নিউইয়র্ক ০১:৪০ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

‘অবুঝ মন’ নিয়ে কথা বললেন শাবানা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:১৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
  • / ৬০ বার পঠিত

ত্রিভুজ প্রেমের সিনেমা ‘অবুঝ মন’। যা মুক্তি পায় ১৯৭২ সালে। সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেন প্রয়াত নায়করাজ রাজ্জাক ও কিংবদন্তি অভিনেত্রী শাবানা। আর এটি পরিচালনা করেন প্রখ্যাত চিত্রনির্মাতা কাজী জহির। দেশ স্বাধীন হওয়ার পর এটিই প্রথম ভারতের চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছিল। ‘অবুঝ মন’ ৫০ বছর পূর্ণ করল আজ। সিনেমাটি নিয়ে স্মৃতিচারণ করছেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা।

তার ভাষায়, ‘সেই সময়ে হিন্দু-মুসলমানের প্রেম কাহিনি নিয়ে একটি সাহসী ছবি নির্মাণ করেন দক্ষ নির্মাতা কাজী জহির। বেশ উৎসবমুখর আয়োজনে ছবির কাজ করেছিলাম আমরা। ছবিটি যে এমন সাড়া জাগাবে তা প্রথমে বুঝতে পারিনি। তারপর তো বলতে গেলে “অবুঝ মন” বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে মাইলফলক হয়ে আছে। এই চলচ্চিত্রটির কথা শুধু আমি নই, কেউই কোনো দিন ভুলতে পারবে বলে আমার মনে হয় না।’

‘অবুঝ মন’ দুই ধর্মের দুই তরুণ-তরুণীর প্রেম, সেই প্রেমের জন্য দুই বন্ধুর ত্যাগ ও মানবতার গল্প উঠে এসেছে এতে। এতে থাকা সাবিনা ইয়াসমিনের কণ্ঠে ‘শুধু গান গেয়ে পরিচয়’ গানটি আজও দারুণ প্রশংসিত দর্শকমহলে।

‘অবুঝ মন’ সিনেমায় মাসুম চরিত্রে রাজ্জাক, বিজয় চরিত্রে শওকত আকবর, মাধবীর ভূমিকায় শাবানা ও রাবেয়া চরিত্রে অভিনয় করেছেন সুজাতা আজিম। এছাড়াও অভিনয় করেন নারায়ণ চক্রবর্তী, খান জয়নুল, সাইফুদ্দিন ও হাসমত।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

‘অবুঝ মন’ নিয়ে কথা বললেন শাবানা

প্রকাশের সময় : ০৫:১৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২

ত্রিভুজ প্রেমের সিনেমা ‘অবুঝ মন’। যা মুক্তি পায় ১৯৭২ সালে। সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেন প্রয়াত নায়করাজ রাজ্জাক ও কিংবদন্তি অভিনেত্রী শাবানা। আর এটি পরিচালনা করেন প্রখ্যাত চিত্রনির্মাতা কাজী জহির। দেশ স্বাধীন হওয়ার পর এটিই প্রথম ভারতের চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছিল। ‘অবুঝ মন’ ৫০ বছর পূর্ণ করল আজ। সিনেমাটি নিয়ে স্মৃতিচারণ করছেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা।

তার ভাষায়, ‘সেই সময়ে হিন্দু-মুসলমানের প্রেম কাহিনি নিয়ে একটি সাহসী ছবি নির্মাণ করেন দক্ষ নির্মাতা কাজী জহির। বেশ উৎসবমুখর আয়োজনে ছবির কাজ করেছিলাম আমরা। ছবিটি যে এমন সাড়া জাগাবে তা প্রথমে বুঝতে পারিনি। তারপর তো বলতে গেলে “অবুঝ মন” বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে মাইলফলক হয়ে আছে। এই চলচ্চিত্রটির কথা শুধু আমি নই, কেউই কোনো দিন ভুলতে পারবে বলে আমার মনে হয় না।’

‘অবুঝ মন’ দুই ধর্মের দুই তরুণ-তরুণীর প্রেম, সেই প্রেমের জন্য দুই বন্ধুর ত্যাগ ও মানবতার গল্প উঠে এসেছে এতে। এতে থাকা সাবিনা ইয়াসমিনের কণ্ঠে ‘শুধু গান গেয়ে পরিচয়’ গানটি আজও দারুণ প্রশংসিত দর্শকমহলে।

‘অবুঝ মন’ সিনেমায় মাসুম চরিত্রে রাজ্জাক, বিজয় চরিত্রে শওকত আকবর, মাধবীর ভূমিকায় শাবানা ও রাবেয়া চরিত্রে অভিনয় করেছেন সুজাতা আজিম। এছাড়াও অভিনয় করেন নারায়ণ চক্রবর্তী, খান জয়নুল, সাইফুদ্দিন ও হাসমত।