নিউইয়র্ক ১২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আড়াই বছর বয়সে আমি অভিনয় শুরু করি : অপি করিম

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:০৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
  • / ৬২ বার পঠিত

বিনোদন ডেস্ক :  জনপ্রিয় অভিনেত্রী অপি করিম বলেছেন, আমি যখন অভিনয় শুরু করি তখন আমার বয়স আড়াই বছর। কঞ্জারভেটিভ পরিবার থেকে আমি এসেছি। সব পোশাক পরার অনুমতি পেতাম না। ছোট বেলায় একজন মাত্র ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যেতে পেরেছি। বুধবার (১৭ মে) বিকাল সাড়ে ৫টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জহির রায়হান ফিল্ম সোসাইটি কর্তৃক আয়োজিত সিনেমা উৎসব ‘একান্নবর্তী’তে আর্টিস্ট টকে অংশগ্রহণ করে তিনি এ কথা বলেন।

অপি করিম বলেন, যেহেতে আমি পেশায় একজন শিক্ষক। এজন্য চাইলেও সব কিছু করতে পারি না। পরিবারের সব সদস্য মিলে যাতে আমাদের কাজ উপভোগ করতে পারি। এদিকেই আমি বেশি মনোযোগী ছিলাম। বিশ্ববিদ্যালয়ে জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে মৌটুসী জুবায়দা রহমানের সঞ্চালনায় আর্টিস্ট টকটি অনুষ্ঠিত হয়। অপি করিম এসময় আরও বলেন, আমার সফলতার মূলে রয়েছেন আমার মা। তিনি আমাকে সব ধরনের সাহায্য সহযোগিতা করেছেন। মা ছিলেন বলেই এতদূর আসতে পেরেছি।

তিনি বলেন, সফলতার সংজ্ঞা আপেক্ষিক। আমার যেটা ভালো লাগে। যেটা ভালো লাগছে তাই আমার সফলতা। সফল হতে হলে প্রথম কিংবা দ্বিতীয় হতে হবে এটা আমি বিশ্বাস করি না। সফলতা মনের প্রশান্তির সঙ্গে সম্পৃক্ত। শিল্পের জন্য জীবন নাকি জীবনের জন্য শিল্প। সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে অপি করিম বলেন, জীবনটা যাপন করতে হয়। জীবনে সবকিছু রয়েছে। শামসুর রহমানের একটা কথা আছে- ‘জীবনের প্রতারণা শিল্পে ছায়া ফেলে’ এটা আমি বিশ্বাস করি। অসৎ মানুষ যে নিজের সঙ্গে অসৎ এবং অন্যের সঙ্গেও অসৎ। সে কখনও শিল্পী হতে পারে না। সে অনেক কিছু হতে পারবে কিন্তু শিল্পী না।

অপি বলেন, মা হওয়ার আগে আমার কোনো কিছু বন্ধ হয়নি। আমার কাজের মধ্যে মাতৃত্ব সময়কালীন যে লম্বা গ্যাপ, এটা আমার জীবনের একটা সুখকর বিরতি। কখনও আমার মেয়ে আমার সঙ্গে ভালোভাবে কথা বলছে, কখনও আমাকে বকা দিয়ে কথা বলছে। এই মুহূর্তগুলো অনেক বেশি আনন্দের। পছন্দের চরিত্র সম্পর্কে অপি করিম বলেন, রক্তকরবীর ‘নন্দিনী’ আমার খুবই পছন্দের একটা চরিত্র। আমার যতগুলো কাজের কথা বলি না কেন তার মধ্যে ‘নন্দিনী’ আমার সবচেয়ে পছন্দের চরিত্র। আমার মনে হয় একটা বয়স পরে সব মেয়েরাই নিজের মধ্যে নন্দিনীকে ধারণ করে।

প্রসঙ্গত, দীর্ঘদীন পর ২০২০ সালে ‘মায়ার জঞ্জাল’ চলচ্চিত্রের মাধ্যমে আবারও অভিনয়ে ফিরে আসেন অপি করিম। অভিনয় করেছেন অনেক বাংলা নাটকে। তার অভিনীত বাংলা নাটকের মধ্যে রয়েছে- পেছনে সবুজ গ্রাম, রূপোর আংটি, ভালোবাসা এমনি হয়, শ্রেষ্ঠ এবং ক্রীতদাস, তিন জোড়া মন, রক্তকরবী প্রভৃতি। ২০০৪ সালে ‘ব্যাচেলর’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে ভূষিত হন তিনি। সূত্র : ঢাকা মেইল

