আবারও ওয়েব সিরিজে প্রধান চরিত্রে চঞ্চল চৌধুরী

- প্রকাশের সময় : ০২:৫৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
- / ১২৫ বার পঠিত
বিনোদন ডেস্ক : টিভি নাটক, সিনেমা ও ওয়েব সিরিজ তিন মাধ্যমেই জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। মনপুরা সিনেমার সোনাই, আয়নাবাজির আয়না ও দেবীর মিসির আলী দর্শকের কাছে দারুণ সাড়া ফেলে। সাম্প্রতিক সময়ে ওটিটিতেও ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। ‘তাকদীর’ ওয়েব সিরিজ দিয়ে দুই বাংলায় বেশ প্রশংসা পেয়েছেন তিনি। আবারও নতুন ওয়েব সিরিজ নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি।
জানা গেছে, ‘কারাগার’ শিরোনামে নতুন একটি ওয়েব সিরিজ নির্মাণ করছেন ‘তাকদীর’র পরিচালক সৈয়দ আহমেদ শাওকী। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। ‘তাকদীর’ এর সাফল্যে ধারাবাহিকতা রক্ষা করে আবারও একইসঙ্গে কাজ করছেন চঞ্চল ও সৈয়দ আহমেদ শাওকী।
‘কারাগার’- এ অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ‘মনপুরা’র অভিনেতা নিজেই। তিনি বলেন, ‘আপাতত মাথায় ‘কারাগার’ ঘুরছে। শুটিংয়ের আগে নিজেকে প্রস্তুত করছি। আশা করছি দর্শক উপভোগ করবেন এমন একটি ওয়েব সিরিজ হবে ‘কারাগার’।’
তিনি আরও বলেন, ‘পরিচালক শাওকী খুব যত্ন নিয়ে কাজ করে। নির্মাতা আর অভিনেতা যার যার কাজ সততার সঙ্গে করলে দর্শকের মন কাড়বেই। তাই আমি দর্শকদের কাছে নিজেকে উপস্থাপনের ক্ষেত্রে খুব সচেতন থাকার চেষ্টা করি।’
জানা গেছে, এই বছরের শেষে দিকে ‘কারাগার’ ভারতীয় ওটিটি প্লাটফর্ম ‘হইচই’ মুক্তি দেবে। এছাড়াও এবার ঈদের জন্য কিছু নাটকে অভিনয় করছেন চঞ্চল।
হককথা/এমউএ