নিউইয়র্ক ০৩:০০ অপরাহ্ন, সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আগামী বছরটি হবে আমার অভিনয় জীবনের সেরা- ভাবনা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:০৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • / ৩৯ বার পঠিত

বিনোদন ডেস্ক : আপাতত শুধুই সিনেমায় অভিনয় করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তবে গল্প ভালোলাগলে ওয়েব ফিল্মে বা সিরিজেও অভিনয় করবেন। ইতোমধ্যে ভাবনা অভিনীত শুদ্ধমান চৈতন পরিচালিত ‘দামপাড়া’ সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস। তার বাবা হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিতজীবন’ সিনেমার কাজ শেষ করেছেন। বর্তমানে সিনেমার মিউজিকের কাজ চলছে বলে জানালেন ভাবনা। ভাবনা জানান, তার বাবার নির্দেশনায় নির্মিত এই সিনেমায় তিনি গল্পের প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন। এখন রায়হান খান পরিচালিত ‘পায়েল’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন। আগামী ২০২৪ সালে তার অভিনীত নতুন এই তিনটি সিনেমা ‘দামপাড়া’, ‘যাপিতজীবন’ ও ‘পায়েল’ মুক্তি পাবে। তিনটি সিনেমা প্রসঙ্গে ভাবনা বলেন, দামপাড়া মূলত ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ আর আমাদের অস্তিত্বের গল্পের সিনেমা। আর আমার বাবার পরিচালিত সিনেমা ‘যাপিতজীবন’ বলা যায় আমারই সিনেমা। বাবা’র সঙ্গে আমিও অনেক শ্রম দিচ্ছি কষ্ট করছি। এই সিনেমাটি নিয়ে বাবার যেমন স্বপ্ন, আমারও স্বপ্ন। সিনেমাটি দর্শকের কাছে পৌঁছে না দেওয়া পর্যন্ত কাজ করে যাব। অন্যদিকে, ‘পায়েল’ সিনেমাটি কমার্শিলায়ল মুভি বলতে যা বোঝায়, ঠিক তাই। আমি এতে নাম ভূমিকায় অভিনয় করেছি। গেত কয়েকমাস ধরে এই সিনেমার কাজ চলছে। রায়হান ভাই ধরে ধরে কাজ করেন, তাই কাজটি বেশ পরিপাটিভাবে হচ্ছে। পায়েল নিয়েও অন্যরকম স্বপ্ন আমার। আমাকে এই সিনেমায় দর্শক একেবারেই নতুনরূপে দেখবেন। আমার বিশ^াস, ২০২৪ সালটি হবে আমার অভিনয় জীবনের অন্যতম সেরা সময়। ২০২৪ সালকে কেন্দ্র করে আমার অনেক স্বপ্ন, অনেক আশা। দেখা যাক কী আছে ভাগ্যে। ভাবনা জানান, আগামী বইমেলায় তার নতুন উপন্যাস আসবে ‘মিজান পাবলিসার্স’ থেকে। আপাতত উপন্যাসের কাজ নিয়ে ব্যস্ত তিনি। সুত্র : দৈনিক ইনকিলাব

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আগামী বছরটি হবে আমার অভিনয় জীবনের সেরা- ভাবনা

প্রকাশের সময় : ০৬:০৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক : আপাতত শুধুই সিনেমায় অভিনয় করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তবে গল্প ভালোলাগলে ওয়েব ফিল্মে বা সিরিজেও অভিনয় করবেন। ইতোমধ্যে ভাবনা অভিনীত শুদ্ধমান চৈতন পরিচালিত ‘দামপাড়া’ সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস। তার বাবা হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিতজীবন’ সিনেমার কাজ শেষ করেছেন। বর্তমানে সিনেমার মিউজিকের কাজ চলছে বলে জানালেন ভাবনা। ভাবনা জানান, তার বাবার নির্দেশনায় নির্মিত এই সিনেমায় তিনি গল্পের প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন। এখন রায়হান খান পরিচালিত ‘পায়েল’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন। আগামী ২০২৪ সালে তার অভিনীত নতুন এই তিনটি সিনেমা ‘দামপাড়া’, ‘যাপিতজীবন’ ও ‘পায়েল’ মুক্তি পাবে। তিনটি সিনেমা প্রসঙ্গে ভাবনা বলেন, দামপাড়া মূলত ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ আর আমাদের অস্তিত্বের গল্পের সিনেমা। আর আমার বাবার পরিচালিত সিনেমা ‘যাপিতজীবন’ বলা যায় আমারই সিনেমা। বাবা’র সঙ্গে আমিও অনেক শ্রম দিচ্ছি কষ্ট করছি। এই সিনেমাটি নিয়ে বাবার যেমন স্বপ্ন, আমারও স্বপ্ন। সিনেমাটি দর্শকের কাছে পৌঁছে না দেওয়া পর্যন্ত কাজ করে যাব। অন্যদিকে, ‘পায়েল’ সিনেমাটি কমার্শিলায়ল মুভি বলতে যা বোঝায়, ঠিক তাই। আমি এতে নাম ভূমিকায় অভিনয় করেছি। গেত কয়েকমাস ধরে এই সিনেমার কাজ চলছে। রায়হান ভাই ধরে ধরে কাজ করেন, তাই কাজটি বেশ পরিপাটিভাবে হচ্ছে। পায়েল নিয়েও অন্যরকম স্বপ্ন আমার। আমাকে এই সিনেমায় দর্শক একেবারেই নতুনরূপে দেখবেন। আমার বিশ^াস, ২০২৪ সালটি হবে আমার অভিনয় জীবনের অন্যতম সেরা সময়। ২০২৪ সালকে কেন্দ্র করে আমার অনেক স্বপ্ন, অনেক আশা। দেখা যাক কী আছে ভাগ্যে। ভাবনা জানান, আগামী বইমেলায় তার নতুন উপন্যাস আসবে ‘মিজান পাবলিসার্স’ থেকে। আপাতত উপন্যাসের কাজ নিয়ে ব্যস্ত তিনি। সুত্র : দৈনিক ইনকিলাব

হককথা/নাছরিন