সুমি/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আড়াই বছর বয়সে আমি অভিনয় শুরু করি : অপি করিম

প্রকাশের সময় : ০৩:০৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

বিনোদন ডেস্ক :  জনপ্রিয় অভিনেত্রী অপি করিম বলেছেন, আমি যখন অভিনয় শুরু করি তখন আমার বয়স আড়াই বছর। কঞ্জারভেটিভ পরিবার থেকে আমি এসেছি। সব পোশাক পরার অনুমতি পেতাম না। ছোট বেলায় একজন মাত্র ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যেতে পেরেছি। বুধবার (১৭ মে) বিকাল সাড়ে ৫টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জহির রায়হান ফিল্ম সোসাইটি কর্তৃক আয়োজিত সিনেমা উৎসব ‘একান্নবর্তী’তে আর্টিস্ট টকে অংশগ্রহণ করে তিনি এ কথা বলেন।

অপি করিম বলেন, যেহেতে আমি পেশায় একজন শিক্ষক। এজন্য চাইলেও সব কিছু করতে পারি না। পরিবারের সব সদস্য মিলে যাতে আমাদের কাজ উপভোগ করতে পারি। এদিকেই আমি বেশি মনোযোগী ছিলাম। বিশ্ববিদ্যালয়ে জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে মৌটুসী জুবায়দা রহমানের সঞ্চালনায় আর্টিস্ট টকটি অনুষ্ঠিত হয়। অপি করিম এসময় আরও বলেন, আমার সফলতার মূলে রয়েছেন আমার মা। তিনি আমাকে সব ধরনের সাহায্য সহযোগিতা করেছেন। মা ছিলেন বলেই এতদূর আসতে পেরেছি।

তিনি বলেন, সফলতার সংজ্ঞা আপেক্ষিক। আমার যেটা ভালো লাগে। যেটা ভালো লাগছে তাই আমার সফলতা। সফল হতে হলে প্রথম কিংবা দ্বিতীয় হতে হবে এটা আমি বিশ্বাস করি না। সফলতা মনের প্রশান্তির সঙ্গে সম্পৃক্ত। শিল্পের জন্য জীবন নাকি জীবনের জন্য শিল্প। সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে অপি করিম বলেন, জীবনটা যাপন করতে হয়। জীবনে সবকিছু রয়েছে। শামসুর রহমানের একটা কথা আছে- ‘জীবনের প্রতারণা শিল্পে ছায়া ফেলে’ এটা আমি বিশ্বাস করি। অসৎ মানুষ যে নিজের সঙ্গে অসৎ এবং অন্যের সঙ্গেও অসৎ। সে কখনও শিল্পী হতে পারে না। সে অনেক কিছু হতে পারবে কিন্তু শিল্পী না।

অপি বলেন, মা হওয়ার আগে আমার কোনো কিছু বন্ধ হয়নি। আমার কাজের মধ্যে মাতৃত্ব সময়কালীন যে লম্বা গ্যাপ, এটা আমার জীবনের একটা সুখকর বিরতি। কখনও আমার মেয়ে আমার সঙ্গে ভালোভাবে কথা বলছে, কখনও আমাকে বকা দিয়ে কথা বলছে। এই মুহূর্তগুলো অনেক বেশি আনন্দের। পছন্দের চরিত্র সম্পর্কে অপি করিম বলেন, রক্তকরবীর ‘নন্দিনী’ আমার খুবই পছন্দের একটা চরিত্র। আমার যতগুলো কাজের কথা বলি না কেন তার মধ্যে ‘নন্দিনী’ আমার সবচেয়ে পছন্দের চরিত্র। আমার মনে হয় একটা বয়স পরে সব মেয়েরাই নিজের মধ্যে নন্দিনীকে ধারণ করে।

প্রসঙ্গত, দীর্ঘদীন পর ২০২০ সালে ‘মায়ার জঞ্জাল’ চলচ্চিত্রের মাধ্যমে আবারও অভিনয়ে ফিরে আসেন অপি করিম। অভিনয় করেছেন অনেক বাংলা নাটকে। তার অভিনীত বাংলা নাটকের মধ্যে রয়েছে- পেছনে সবুজ গ্রাম, রূপোর আংটি, ভালোবাসা এমনি হয়, শ্রেষ্ঠ এবং ক্রীতদাস, তিন জোড়া মন, রক্তকরবী প্রভৃতি। ২০০৪ সালে ‘ব্যাচেলর’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে ভূষিত হন তিনি। সূত্র : ঢাকা মেইল

সুমি/হককথা