অস্কারের দৌড়ে টভিনো থমাসের ‘২০১৮’
- প্রকাশের সময় : ০৫:৩০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৬ বার পঠিত
বিনোদন ডেস্ক : টভিনো থমাস অভিনীত এবং জুড অ্যান্টনি জোসেফ পরিচালিত মালয়ালাম সারভাইভাল ড্রামা চলচ্চিত্র ‘২০১৮’ অস্কারের লড়াইয়ে যাচ্ছে ভারত থেকে। ভারতের ফিল্ম ফেডারেশনের পক্ষ থেকে দেশের আনুষ্ঠানিক অস্কার প্রবেশ হিসেবে নির্বাচিত হয়েছে সিনেমাটি। ২০১৮ সালে কেরালায় আঘাত হানা ভয়াবহ বন্যার ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে সিনেমাটি।
গত বছর অস্কারে ভারতীয় সিনেমার জন্য বিশেষভাবে সফল ছিল, তেলুগু ভাষার মহাকাব্যিক চলচ্চিত্র ‘আরআরআর’।
সিনেমাটি সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতার জন্য নির্বাচিত না হওয়া সত্ত্বেও সেরা মৌলিক গানের জন্য একাডেমি পুরস্কার জিতে নিয়েছে। আর তাই এবার অস্কারের দৌড়ে ভারতের পক্ষ থেকে সিনেমা বাছাইয়ে ছিল অনেক বেশি উৎসাহ-উদ্দীপনা। এবার কোন সিনেমাকে দেশের পক্ষ থেকে আন্তর্জাতিক পুরস্কারের মঞ্চে পাঠানো হবে, এই প্রশ্ন ছিল সিনে অনুরাগীদের মধ্যে। ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার পক্ষ থেকে আবেদন জানানোর জন্য ২৫ দিনের সময় দেওয়া হয়েছিল।
গত ১০ সেপ্টেম্বর এই আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ছিল।
এ বছর সব আবেদনের ভিত্তিতে প্রাথমিক তালিকায় ছিল বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’, অভিষেক বচ্চন অভিনীত এবং আর. বালকি পরিচালিত ‘ঘুমার’, অনন্ত মহাদেবন পরিচালিত ‘দ্য স্টোরিটেলার’, নন্দিতা দাস পরিচালিত ‘জিগ্যাটো’। করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র নামও শোনা গিয়েছিল তালিকায়।
তবে তালিকার সেই সব সিনেমাকে পেছনে ফেলে বাজিমাত করে টভিনো থমাসের ‘২০১৮’ বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত জুড অ্যান্টনি জোসেফ পরিচালিত সিনেমাটি ২০১৮ সালে কেরালার ভয়াবহ বন্যার গল্পকে ফুটিয়ে তুলেছে।
সেই প্রেক্ষাপটকে নিয়েই সাজানো হয়েছে সিনেমাটির চিত্রনাট্য। চলতি বছরের ৫ মে সিনেমা হলে মুক্তি পেয়েছিল ৩০ কোটি টাকা বাজেটে তৈরি ‘২০১৮’, যা বক্স অফিসে ২০০ কোটি রুপির ব্যবসা করে ব্লকবাস্টার হয়। দর্শক ও সমালোচকদের মন জয় করার পর এবার ‘২০১৮’ লড়বে অস্কারের মঞ্চে।
তারকা খচিত ‘২০১৮’-তে টভিনো থমাসের সঙ্গে আরো অভিনয় করেছেন বুবার, আসিফ আলি, ভিনীথ শ্রীনিবাসন, নারাইন, লাল, অপর্ণা বালামূর্তিসহ একঝাঁক তারকা। সূত্র : দি ইন্ডিয়ান এক্সপ্রেস