নিউইয়র্ক ০৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

অসুস্থ পরীমণি, সাক্ষ্যগ্রহণ পেছাল ১ মাস

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৫৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
  • / ৫৫ বার পঠিত

বিনোদন ডেস্ক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাক্ষ্যগ্রহণ শুনানি পেছানোর আবেদন করেছেন চিত্রনায়িকা পরীমণি।

আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা স্পেশাল জজ আদালত-১০ এ তিনি আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে আবেদন করেন।

পরীমণির আইনজীবী আদালতকে জানান, অসুস্থতার কারণে পরীমণি আদালতে হাজির হতে পারেননি। বেশ কিছুদিন যাবত তিনি জ্বরে ভুগছেন। সেই সঙ্গে তার কাশি রয়েছে। এছাড়া তিনি অন্তঃসত্ত্বা।

তিনি আরও বলেন, এই মামলায় চার্জ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে পরীমণি উচ্চ আদালতে আবেদন করেছেন। যে কারণে আদালতের কাছে সময় প্রার্থনা করা হচ্ছে।

রাষ্ট্রপক্ষও এদিন সময় চেয়ে আবেদন করে। আবেদনপত্রে উল্লেখ করা হয়, র‌্যাব কর্মকর্তা ও মামলার বাদী মজিবুর রহমান অসুস্থতার কারণে আজ অনুপস্থিত। যে কারণে শুনানি পেছানোর আবেদন করা হচ্ছে।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আগামী ১ মার্চ শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।

এই মামলার অন্য দুই আসামি হলেন— পরীমণির সহযোগী আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন। বর্তমানে তারা জামিনে আছেন। শুনানিকালে তারা আজ আদালতে উপস্থিত ছিলেন।

গত ৫ জানুয়ারি একই আদালত পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

অসুস্থ পরীমণি, সাক্ষ্যগ্রহণ পেছাল ১ মাস

প্রকাশের সময় : ০৫:৫৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২

বিনোদন ডেস্ক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাক্ষ্যগ্রহণ শুনানি পেছানোর আবেদন করেছেন চিত্রনায়িকা পরীমণি।

আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা স্পেশাল জজ আদালত-১০ এ তিনি আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে আবেদন করেন।

পরীমণির আইনজীবী আদালতকে জানান, অসুস্থতার কারণে পরীমণি আদালতে হাজির হতে পারেননি। বেশ কিছুদিন যাবত তিনি জ্বরে ভুগছেন। সেই সঙ্গে তার কাশি রয়েছে। এছাড়া তিনি অন্তঃসত্ত্বা।

তিনি আরও বলেন, এই মামলায় চার্জ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে পরীমণি উচ্চ আদালতে আবেদন করেছেন। যে কারণে আদালতের কাছে সময় প্রার্থনা করা হচ্ছে।

রাষ্ট্রপক্ষও এদিন সময় চেয়ে আবেদন করে। আবেদনপত্রে উল্লেখ করা হয়, র‌্যাব কর্মকর্তা ও মামলার বাদী মজিবুর রহমান অসুস্থতার কারণে আজ অনুপস্থিত। যে কারণে শুনানি পেছানোর আবেদন করা হচ্ছে।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আগামী ১ মার্চ শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।

এই মামলার অন্য দুই আসামি হলেন— পরীমণির সহযোগী আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন। বর্তমানে তারা জামিনে আছেন। শুনানিকালে তারা আজ আদালতে উপস্থিত ছিলেন।

গত ৫ জানুয়ারি একই আদালত পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
হককথা/এমউএ