২১ ফেব্রুয়ারিকে ‘লন্ডন মাল্টিলিংগুয়াল ডে’ পালনের আহ্বান
- প্রকাশের সময় : ০১:১৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ২৭ বার পঠিত
হককথা ডেস্ক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত অমর একুশে ফেব্রুয়ারিকে ‘লন্ডন মাল্টিলিঙ্গুয়াল ডে’ হিসেবে পালনের জন্য লন্ডনের মেয়র সাদিক খানের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লন্ডনের একটি হোটেলে ‘সেফগার্ডিং ইনডিজেনাস ল্যাঙ্গুয়েজেস থ্রু ট্রান্সফরমিং এডুকেশন’ শীর্ষক এক বিশেষ আলোচনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, হাইকমিশন শিগগির আনুষ্ঠানিক প্রস্তাব লন্ডনের মেয়রের কাছে পাঠানো হবে। যুক্তরাজ্যে প্রায় ৩০০ এবং লন্ডনে প্রায় ২০০ মাতৃভাষার প্রচলিত আছে উল্লেখ করে হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বলেন, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ‘লন্ডন মাল্টিলিঙ্গুয়াল ডে’ হিসেবে ঘোষণা করা খুবই যৌক্তিক হবে।
এ জন্য হাইকমিশনার সাঈদা মুনা ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটিসহ বিভিন্ন কমিউনিটির সদস্যদের নিজ নিজ এলাকার কাউন্সিলরদের মাধ্যমে লন্ডনের মেয়রের কাছে এ নিয়ে প্রস্তাব পাঠানোর পরামর্শ দেন। এ ছাড়া তিনি বাংলা ভাষা শিক্ষা ও চর্চার জন্য যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান উদ্যোগ গ্রহণ করলে হাইকমিশন বিনা মূল্যে বাংলা বই সরবরাহ করতে সহায়তা করবে বলেও জানান তিনি। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল পেট্রিসিয়া স্কটল্যান্ড, গেস্ট অব অনার হিসেবে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য পল ব্রিস্টো, লন্ডনে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হাইকমিশনের স্মারক অনুষ্ঠানের সহ–আয়োজক যুক্তরাজ্যে ইউনেসকোর জাতীয় কমিশনের প্রতিনিধি ম্যাথিউ রাবাগলিয়াতি, ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধি ও’বায়ার্ন মুলিগান ও যুক্তরাজ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ। সূত্র : দৈনিক ইত্তেফাক
সুমি/হককথা