নিউইয়র্ক ০৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আমার নাম মাইকেল, হৃতিকের রুমে এসে বলেছিলেন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:১৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
  • / ৫৪ বার পঠিত

বিনোদন ডেস্ক : সেই এক পল কা জিনায় শুরু। তখন থেকেই তার নাচের ভক্ত পুরো বলিউড, অনুরাগীরা তো বটেই! আর হৃতিক রোশন নিজে অবশ্য ছোটবেলা থেকেই মাইকেল জ্যাকসনের ভক্ত। তার নাচকেই অনুপ্রেরণা হিসেবে বরাবর ভেবে এসেছেন ডুগ্গু

কিন্তু জানতেন কি, ভক্তের সঙ্গে নিজে এসে দেখা করেছিলেন মাইকেল জ্যাকসন স্বয়ং। যে ঘটনা আজও আপ্লুত করে রেখেছে হৃতিককে।

সময়টা ২০০৮ সাল। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হৃতিকের ‘কাইটস’ ছবির শ্যুটিং চলছে। একটি বাড়িতে শ্যুট চলাকালীন হৃতিক ও তার বাবা রাকেশ রোশন জানতে পারেন, একই বাড়িতে শ্যুটিংয়ে এসেছেন মাইকেল জ্যাকসন।

হৃতিক ও রাকেশ বাড়ির মালিককে অনুরোধ জানান, জ্যাকসনের সঙ্গে একটি বার দেখা করিয়ে দেওয়ার জন্য।

কিন্তু অবাক কাণ্ড! প্রথমে একদল দেহরক্ষী হুড়মুড়িয়ে ঢুকে পড়লেন হৃতিকের রুমে। আর তারপরেই খোদ মাইকেল জ্যাকসন! হতভম্ব নায়ক ও নায়িকা বারবার মোরির দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন, ‘আমার নাম মাইকেল।’ বেশ কিছুক্ষণ কথাবার্তাও হয় তাদের। আপ্লুত হয়ে পড়েন বলিউডের জনপ্রিয় অভিনেতা।

ওই সময়ে হৃতিকের বাবাও সেখানে উপস্থিত ছিলেন।

পরবর্তীকালে সংবাদমাধ্যমের সঙ্গে এই ঘটনা ভাগ করে নিয়ে হৃতিক বলেছিলেন, ‘ আমি ছোটবেলা থেকেই মাইকেল জ্যাকসনের ভক্ত। ভাবতেই পারিনি ওমন বড় মাপের একজন মানুষ নিজেই আমার ঘরে এসে উপস্থিত হবেন। এই ঘটনা সারা জীবনের জন্য আমার স্মৃতিতে লেখা হয়ে গেছে।
হককথা / এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আমার নাম মাইকেল, হৃতিকের রুমে এসে বলেছিলেন

প্রকাশের সময় : ১২:১৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২

বিনোদন ডেস্ক : সেই এক পল কা জিনায় শুরু। তখন থেকেই তার নাচের ভক্ত পুরো বলিউড, অনুরাগীরা তো বটেই! আর হৃতিক রোশন নিজে অবশ্য ছোটবেলা থেকেই মাইকেল জ্যাকসনের ভক্ত। তার নাচকেই অনুপ্রেরণা হিসেবে বরাবর ভেবে এসেছেন ডুগ্গু

কিন্তু জানতেন কি, ভক্তের সঙ্গে নিজে এসে দেখা করেছিলেন মাইকেল জ্যাকসন স্বয়ং। যে ঘটনা আজও আপ্লুত করে রেখেছে হৃতিককে।

সময়টা ২০০৮ সাল। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হৃতিকের ‘কাইটস’ ছবির শ্যুটিং চলছে। একটি বাড়িতে শ্যুট চলাকালীন হৃতিক ও তার বাবা রাকেশ রোশন জানতে পারেন, একই বাড়িতে শ্যুটিংয়ে এসেছেন মাইকেল জ্যাকসন।

হৃতিক ও রাকেশ বাড়ির মালিককে অনুরোধ জানান, জ্যাকসনের সঙ্গে একটি বার দেখা করিয়ে দেওয়ার জন্য।

কিন্তু অবাক কাণ্ড! প্রথমে একদল দেহরক্ষী হুড়মুড়িয়ে ঢুকে পড়লেন হৃতিকের রুমে। আর তারপরেই খোদ মাইকেল জ্যাকসন! হতভম্ব নায়ক ও নায়িকা বারবার মোরির দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন, ‘আমার নাম মাইকেল।’ বেশ কিছুক্ষণ কথাবার্তাও হয় তাদের। আপ্লুত হয়ে পড়েন বলিউডের জনপ্রিয় অভিনেতা।

ওই সময়ে হৃতিকের বাবাও সেখানে উপস্থিত ছিলেন।

পরবর্তীকালে সংবাদমাধ্যমের সঙ্গে এই ঘটনা ভাগ করে নিয়ে হৃতিক বলেছিলেন, ‘ আমি ছোটবেলা থেকেই মাইকেল জ্যাকসনের ভক্ত। ভাবতেই পারিনি ওমন বড় মাপের একজন মানুষ নিজেই আমার ঘরে এসে উপস্থিত হবেন। এই ঘটনা সারা জীবনের জন্য আমার স্মৃতিতে লেখা হয়ে গেছে।
হককথা / এমউএ