আগামী ঈদে শাকিবের ‘রাজকুমার’
- প্রকাশের সময় : ১২:২৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
- / ৭৬ বার পঠিত
বিনোদন ডেস্ক : গেল ঈদে বক্স অফিসে ঝড় তুলেছেন শাকিব খান ও নির্মাতা হিমেল আশরাফ জুটি। তারা একসঙ্গে কাজ করেছেন ‘প্রিয়তমা’ সিনেমায়। সিনেমাটি দেশ ও দেশের বাইরে একের পর এক রেকর্ড ভেঙে কিছুদিনের মধ্যে আসছে ওটিটি প্ল্যাটফরমেও। সেই রেশ না কাটতেই এবার নতুন সিনেমার ঘোষণা দিলেন নির্মাতা। যা মুক্তি পাবে আগামী রোজার ঈদে। এ সিনেমাটিও প্রযোজনা করছেন ‘প্রিয়তমা’র প্রযোজক আরশাদ আদনান।
গত রোববার ফেসবুকে ঘোষণা দিয়ে পরিচালক লেখেন, গত ঈদের আগে বলেছিলাম প্রিয়তমা আসছে, নতুন ইতিহাস গড়তে। আজ বলে গেলাম, শাকিব খান এবং আরশাদ আদনান নতুন কিছু নিয়ে আসছেন যা ভেঙে দেবে প্রিয়তমার সকল রেকর্ড। এর কয়েক ঘণ্টা পর ‘রাজকুমার’ সিনেমার একটি পোস্টার শেয়ার করেন তিনি। ‘রাজকুমার’ আগামী ঈদে শাকিবের চমক। ‘প্রিয়তমা’র সাফল্যের পর শাকিব খান, প্রযোজক আরশাদ আদনান এবং পরিচালক হিমেল আশরাফ ‘ত্রয়ী জুটি’র আখ্যা পেয়েছেন।
এই ত্রয়ী এবার নিয়ে আসছেন ‘রাজকুমার’। নভেম্বর নাগাদ যুক্তরাষ্ট্রে ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। যদিও সিনেমাটির ঘোষণা এসেছিল আরও এক বছর আগে। গেল বছরের মার্চে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা হিমেল আশরাফ, এমন ঘোষণা দিয়ে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনা কনভেনশন হলে মহরতও হয়েছিল। সে সময় সিনেমার নায়িকা হিসেবে আমেরিকান অভিনেত্রী ও মডেল কোর্টনি কফিকে পরিচয় করিয়ে দেয়া হয়। সূত্র : মানবজিমন
সুমি/হককথা