আবার কী কাছাকাছি সুস্মিতা ও রোহমান

- প্রকাশের সময় : ১২:২৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / ২১ বার পঠিত
বিনোদন ডেস্ক : তিন বছরের সম্পর্কে ইতি টেনেছিলেন মাসখানেক আগে। আবার একসঙ্গে দেখা গেল রোহমান শল ও সুস্মিতা সেনকে। দুইজনকে সুস্মিতার বাড়ির তলায় একসঙ্গে দেখা গিয়েছে।
গত ২৩ ডিসেম্বর সুস্মিতা তার সঙ্গে রোহমানের একটি ছবি দিয়ে ইনস্টাগ্রামে লেখেন, ‘আমরা শুরু করেছিলাম বন্ধু হিসেবে। আমরা বন্ধুই থাকব। সম্পর্ক অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু প্রেম রয়ে গিয়েছে।’
শেষে অনুরাগীদের উদ্দেশে ভালবাসা জানিয়ে ‘দুগ্গা দুগ্গা’ ধ্বনি তুলেছিলেন বঙ্গতনয়া।
সূত্রের মারফত জানা গেছে, সাবেক যুগলকে বলি অভিনেত্রীর বাড়ির তলায় আধ ঘণ্টা কথা বলতে দেখা যায়। তারপরে রোহমান সাবেক বিশ্বসুন্দরীর বাড়িতে প্রবেশ করেন। কয়েক ঘণ্টা ধরে সেখানে থাকার পরে দুইজনে মিলে গাড়ি করে বেরিয়ে যান।
সুস্মিতার দুই দত্তক মেয়ে রেনে ও আলিশার সঙ্গে রোহমানের সম্পর্ক খুবই ভাল। সুস্মিতার পরিবারের সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে রোহমানের। সূত্রের দাবি, এই সম্পর্ক কোনও দিনও নষ্ট হবে না।
কিন্তু প্রশ্ন হলো, সাবেক যুগল একসঙ্গে সময় কাটাচ্ছেন নিজেদের সময় দেওয়ার জন্য। আবার কি এক হবেন তারা।
হককথা/এমউএ