অনন্যার গোপন তথ্য ফাঁস করে দিলেন সারা!
![](https://hakkatha.com/wp-content/uploads/2024/05/hakkathafav.png)
- প্রকাশের সময় : ০৭:৩৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
- / ৪৯ বার পঠিত
বিনোদন ডেস্ক : সারা আলি খান ও অনন্যা পাণ্ডে এখন বলিউডের আলোচিত অভিনেত্রী। দুই অভিনেত্রীর মধ্যেই সুসম্পর্ক রয়েছে। তবে এবার সেই সুসম্পর্কের বড় খেসারত দিতে হলো অনন্যা পাণ্ডেকে।
যে তথ্য গোপন রেখেছিলেন সে কথাই ফাঁস হয়ে গেল? করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’-এ একসঙ্গে হাজির হয়েছিলেন এই দুই অভিনেত্রী।
সেখানেই করণ সারা আলি খানকে জিজ্ঞেস করেছিলেন, কী এমন জিনিস যা তোমার নেই অথচ অনন্যার কাছে আছে? এক মুহূর্ত চিন্তা না করেই সারা উত্তর দেন ‘এ নাইট ম্যানেজার’। এই কথা শোনামাত্রই লজ্জায় লাল হয়ে যান অনন্যা পাণ্ডে।
কেননা তিনি যে আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলিউডে এ খবর নতুন আগেই চাওর হয়েছে। এবার তা আরও উসকে দিলেন সারা! যদিও অনন্যা পাণ্ডে-আদিত্য রায় কাপুর নিজেরা স্বীকার না করলেও মাঝেমধ্যেই চলছে মালদ্বীপ ট্রিপ। কিছু দিন আগে দুজনের ঘনিষ্ঠ ছবিও ভাইরাল হয়।
এতে যদিও অস্বস্তিতে পড়েছিলেন দুজন। এরকমই একটা সময় সারা পরোক্ষেভাবে বলে দিলেন, অনন্যা-আদিত্য সম্পর্কে রয়েছেন। কিছু দিন আগেই মুক্তি পেয়েছিল ওয়েবসিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’। ওই সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন আদিত্য রায় কাপুর। সূত্র: টিভি নাইন বাংলা
হককথা/নাছরিন