগেই। সে লক্ষ্যে দেশটিতে অবস্থান করছেন গত বছর থেকে। পাশাপাশি আমেরিকায় বর্তমানে তিনি একটি করপোরেট প্রতিষ্ঠানে চাকরি করছেন। আমেরিকায় যাওয়ার আগে এ অভিনেত্রী একটি অনলাইন গণমাধ্যমের মার্কেটিং বিভাগে চাকরি করেছেন। তবে আমেরিকায় স্থায়ী হচ্ছেন কিনা এ বিষয়টি নিয়ে এখনো পরিষ্কার কিছু বলেননি তিনি।

এ প্রসঙ্গে বন্যা মির্জা বলেন, ‘আমেরিকায় তো বসে থাকার সুযোগ নেই। এখানে কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে হয়। কারণ জীবনযাপন ব্যয় অনেক বেশি। আমি এখানে আসার পর থেকেই চাকরি করছি। ভালোই লাগছে। চলতি বছর দেশে ফেরার কথা ভাবছি। কারণ বিদেশে থাকলে দেশের টান অনুভব করা যায়। সবার কাছে দোয়া চাই, যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারি।’

এ অভিনেত্রী প্রতি বছরই দেশে আসছেন, অভিনয়ও করছেন। টিভি নাটকে তাকে অভিনয়ে দেখা না গেলেও মঞ্চ নাটকে তার উপস্থিতি রয়েছে। ঢাকার নাট্যদল দেশ নাটকের নিয়মিত অভিনয়শিল্পী বন্যা। এ দলের নতুন প্রযোজনা ‘জলবাসর’ নাটকে অভিনয় করেন তিনি। অবশ্য সম্প্রতি তাকে ছাড়াই নাটকটির একটি প্রদর্শনী হয়েছে। তবে নাটকের কেন্দ্রীয় একটি চরিত্রে বন্যা মির্জাই এতদিন অভিনয় করেছেন। এ ছাড়া দেশ নাটকের অন্যান্য নাটকেও তিনি অভিনয় করতেন নিয়মিত।
হককথা/এমউএ