নিউইয়র্ক ১১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

অন্য কারও সঙ্গে বিবাহিত কাজল!

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৩০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
  • / ৫৩ বার পঠিত

বিনোদন ডেস্ক : তিন দশকের কেরিয়ারে একের পর এক সফল ছবি। কাজ তো বটেই, ব্যক্তিগত জীবনেও কোথাও কোনও আলোচনার অবকাশ নেই। বলিউডি সম্পর্ক নিয়ে হাজারো জল্পনার ভিড়ে এই তারকা দম্পতিকে নিয়ে গুজব বা চর্চাও নেই।
‘বাজিগর’ থেকে ‘তানহাজি’। তিন দশকের ঝলমলে কেরিয়ারে একের পর এক সফল ছবি। দুই ছেলে-মেয়েকে নিয়ে সুখী সংসার তারকা দম্পতির।
এ হেন অজয় নন, কাজল নাকি অন্য কারও সঙ্গে বেশি বিবাহিত এবং অন্য কেউ নয়, এমন দাবি খোদ নায়িকারই। তাহলে হঠাৎ কেন এমন মন্তব্য কাজলের? তবে কি ভাঙন ধরছে কাজল ও অজয় দেবগণের কুড়ি বছরের সংসারে?
একেবারেই নয়। আসলে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন অজয়ঘরনি। শাশুড়ি বীণা দেবগণের সঙ্গে ছবিতে চওড়া সোনালি পাড় সাদা শাড়িতে ঝলমলে কাজল।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শাশুড়ির উদ্দেশ্যে লিখেছেন, কোনও পুরুষকে বিয়ে করা মানে শুধু তার সঙ্গে গাঁটছড়া বাঁধা নয়, তার গোটা পরিবারের সঙ্গেই জড়িয়ে যাওয়া। সেই মানুষটার জন্য অঢেল শুভেচ্ছা রইল, যিনি সব সময়ে আমার পাশে থেকেছেন। এতটাই যে, বহু বার মনে হয়েছে, আমার স্বামী নন, আমি তার সঙ্গেই বেশি বিবাহিত। সেই অসামান্য নারী, আমার শাশুড়ি বীণা দেবগণকে জন্মদিন খুব ভাল কাটুক।
সকাল সকাল এমন মিষ্টি পোস্টে অনুরাগীরাও আত্মহারা। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

অন্য কারও সঙ্গে বিবাহিত কাজল!

প্রকাশের সময় : ১২:৩০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২

বিনোদন ডেস্ক : তিন দশকের কেরিয়ারে একের পর এক সফল ছবি। কাজ তো বটেই, ব্যক্তিগত জীবনেও কোথাও কোনও আলোচনার অবকাশ নেই। বলিউডি সম্পর্ক নিয়ে হাজারো জল্পনার ভিড়ে এই তারকা দম্পতিকে নিয়ে গুজব বা চর্চাও নেই।
‘বাজিগর’ থেকে ‘তানহাজি’। তিন দশকের ঝলমলে কেরিয়ারে একের পর এক সফল ছবি। দুই ছেলে-মেয়েকে নিয়ে সুখী সংসার তারকা দম্পতির।
এ হেন অজয় নন, কাজল নাকি অন্য কারও সঙ্গে বেশি বিবাহিত এবং অন্য কেউ নয়, এমন দাবি খোদ নায়িকারই। তাহলে হঠাৎ কেন এমন মন্তব্য কাজলের? তবে কি ভাঙন ধরছে কাজল ও অজয় দেবগণের কুড়ি বছরের সংসারে?
একেবারেই নয়। আসলে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন অজয়ঘরনি। শাশুড়ি বীণা দেবগণের সঙ্গে ছবিতে চওড়া সোনালি পাড় সাদা শাড়িতে ঝলমলে কাজল।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শাশুড়ির উদ্দেশ্যে লিখেছেন, কোনও পুরুষকে বিয়ে করা মানে শুধু তার সঙ্গে গাঁটছড়া বাঁধা নয়, তার গোটা পরিবারের সঙ্গেই জড়িয়ে যাওয়া। সেই মানুষটার জন্য অঢেল শুভেচ্ছা রইল, যিনি সব সময়ে আমার পাশে থেকেছেন। এতটাই যে, বহু বার মনে হয়েছে, আমার স্বামী নন, আমি তার সঙ্গেই বেশি বিবাহিত। সেই অসামান্য নারী, আমার শাশুড়ি বীণা দেবগণকে জন্মদিন খুব ভাল কাটুক।
সকাল সকাল এমন মিষ্টি পোস্টে অনুরাগীরাও আত্মহারা। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে।
হককথা/এমউএ