অজানা তথ্য জানালেন সানি

- প্রকাশের সময় : ০১:১৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
- / ৮৫ বার পঠিত
বিনোদন ডেস্ক : সম্প্রতি ৪২ বছরে পা দিয়েছেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী সানি লিওন। এক যুগ ধরে ড্যানিয়েলের সঙ্গে সুখে সংসার করছেন তিনি। কিন্তু প্রথমদিকে তার ভালোবাসায় সাড়া দেননি সানি। বিয়ে করতেও রাজি ছিলেন না। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন তিনি। লাস ভেগাসের এক রেস্তরাঁয় ড্যানিয়েলের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল।
সেদিন নাম জিজ্ঞেস করে ফোন নম্বর ও ই-মেইল আইডি চেয়ে নেন ড্যানিয়েল। এরপর তাকে নিজের মনের কথা জানান। কিন্তু ড্যানিয়েলের ভালোবাসার কথা শুনেও সানি রাজি হননি। সানির দিক থেকে কোনো রকম সাড়াই মেলেনি। তারপর থেকে যতবারই সানি সেই রেস্তরাঁয় গেছেন ফুলের তোড়া পেয়েছেন।
আরোও পড়ুন। উর্বশীর কাণ্ড
একিদকে মায়ের মৃত্যু অন্যদিকে সম্পর্ক বিচ্ছেদের ফলে সেই সময়টাতে সানি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। অবশেষে সমস্ত কিছু থেকে বেরিয়ে একদিন ড্যানিয়েলের সঙ্গে ডেটে যান সানি। প্রথম দিন ডেটে গিয়েই একে-অপরের সঙ্গে প্রায় পাঁচ ঘণ্টা সময় কাটিয়েছিলেন। তারপর থেকে ভালোলাগার শুরু। দীর্ঘ ৩ বছর ডেটিংয়ের পর ২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দু’জনে। সূত্র : মানবজমিন
সুমি/হককথা